Investment: মিউচুয়াল ফান্ড থেকে কখন এবং কীভাবে টাকা তুলবেন? জানুন এই সংক্রান্ত সমস্ত তথ্য

Last Updated:

Investment: বিশেষজ্ঞরা বলছেন যে, বিনিয়োগের আগেই টাকা তোলার নিয়ম বুঝে নিতে হবে।

মিউচুয়াল ফান্ড থেকে কখন এবং কীভাবে টাকা তুলবেন
মিউচুয়াল ফান্ড থেকে কখন এবং কীভাবে টাকা তুলবেন
নয়া দিল্লি: টাকা কোথায় বিনিয়োগ করা উচিত, সেই পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন কোম্পানির উপদেষ্টারা সব সময়ই হাজির থাকেন। কিন্তু যখন টাকা তোলার প্রয়োজন হয়, তখন আর কাউকেই খুঁজে পাওয়া যায় না। নিজেকেই অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হয়। শুধুমাত্র এই কারণেই অনেক সময় বিনিয়োগকারীরা ক্ষতির সম্মুখীন হন।
তাই বিশেষজ্ঞরা বলছেন যে, বিনিয়োগের আগেই টাকা তোলার নিয়ম বুঝে নিতে হবে। সিএনবিসি আওয়াজের সঙ্গে একটি বিশেষ কথোপকথনে আনন্দ রথি ওয়েলথের ডেপুটি সিইও ফিরোজ আজিজ মিউচুয়াল ফান্ড স্কিম এবং ইএলএসএস থেকে টাকা তোলা নিয়ে অনেক প্রয়োজনীয় বিষয় শেয়ার করেছেন। প্রত্যেক বিনিয়োগকারীরই এই বিষয়টা জেনে রাখা উচিত।
advertisement
স্কিম থেকে টাকা তোলার আগে কী কী খেয়াল রাখতে হবে:
ফিরোজ পরামর্শ দিয়েছেন, সবার আগে চেক করতে হবে কোন ফান্ড থেকে টাকা তোলা হচ্ছে। প্রকৃত পক্ষে, বিভিন্ন বিভাগের জন্য বিভিন্ন নিয়ম রয়েছে, সেটা ঋণ বা ইক্যুইটি হতে পারে। ইক্যুইটিতে টাকা তোলার সময় ৩টি জিনিস মাথায় রাখতে হয়। টাকা তোলার আগে দেখে নিতে হয়, ট্যাক্সের ক্ষেত্রে কী কী নিয়ম প্রযোজ্য হবে। অন্য দিকে স্কিমের কোনও এক্সিট লোড আছে কি না বা টাকা তোলার জন্য জরিমানা দিতে হবে কি না, সেটাও জানতে হবে।
advertisement
তৃতীয় এবং সবচেয়ে জরুরি বিষয় হল, এটাই টাকা তোলার সঠিক সময় কি না।
ভুল সময়ে সঠিক স্কিম থেকে বেরিয়ে গেলে বিনিয়োগকারীরই লোকসান। তাই সেই দিকটাও খেয়াল রাখতে হবে। একই সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের আগে টাকা তুললে জরিমানা হতে পারে। তাই স্কিম এবং কোন সময়ে টাকা তুললে জরিমানা দিতে হবে না, সেটা নখদর্পণে রাখাও গুরুত্বপূর্ণ।
advertisement
ইএলএসএস থেকে টাকা তোলার নিয়ম: ইএলএসএস স্কিমে ৩ বছরের লক-ইন পিরিয়ড থাকে। এর আগে টাকা তুললে জরিমানা দিতে হয়। বিনিয়োগকারীরা আরও একটা বিষয়ে মনোযোগ দেন না, সেটা হল - মাসিক কিস্তি অর্থাৎ এসআইপি-র মাধ্যমে ইএলএসএস-এ বিনিয়োগ করলে প্রতিটা কিস্তিতে ৩ বছরের নিয়ম প্রযোজ্য হবে। তার মানে যদি কেউ ৩ বছরের শেষ কিস্তি অর্থাৎ ৩৬-তম কিস্তি পরিশোধ করেন, তাহলে সেই কিস্তির লক-ইন পিরিয়ড হবে পরবর্তী ৩ বছর। সোজা কথায়, ৩ বছরে জমা করা সম্পূর্ণ অর্থ বিনামূল্যে ৬ বছর পর তোলা যাবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Investment: মিউচুয়াল ফান্ড থেকে কখন এবং কীভাবে টাকা তুলবেন? জানুন এই সংক্রান্ত সমস্ত তথ্য
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement