বেশির ভাগ কর্মীদের হয়ে গিয়েছে টিকাকরণ! তবে কী শেষ হতে চলেছে ওয়ার্ক ফ্রম হোম?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কম বেশি সমস্ত সংস্থার আবার ফিরতে চাইছে পুরনো ছন্দে ৷ বেশ কিছু সংস্থা কর্মীদের সপ্তাহে তিনদিন অফিসে গিয়ে কাজ করার অনুমতি দিয়েছে ৷
#নয়াদিল্লি: কমলেও জারি রয়েছে করোনার প্রকোপ ৷ দেশে এখনও প্রায় প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ করোনার প্রকোপ থেকে কর্মীদের সুরক্ষিত রাখতে এবং সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেই উদ্দেশ্যে একাধিক সংস্থা গত বছর থেকে ওয়ার্ক ফ্রম হোম (Work from Home) চালু করেছিল ৷ তবে বর্তমানে করোনার প্রকোপ অনেকটাই কমেছে ৷
আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে ৷ পাশাপাশি বহু মানুষের ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে ৷ সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখার পর এবার বাড়িতে বসে কাজে ইতি টানতে চলেছে আইটি সংস্থাগুলি ৷ কম বেশি সমস্ত সংস্থার আবার ফিরতে চাইছে পুরনো ছন্দে ৷ বেশ কিছু সংস্থা কর্মীদের সপ্তাহে তিনদিন অফিসে গিয়ে কাজ করার অনুমতি দিয়েছে ৷
advertisement
advertisement
Wipro-র কর্মচারীরা ১৩ সেপ্টেম্বর অফিসে গিয়ে কাজ করা শুরু করেছে
করোনার ফাঁস আগের থেকে একটু আলাগা হতেই দেশের বড় আইটি সংস্থা যেমন টিসিএস (TCS), উইপ্রো (Wipro) ও অ্যাপেলের কর্মীদের এবার অফিসে যেতে বলা হচ্ছে ৷ উইপ্রোর তরফে জানানো হয়েছে, প্রায় ১৮ মাস পর তাদের কর্মচারীরা ১৩ সেপ্টেম্বর থেকে অফিসে যাওয়া শুরু করেছে ৷ ভ্যাকসিনের দুটি ডোজ হয়ে যাওয়া কর্মীদের সপ্তাহে দু’দিন অফিস যেতে বলা হয়েছে ৷ টিসিএস-এর তরফে জানানো হয়েছে তাদের ৫০ লক্ষ স্টাফের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ স্টাফ ২০২১ এর শেষে এবং পরের বছরে শুরু অফিসে যেতে শুরু করে দেবে ৷
advertisement
TCS এর ৯০ শতাংশ স্টাফের ভ্যাকসিন হয়ে গিয়েছে, প্রস্তুতি শুরু করছে Infosys
টিসিএস তাদের ৮০ শতাংশ স্টাফদের অফিসে যাওয়ার ব্যবস্থা শুরু করতে চলেছে ৷ সংস্থার ৯০ শতাংশ অর্থাৎ সিংহভাগ কর্মীদের ভ্যাকসিন হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে ৷ টিসিএস-এর সিইও-র তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, শীঘ্রই কর্মীদের অফিসে যেতে বলা হবে৷ করোনার তৃতীয় পর্যায়ে ৭০ থেকে ৮০ শতাংশ স্টাফদের অফিসে যেতে বলা হতে পারে ৷ এর পাশাপাশি Infosys তাদের কর্মীদের অফিসের যাওয়ার ব্যবস্থার প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷ সংস্থার ২.৬ লক্ষ স্টাফদের অফিসের ডাকা হতে পারে ৷
Location :
First Published :
September 14, 2021 9:34 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বেশির ভাগ কর্মীদের হয়ে গিয়েছে টিকাকরণ! তবে কী শেষ হতে চলেছে ওয়ার্ক ফ্রম হোম?