Bank Holidays: আজ কি ব্যাঙ্কের ছুটি ? চলতি মাসে প্রায় ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

Last Updated:

Bank Holidays: চলতি মাসে শনিবার ও রবিবারের ছুটি মিলিয়ে মোট ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷

#নয়াদিল্লি: চলতি মাসে প্রায় ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ অগাস্টে বেশ অনেকদিনই ছুটি থাকতে চলেছে ব্যাঙ্কিং কর্মীদের ৷ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে ছুটির লিস্ট জারি করে দেওয়া হয়েছে ৷
চলতি মাসে শনিবার ও রবিবারের ছুটি মিলিয়ে মোট ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ আপনার ব্যাঙ্ক সংক্রান্ত কোনও কাজ থাকলে অগাস্ট মাসের ছুটির লিস্ট দেখে নিন ৷ না হলে ব্যাঙ্কে গিয়ে ফিরে আসতে হতে পারে ৷ এর মধ্যে অবশ্য একদিন ছুটি হয়ে গিয়েছে ১ অগাস্ট ৷
advertisement
advertisement
রাজ্যর হিসেবে ছুটি -
এই সমস্ত ছুটি সব রাজ্যের জন্য লাগু নয় ৷ RBI এর অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া ছুটির লিস্ট (Bank Holidays List 2022) অনুযায়ী, বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা উৎসব ও গুরুত্বপূর্ণ দিন হিসেবে ব্যাঙ্কের ছুটি হয়ে থাকে ৷ তাই সেক্ষেত্রে সব রাজ্যে ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক এমনটা নয় ৷
advertisement
দেখে নিন ছুটির পুরো লিস্ট
  1. ১ অগাস্ট ২০২২- গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাঙ্ক
  2. ৭ অগাস্ট ২০২২- রবিবার
  3. ৮ অগাস্ট ২০২২- জম্মু ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
  4. ৯ অগাস্ট ২০২২- চন্ডীগড়, গুয়াহাটি, ইম্ফল, দেরাদুন, সিমলা, তিরুঅন্ততপুরম, ভুবনেশ্বর, জম্মু, পানাজি, শিলং ছাড়া গোটা দেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক
  5. ১১ অগাস্ট ২০২২- রাখিবন্ধন (আহমেদাবাদ, ভোপাল, দেরাদুন, জয়পুর, সিমলাতে বন্ধ থাকবে ব্যাঙ্ক )
  6. ১২ অগাস্ট ২০২২- (কানপুর-লখনউতে বন্ধ থাকবে ব্যাঙ্কের কাজ )
  7. ১৩ অগাস্ট ২০২২- দ্বিতীয় শনিবার
  8. ১৪ অগাস্ট ২০২২- রবিবার
  9. ১৫ অগাস্ট ২০২২- স্বাধীনতা দিবস
  10. ১৬ অগাস্ট ২০২২- পারসি নববর্ষ (মুম্বই ও নাগপুরে ছুটি থাকবে ব্যাঙ্ক)
  11. ১৮ অগাস্ট ২০২২- জন্মাষ্ঠমী (ভুবনেশ্বর, কানপুর, দেরাদুন, লখনউতে ব্যাঙ্ক বন্ধ থাকবে )
  12. ১৯ অগাস্ট ২০২২- আহমেদাবাদ, ভোপাল, চন্ডীগড়, চেন্নাই, গ্যাংটক, জয়পুর, জম্মু, পটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা ও শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক
  13. ২০ অগাস্ট ২০২২- হায়দরাবাদে বন্ধ থাকবে ব্যাঙ্ক
  14. ২১ অগাস্ট ২০২২- রবিবার
  15. ২৭ অগাস্ট ২০২২- চতুর্থ শনিবার
  16. ২৮ অগাস্ট ২০২২- রবিবার
  17. ২৯ অগাস্ট ২০২২- গুয়াহাটিতে ছুটি থাকবে ব্যাঙ্কের
  18. ৩১ অগাস্ট ২০২২ গণেশ চতুর্থী (গুজরাট ও মহারাষ্ট্রে বন্ধ থাকবে ব্যাঙ্ক)
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays: আজ কি ব্যাঙ্কের ছুটি ? চলতি মাসে প্রায় ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement