Union Budget 2022: আইটি সেক্টরের ৫টি চাহিদা, এবারের বাজেটে কি মিটতে চলেছে?

Last Updated:

Union Budget 2022: আসন্ন ইউনিয়ন বাজেটে কেন্দ্রীয় সরকার আইটি সেক্টরের জন্য বিশেষ ৫টি নীতির ঘোষণা করতে পারে।

বাজেটে মিটবে চাহিদা?
বাজেটে মিটবে চাহিদা?
#নয়াদিল্লি: ২০২২ সালের ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) পেশ করতে চলেছেন ইউনিয়ন বাজেট ২০২২-২৩। এই বাজেটের দিকে তাকিয়ে রয়েছে ভারতের আইটি (IT) সেক্টর। তারা মনে করছে আসন্ন ইউনিয়ন বাজেটে কেন্দ্রীয় সরকার আইটি সেক্টরের জন্য বিশেষ ৫টি নীতির ঘোষণা করতে পারে।
আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এ আইটি সেক্টরের আশা এবং চাহিদা -
- আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এ আইটি সেক্টর আশা করছে যে, রিস্ক ক্যাপিট্যালকে সাহায্য করার জন্য ট্যাক্স ছাড় দেওয়া হতে পারে।
advertisement
- আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এ আইটি সেক্টর আশা করছে যে, দেশের আইটি সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের স্টার্টআপ সেক্টরে ফোকাস দেওয়া হতে পারে। দেশের স্টার্টআপ সেক্টরে ট্যাক্স ছাড় দেওয়া হতে পারে।
advertisement
- আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এ আইটি সেক্টর আশা করছে যে, এই সেক্টরের বিনিয়োগ বাড়িয়ে তোলার জন্য বাজেটে নজর দেওয়া হতে পারে।
- আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এ আইটি সেক্টর আশা করছে যে, দেশের লিস্টেড এবং আনলিস্টেড সকল কোম্পানির ক্যাপিট্যাল লোনের জন্য একই রকম নিয়ম করা হতে পারে।
- আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এ আইটি সেক্টর আশা করছে যে, দেশের বিভিন্ন ছোট ছোট আইটি কোম্পানির জন্য আসন্ন ইউনিয়ন বাজেটে কিছু ঘোষণা করা হতে পারে। এই সকল ছোট ছোট কোম্পানির দিকে কেন্দ্রীয় সরকার নজর দিতে পারে।
advertisement
বিগত বাজেটের ঘোষণা -
বিগত ইউনিয়ন বাজেট ২০২১-২২ এ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতের আইটি সেক্টরের জন্য নতুন বিশেষ কিছুই ঘোষণা করেননি। কিন্তু সেই বাজেটে এমন কয়েকটি ঘোষণা করা হয়েছিল, যার মাধ্যমে দেশের টেকনোলজি সেক্টরের সাহায্য হতে পারে। এর ফলে এখন মনে করা হচ্ছে যে আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এ দেশের আইটি সেক্টরের জন্য কেন্দ্রীয় সরকার বিশেষ কোন নীতি গ্রহণ করতে পারে।
advertisement
ডিজিটাল জনগণনা -
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন ভারতের জনগণ প্রথম বার দেখবে ডিজিটাল জনগণনা ২০২১। এই প্রস্তাবে সেই সকল সফটওয়্যার কোম্পানির সাহায্য হবে যারা টেকনোলজি সক্ষম কাজ বিল্ড করে থাকে।
মোদি সরকারের দশম বাজেট -
আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩ হল মোদি সরকারের দশম বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের চতুর্থ বাজেট হল ইউনিয়ন বাজেট ২০২২-২৩। বিগত বাজেটে ট্যাক্স স্ল্যাবে কোনও পরিবর্তন করা হয়নি। এর ফলে মনে করা হচ্ছে যে আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এ কেন্দ্রীয় সরকার বড় কোনও ঘোষণা করতে পারে। এছাড়াও মনে করা হচ্ছে যে, করোনা মহামারীর কথা মাথায় রেখে স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো, রিয়েল এস্টেট, হসপিটালিটি ইত্যাদি বিভিন্ন সেক্টরের জন্য বিশেষ কিছু ঘোষণা করা হতে পারে আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এ।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2022: আইটি সেক্টরের ৫টি চাহিদা, এবারের বাজেটে কি মিটতে চলেছে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement