#নয়াদিল্লি: চলতি মাসে প্রায় ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ অগাস্টে বেশ অনেকদিনই ছুটি থাকতে চলেছে ব্যাঙ্কিং কর্মীদের ৷ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে ছুটির লিস্ট জারি করে দেওয়া হয়েছে ৷
চলতি মাসে শনিবার ও রবিবারের ছুটি মিলিয়ে মোট ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ আপনার ব্যাঙ্ক সংক্রান্ত কোনও কাজ থাকলে অগাস্ট মাসের ছুটির লিস্ট দেখে নিন ৷ না হলে ব্যাঙ্কে গিয়ে ফিরে আসতে হতে পারে ৷ এর মধ্যে অবশ্য একদিন ছুটি হয়ে গিয়েছে ১ অগাস্ট ৷
আরও পড়ুন: কোটি টাকার মালিক হওয়া মোটেই মুশকিলের কিছু নয়, এই কায়দাটা জানা আছে তো?
রাজ্যর হিসেবে ছুটি -
এই সমস্ত ছুটি সব রাজ্যের জন্য লাগু নয় ৷ RBI এর অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া ছুটির লিস্ট (Bank Holidays List 2022) অনুযায়ী, বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা উৎসব ও গুরুত্বপূর্ণ দিন হিসেবে ব্যাঙ্কের ছুটি হয়ে থাকে ৷ তাই সেক্ষেত্রে সব রাজ্যে ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক এমনটা নয় ৷
আরও পড়ুন: ক্রুডের দাম ১০০ ডলারের নীচে, কীভাবে চেক করবেন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম
দেখে নিন ছুটির পুরো লিস্ট
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank Holidays, Bank Holidays List