বেশির ভাগ কর্মীদের হয়ে গিয়েছে টিকাকরণ! তবে কী শেষ হতে চলেছে ওয়ার্ক ফ্রম হোম?

Last Updated:

কম বেশি সমস্ত সংস্থার আবার ফিরতে চাইছে পুরনো ছন্দে ৷ বেশ কিছু সংস্থা কর্মীদের সপ্তাহে তিনদিন অফিসে গিয়ে কাজ করার অনুমতি দিয়েছে ৷

#নয়াদিল্লি: কমলেও জারি রয়েছে করোনার প্রকোপ ৷ দেশে এখনও প্রায় প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ করোনার প্রকোপ থেকে কর্মীদের সুরক্ষিত রাখতে এবং সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেই উদ্দেশ্যে একাধিক সংস্থা গত বছর থেকে ওয়ার্ক ফ্রম হোম (Work from Home) চালু করেছিল ৷ তবে বর্তমানে করোনার প্রকোপ অনেকটাই কমেছে ৷
আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে ৷ পাশাপাশি বহু মানুষের ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে ৷ সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখার পর এবার বাড়িতে বসে কাজে ইতি টানতে চলেছে আইটি সংস্থাগুলি ৷ কম বেশি সমস্ত সংস্থার আবার ফিরতে চাইছে পুরনো ছন্দে ৷ বেশ কিছু সংস্থা কর্মীদের সপ্তাহে তিনদিন অফিসে গিয়ে কাজ করার অনুমতি দিয়েছে ৷
advertisement
advertisement
Wipro-র কর্মচারীরা ১৩ সেপ্টেম্বর অফিসে গিয়ে কাজ করা শুরু করেছে
করোনার ফাঁস আগের থেকে একটু আলাগা হতেই দেশের বড় আইটি সংস্থা যেমন টিসিএস (TCS), উইপ্রো (Wipro) ও অ্যাপেলের কর্মীদের এবার অফিসে যেতে বলা হচ্ছে ৷ উইপ্রোর তরফে জানানো হয়েছে, প্রায় ১৮ মাস পর তাদের কর্মচারীরা ১৩ সেপ্টেম্বর থেকে অফিসে যাওয়া শুরু করেছে ৷ ভ্যাকসিনের দুটি ডোজ হয়ে যাওয়া কর্মীদের সপ্তাহে দু’দিন অফিস যেতে বলা হয়েছে ৷ টিসিএস-এর তরফে জানানো হয়েছে তাদের ৫০ লক্ষ স্টাফের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ স্টাফ ২০২১ এর শেষে এবং পরের বছরে শুরু অফিসে যেতে শুরু করে দেবে ৷
advertisement
TCS এর ৯০ শতাংশ স্টাফের ভ্যাকসিন হয়ে গিয়েছে, প্রস্তুতি শুরু করছে Infosys
টিসিএস তাদের ৮০ শতাংশ স্টাফদের অফিসে যাওয়ার ব্যবস্থা শুরু করতে চলেছে ৷ সংস্থার ৯০ শতাংশ অর্থাৎ সিংহভাগ কর্মীদের ভ্যাকসিন হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে ৷ টিসিএস-এর সিইও-র তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, শীঘ্রই কর্মীদের অফিসে যেতে বলা হবে৷ করোনার তৃতীয় পর্যায়ে ৭০ থেকে ৮০ শতাংশ স্টাফদের অফিসে যেতে বলা হতে পারে ৷ এর পাশাপাশি Infosys তাদের কর্মীদের অফিসের যাওয়ার ব্যবস্থার প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷ সংস্থার ২.৬ লক্ষ স্টাফদের অফিসের ডাকা হতে পারে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বেশির ভাগ কর্মীদের হয়ে গিয়েছে টিকাকরণ! তবে কী শেষ হতে চলেছে ওয়ার্ক ফ্রম হোম?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement