Jangalmahal: দেশের বাজার মাতাচ্ছে জঙ্গলমহলের করলা! ভিন রাজ্যে রপ্তানি করেই বিরাট লাভ চাষীদের
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:BUDDHADEV BERA
Last Updated:
ঝাড়গ্রাম জেলার ছেলে মেয়েরা যে যেমন বিভিন্ন রাজ্যে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলো, নানান বিষয়ে নজির গড়ছে ঠিক তেমনি দিল্লির বাজার কাঁপাচ্ছে এখন ঝাড়গ্রামের করলা।
ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার ছেলে মেয়েরা যে যেমন বিভিন্ন রাজ্যে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলো, নানান বিষয়ে নজির গড়ছে ঠিক তেমনি দিল্লির বাজার কাঁপাচ্ছে এখন ঝাড়গ্রামের করলা। প্রত্যেক দিন বড় বড় ট্রাকে লোড হয়ে পাড়ি দিচ্ছে ঝাড়গ্রাম জেলায় চাষ হওয়া করলা আর তাতেই লাভের মুখ দেখছে চাষীরা।
ঝাড়গ্রাম ব্লকের পাঁচামি গ্রামে বিঘার পর বিঘা জুড়ে চোখ তাকালে শুধুই দেখা যাচ্ছে সবুজ করলার চাষ। সকাল বিকাল করলা তুলতে ব্যস্ত চাষীরা কারণ তাদের করলা পাড়ি দিবে দিল্লি। করলা বাড়িতে তুলে এনে প্যাকেট করে সেই করলা বিক্রির জন্য পাঠানো হচ্ছে হচ্ছে দিল্লি।
advertisement
advertisement
পাঁচামি এলাকার চাষীদের এখন শুধু এটাই কাজ। কারণ যত বেশি বিক্রি হবে ততই পকেটে ঢুকবে লক্ষী, আর সংসারে আসবে আলো। তাই এখন পাঁচমি গ্রামে এখন আট থেকে আশি সবাই শুধু মাঠ থেকে করলা তুলে এনে প্যাকেটিং করে রপ্তানিতে ব্যস্ত হয়ে পড়েছে।
আমাদের রাজ্য শস্য শ্যামলায় পরিপূর্ণ। সারা বছর কিছু না কিছু চাষ হয়েই থাকে প্রত্যেকটি জেলায়। ঝাড়গ্রাম জেলাও ব্যতিক্রম নয়। এই জেলা কৃষিপ্রধান জেলা। সারা বছর ই নানা চাষ বাস করে থাকেন এখানকার চাষীরা। বেশির ভাগ তাই ধান চাষ। কিন্তু এই ধান চাষের ক্ষেত্রে আউস, এমন এই চাষ বেশি হলেও বোরো কিন্তু খুব একটা হয়না। আর তখনই এই সময় ধান চাষের পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরণের সবজি, ফলের চাষে মেতে ওঠেন চাষীরা। ঠিক তেমনি ঝাড়গ্রাম ব্লকের পাঁচমি এলাকার চাষীরা এখন করলা চাষে মেতে উঠেছে।
advertisement
চাষিদের চাষের করলা যেমন স্থানীয় বাজারে বিক্রি করছে ঠিক তেমনি ভিন রাজ্যেও বিক্রির জন্য দিন রাত এক করে দিচ্ছে। কারণ স্থানীয় বাজারে যে দাম তারা পাচ্ছে তার চেয়ে বেশি দাম পাচ্ছে ভিন রাজ্যে রফতানি করে। তাই এখন ঝাড়গ্রামের মাটিতে চাষ হওয়া করলা দিল্লির বাজারে পাড়ি দিতেই এই করলাই যেন চাষিদের কাছে সোনার ফসলে পরিণত হয়ে গেছে।
advertisement
বুদ্ধদেব বেরা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2025 11:57 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Jangalmahal: দেশের বাজার মাতাচ্ছে জঙ্গলমহলের করলা! ভিন রাজ্যে রপ্তানি করেই বিরাট লাভ চাষীদের