কমতে চলেছে পেট্রোলের দাম! জনস্বার্থে বিশেষ উদ্যোগ নিতে চলেছে সরকার

Last Updated:

২০২৫ সালের মধ্যে ভারতে ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি শুরু হবে সব জায়গায়।

#কলকাতা: আগামী বছর থেকেই ভারতে কিছুটা কম হতে পারে পেট্রোলের দাম। বেশ কয়েক বছর ধরেই ক্রমাগত হারে ভারতে বেড়ে চলেছে পেট্রোলের দাম। এর ফলে নাভিশ্বাস উঠেছে আমজনতা থেকে সকলের। কিন্তু শোনা যাচ্ছে যে, আগামী বছর থেকেই ভারতের কম হতে পারে পেট্রোলের দাম। কারণ ভারতের পেট্রলে ২০ শতাংশ ইথানল মিশিয়ে তা বিক্রি করা হবে। এর ফলে পেট্রোলের দাম এক ধাক্কায় অনেকটাই কম হতে পারে।
রিপোর্ট অনুযায়ী আগামী বছরের এপ্রিল মাস থেকে নির্দিষ্ট কয়েকটি পেট্রল পাম্পে ইথানল যুক্ত পেট্রোল পাওয়া যাবে। ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি (Hardeep Singh Puri) এই কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন ২০২৫ সালের মধ্যে ভারতে ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি শুরু হবে সব জায়গায়। এর ফলে দেশে ক্রুড অয়েল আমদানি করার অনেক টাকা বেঁচে যাবে।
advertisement
advertisement
মানিকন্ট্রোল-এর একটি রিপোর্ট অনুযায়ী পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছেন যে পেট্রোলের ১০% ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা ইতিমধ্যেই ছুঁয়ে ফেলা হয়েছে। ভারত সরকার ২০২২ সালের নভেম্বরের মধ্যে এই পেট্রোল বাজারে নিয়ে আসতে পারে। নভেম্বরে ১০% ইথানল যুক্ত পেট্রোল বাজারে আনা হলেও জুন মাসের মধ্যেই এই কাজ সম্পন্ন করা হয়েছে।
advertisement
৪১,৫০০ কোটি টাকার সাশ্রয় -
ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন যে ১০% ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি করার ফলে ৪১ হাজার ৫০০ কোটি টাকার বেশি বিদেশি মুদ্রা বেঁচে যাবে। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাসের প্রভাব কমবে প্রায় ২৭ লক্ষ টন। ভারতের কৃষকদের এর ফলে খুবই উপকার হবে। এর ফলে ভারতের কৃষকদের ৪০ হাজার ৬০০ কোটি টাকার উপকার হবে।
advertisement
আরব ডলারের সাশ্রয় -
আমেরিকা, ব্রাজিল, ইউরোপ এবং চিনের পর ভারত হল পৃথিবীর পঞ্চম সবথেকে বড় ইথানল উৎপাদক দেশ। দুনিয়াতে বিভিন্ন কাজে ইথানল ব্যবহার করা হয়। কিন্তু ভারত এবং ব্রাজিলে ইথানল পেট্রলে যুক্ত করা হচ্ছে। পেট্রোলের সঙ্গে ইথানল মিশ্রণের ফলে ক্রুড অয়েল আমদানির ওপর ভারত যে আরব ডলার খরচ করে, তা অনেকটাই বেঁচে যাবে। কারণ প্রতি বছর ভারত অনেক টাকার ক্রুড অয়েল আমদানি করে বিভিন্ন দেশের থেকে।
advertisement
এখন ভারতের ১০% ইথানল মেশানো হচ্ছে পেট্রোল -
বর্তমানে ১০.১৭% ইথানল পেট্রোলের মেশানো হচ্ছে। ২০২০-২১ সালে ভারতের পেট্রলে ৮.১০ শতাংশ ইথানল মিশ্রিত করা হয়েছিল। ২০১৯-২০ সালে ৫% ইথানল মিশ্রিত করা হয়েছিল পেট্রোলে। অন্য দিকে, ২০১৩-১৪ সালে ভারতে পেট্রোলে মাত্র ১.৫৩ শতাংশ ইথানল মিশ্রিত করা হয়েছিল। বর্তমানে ভারত সরকার পেট্রলে ২০ শতাংশ ইথানল মিশ্রিত করার লক্ষ্যমাত্রা রেখেছে। এর ফলে প্রায় ১০০০ কোটি লিটার ইথানলের প্রয়োজন হবে। ইথানলের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কাঁচা তেল আমদানি করার প্রক্রিয়া কম হয়ে যাবে।
advertisement
এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী -
বিশ্ব জৈবইন্ধন দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এই ইথানল প্রজেক্ট-এর উদ্বোধন করেন। বুধবার তিনি এই প্রকল্পের উদ্বোধন করেন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হরিয়ানার পানিপথে অবস্থিত রিফাইনারির কাছে ৯০০ কোটি টাকা খরচ করে ইথানলের এই প্রকল্প চালু করা হয়েছে। এখানে প্রতি বছর চাল থেকে প্রায় ৩ কোটি লিটার ইথানল উৎপাদন করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, বিগত ৭-৮ বছরে পেট্রলে ইথানল মিশ্রিত করার ফলে দেশের প্রায় ৫০ হাজার কোটি টাকা বেঁচে যাবে। তিনি জানিয়েছেন যে বিগত আট বছরে ইথানল উৎপাদন ৪০ কোটি লিটার থেকে বেড়ে ৪০০ কোটি লিটার হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কমতে চলেছে পেট্রোলের দাম! জনস্বার্থে বিশেষ উদ্যোগ নিতে চলেছে সরকার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement