PPF-SSY Interest Rate: বাড়তে চলেছে পিপিএফ-সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার ? কী জানাল বিশেষজ্ঞরা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PPF-SSY Interest Rate: করোনা মহামারির জেরে গত দু’বছরে এই যোজনার সুদের হারে কোনও বদল করা হয়নি ৷
#নয়াদিল্লি: পিপিএফ-সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো স্মল সেভিংস স্কিমে বিনিয়োগকারীদের জন্য সুখবর ৷ রেপো রেট-সহ অন্যান্য সুদের হার বৃদ্ধির পর অনুমান করা হচ্ছে এবার সরকারি সেভিংস স্কিমেরও সুদের হার বাড়ানো হতে পারে ৷
অনুমান করা হচ্ছে ৩০জুন আগামী ত্রৈমাসিকের জন্য স্মল সেভিংস স্কিমে সুদের হার বৃদ্ধি করতে পারে সরকার ৷ করোনা মহামারির জেরে গত দু’বছরে এই যোজনার সুদের হারে কোনও বদল করা হয়নি ৷ সাধারণত প্রত্যেক ত্রৈমাসিকে স্মল সেভিংস স্কিমের সুদের হার বদলানো হয়ে থাকে ৷
advertisement
advertisement
বিশেষজ্ঞদের মতে সেভিংস যোজনায় সুদের হার বাড়ানোয় প্রবীণ নাগরিক ও কৃষকদের পাশাপাশি এবার মেয়েদের নামে খোলা অ্যাকাউন্ট যেমন সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগকারীরাও সুবিধা পাবেন ৷ পাশাপাশি এই সমস্ত স্কিমে বিনিয়োগও বাড়বে ৷ এর জেরে ডেট বাজারের ঋণের উপরে লাগাম টানতে সুবিধা হবে এবং বন্ড বাজারে চাপ কিছুটা কমবে ৷
advertisement
এই সেভিংস স্কিমে মিলবে লাভ-
সরকার চলতি মাসের শেষে স্মল সেভিংস যোজনায় সুদের হার বাড়ানোয় প্রায় অর্ধেক ডজন যোজনায় বিনিয়োগকারীরা এর সুবিধা পাবেন ৷ এর মধ্যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ, ১ থেকে ৩ বছরের এবং ৫ বছরের রেকারিং ডিপোজিট, প্রবীণ নাগরিকদের যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ও কিষান বিকাশ পত্রের মতো যোজনা সামিল রয়েছে ৷
advertisement
গত কিছুদিন ধরে বন্ড বাজারে চাপ বাড়তে থাকায় এবং রেপো রেট বাড়ানোর পর সরকারি সিকিউরিটিজের উপর রিটার্ন প্রায় দেড় গুণ বেড়ে গিয়েছে ৷ সেপ্টেম্বর থেকে নভেম্বর ২০২১ পর্যন্ত সিকিউরিটেজের সুদ ৩.৫ শতাংশ থেকে ৫.৬৯ শতাংশ ছিল, যা ডিসেম্বর ২০২১ থেকে ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত বেড়ে ৩.৮৮ শতাংশ থেকে ৬ শতাংশের মধ্যে ছিল ৷ এরপর মার্চ থেকে মে ২০২২ এর সুদ বেড়ে ৫.২৬ শতাংশ থেকে ৬.৭৯ শতাংশ হয়ে গিয়েছে ৷
Location :
First Published :
June 24, 2022 12:59 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PPF-SSY Interest Rate: বাড়তে চলেছে পিপিএফ-সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার ? কী জানাল বিশেষজ্ঞরা