PPF-SSY Interest Rate: বাড়তে চলেছে পিপিএফ-সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার ? কী জানাল বিশেষজ্ঞরা

Last Updated:

PPF-SSY Interest Rate: করোনা মহামারির জেরে গত দু’বছরে এই যোজনার সুদের হারে কোনও বদল করা হয়নি ৷

#নয়াদিল্লি: পিপিএফ-সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো স্মল সেভিংস স্কিমে বিনিয়োগকারীদের জন্য সুখবর ৷ রেপো রেট-সহ অন্যান্য সুদের হার বৃদ্ধির পর অনুমান করা হচ্ছে এবার সরকারি সেভিংস স্কিমেরও সুদের হার বাড়ানো হতে পারে ৷
অনুমান করা হচ্ছে ৩০জুন আগামী ত্রৈমাসিকের জন্য স্মল সেভিংস স্কিমে সুদের হার বৃদ্ধি করতে পারে সরকার ৷ করোনা মহামারির জেরে গত দু’বছরে এই যোজনার সুদের হারে কোনও বদল করা হয়নি ৷ সাধারণত প্রত্যেক ত্রৈমাসিকে স্মল সেভিংস স্কিমের সুদের হার বদলানো হয়ে থাকে ৷
advertisement
advertisement
বিশেষজ্ঞদের মতে সেভিংস যোজনায় সুদের হার বাড়ানোয় প্রবীণ নাগরিক ও কৃষকদের পাশাপাশি এবার মেয়েদের নামে খোলা অ্যাকাউন্ট যেমন সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগকারীরাও সুবিধা পাবেন ৷ পাশাপাশি এই সমস্ত স্কিমে বিনিয়োগও বাড়বে ৷ এর জেরে ডেট বাজারের ঋণের উপরে লাগাম টানতে সুবিধা হবে এবং বন্ড বাজারে চাপ কিছুটা কমবে ৷
advertisement
এই সেভিংস স্কিমে মিলবে লাভ-
সরকার চলতি মাসের শেষে স্মল সেভিংস যোজনায় সুদের হার বাড়ানোয় প্রায় অর্ধেক ডজন যোজনায় বিনিয়োগকারীরা এর সুবিধা পাবেন ৷ এর মধ্যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফ, ১ থেকে ৩ বছরের এবং ৫ বছরের রেকারিং ডিপোজিট, প্রবীণ নাগরিকদের যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ও কিষান বিকাশ পত্রের মতো যোজনা সামিল রয়েছে ৷
advertisement
গত কিছুদিন ধরে বন্ড বাজারে চাপ বাড়তে থাকায় এবং রেপো রেট বাড়ানোর পর সরকারি সিকিউরিটিজের উপর রিটার্ন প্রায় দেড় গুণ বেড়ে গিয়েছে ৷ সেপ্টেম্বর থেকে নভেম্বর ২০২১ পর্যন্ত সিকিউরিটেজের সুদ ৩.৫ শতাংশ থেকে ৫.৬৯ শতাংশ ছিল, যা ডিসেম্বর ২০২১ থেকে ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত বেড়ে ৩.৮৮ শতাংশ থেকে ৬ শতাংশের মধ্যে ছিল ৷ এরপর মার্চ থেকে মে ২০২২ এর সুদ বেড়ে ৫.২৬ শতাংশ থেকে ৬.৭৯ শতাংশ হয়ে গিয়েছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PPF-SSY Interest Rate: বাড়তে চলেছে পিপিএফ-সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার ? কী জানাল বিশেষজ্ঞরা
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement