Investment Tips: কত টাকা দিয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করা যেতে পারে? নতুন বিনিয়োগকারীদের জন্য রইল জরুরি কিছু টিপস!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Investment Tips: এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে, দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার কম-বেশি হতেই পারে। বিশেষ করে ওই মিউচুয়াল ফান্ড যদি ইক্যুইটি মার্কেটে বিনিয়োগ করে থাকে।
#কলকাতা : বর্তমানে মিউচুয়াল ফান্ড (Mutual Funds) হল অন্যতম জনপ্রিয় এবং আকর্ষণীয় একটি বিনিয়োগের (Investment) বিকল্প। আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাঁরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান। কিন্তু যথেষ্ট জ্ঞানের অভাবে সে-ভাবে এগোতে পারেন না। তাঁদের জন্য এই প্রতিবেদনে মিউচুয়াল ফান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হল (Investment Tips)।
ট্রেডস্মার্টের বিনিয়োগ উপদেষ্টা এবং সিইও বিকাশ সিংহানিয়া বলেছেন যে, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে নতুন বিনিয়োগকারীদের সবচেয়ে বড় সমস্যা হল, তাঁরা বুঝতেই পারেন না যে, কত টাকা দিয়ে তাঁদের লগ্নি শুরু করা উচিত। তাই এই পরিস্থিতিতে তাঁদের প্রথমে ঠিক করে নিতে হবে যে, তাঁরা কোন উদ্দেশ্য নিয়ে বিনিয়োগ করছেন এবং মোট কত পরিমাণ রিটার্ন আশা করছেন। এর পরে মিউচুয়াল ফান্ড ক্যালকুলেটরের মাধ্যমে সুদের আনুমানিক হারের সাহায্যে বিনিয়োগের পরিমাণ গণনা করা যেতে পারে।
advertisement
এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে, দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার কম-বেশি হতেই পারে। বিশেষ করে ওই মিউচুয়াল ফান্ড যদি ইক্যুইটি মার্কেটে বিনিয়োগ করে থাকে।
advertisement
অনুমানের তুলনায় একটু বেশিই বিনিয়োগ করতে হবে:
বিশেষজ্ঞদের মতে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের মাধ্যমে লগ্নিকারী যে লক্ষ্য পূরণ করতে চাইছেন এবং ক্যালকুলেটরের মাধ্যমে বিনিয়োগের অঙ্ক যা এসেছে, তার থেকে কিছু পরিমাণ বেশি টাকা বিনিয়োগ করা উচিত। এর ফলে বাজারের ওঠা-নামার বিষয়টি এড়িয়ে লক্ষ্যমাত্রা সহজেই পূরণ করা সম্ভব হবে। বিনিয়োগকারী রিটার্নের ক্ষেত্রে যে সুদের হার অনুমান করেছেন, তা যদি কম হয়, তবে এই অতিরিক্ত বিনিয়োগ করা থাকলে সেই ক্ষতি পূরণ করা যাবে। আর মেয়াদ শেষে বিনিয়োগকারী তাঁর লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবেন।
advertisement
বিনিয়োগকারীদের ন্যূনতম সীমাও নির্দিষ্ট করা হয়েছে:
বিশেষজ্ঞরা বলছেন যে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সর্বনিম্ন সীমা নির্দিষ্ট করা থাকে এবং লগ্নিকারী চাইলে মাত্র ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। তবে লক্ষ্য নির্ধারণ করার পরে সর্বাধিক পরিমাণ টাকা বিনিয়োগ করাই সবচেয়ে ভালো বিকল্প। বিনিয়োগের ক্ষেত্রে মাসিক বাজেট এবং দৈনন্দিন খরচ যাতে প্রভাবিত না হয়, সেই দিকেও খেয়াল রাখতে হবে। বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডে ন্যূনতম ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন।
advertisement
বিনিয়োগের অঙ্ক:
যদি কোনও বিনিয়োগকারী আগামী ১০ বছরে ৫০ লক্ষ টাকা রিটার্নের লক্ষ্য নির্ধারণ করেছেন। সে-ক্ষেত্রে তিনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তবে আনুমানিক ১০ শতাংশ বার্ষিক সুদ পাবেন। এই ক্ষেত্রে তাঁকে প্রতি মাসে ২৪,৪০৮.৭ টাকা বিনিয়োগ করতে হবে। ১০ বছরে বিনিয়োগকারীর মোট লগ্নির পরিমাণ হবে ২৯.২৯ লক্ষ টাকা এবং তিনি সুদ হিসেবে পাবেন ২০.৭১ লক্ষ টাকা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 17, 2022 6:37 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Investment Tips: কত টাকা দিয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করা যেতে পারে? নতুন বিনিয়োগকারীদের জন্য রইল জরুরি কিছু টিপস!