মাত্র ২৩৩ টাকা প্রতিদিন সেভিংস করে পেয়ে যাবেন ১৭ লক্ষ টাকা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন কীভাবে মিলবে ১৭ লক্ষ টাকা ?
#নয়াদিল্লি: সমস্ত স্তরের মানুষের চাহিদা ও প্রয়োজনের কথা মাথায় রেখে সময় সময়ে বিভিন্ন নতুন প্ল্যান নিয়ে হাজির হয় এলআইসি (LIC) ৷ এলআইসি-র জীবন লাভ প্ল্যানের (LIC jeevan Labh) মাধ্যমে প্রতিদিন ২৩৩ টাকা ইনভেস্ট করে পেয়ে যাবেন ১৭ লক্ষ টাকার ফান্ড ৷ অর্থাৎ কয়েক বছরের মধ্যে হয়ে যাবেন লক্ষপতি ৷
সন্তাদের বিয়ে ও পড়াশোনার জন্য এই প্ল্যান
পলিসির নাম জীবন লাভ (936) ৷ এটি একটি নন লিঙ্কড পলিসি ৷ ফলে শেয়ার মার্কেটের কোনও প্রভাব পড়বে না পলিসির উপরে ৷ এটি একটি লিমিটেড প্রিমিয়াম প্ল্যান ৷ সংস্থার তরফে এই প্ল্যান সন্তানদের বিয়ে, পড়াশোনা ও প্রোপার্টি কেনাকাটির জন্য তৈরি করা হয়েছে ৷
advertisement
advertisement
জেনে নিন পলিসি সম্বন্ধে বিস্তারিত-
- এলআইসি জীবন লাভ পলিসিতে লাভের পাশাপাশি মিলবে সুরক্ষা
- এই পলিসি ৮ থেকে ৫৯ বছরের যে কোনও ব্যক্তি নিতে পারবেন
- ১৬ থেকে ২৫ বছরের জন্য পলিসির টার্ম নেওয়া যেতে পারে
- কমপক্ষে ২ লক্ষ টাকার সাম অ্যাসিউর্ড নিতে হবে
- ৩ বছর পর্যন্ত প্রিমিয়াম দিলে লোনের সুবিধা মিলবে
- প্রিমিয়ামে ট্যাক্স ছাড় এবং পলিসি হোল্ডারের মৃত্যুতে নমিনিতে বিমার টাকা ও বোনাস দেওয়া হবে
advertisement
পলিসি হোল্ডারের মৃত্যু হলে-
পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে এবং সেই সময় পর্যন্ত সমস্ত প্রিমিয়াম দেওয়া থাকলে নমিনিকে বিমার টাকা, সিম্পল রিভার্সনরি বোনাস ও ফাইনাল অ্যাডিশন বোনাস দেওয়া হবে ৷
দেখে নিন কীভাবে মিলবে ১৭ লক্ষ টাকা ?
কোনও ব্যক্তি ২৩ বছর বয়সে ১৬ বছরের জন্য টার্ম প্ল্যান ও ১০ লক্ষ টাকার সাম অ্যাসিউর্ড সিলেক্ট করে থাকলে ১০ বছর পর্যন্ত ২৩৩ টাকা প্রতিদিন ইনভেস্ট করতে হবে ৷ এই ভাবে মোট ৮৫৫১০৭ টাকা ইনভেস্টমেন্ট হবে ৷ ম্যাচিউরিটিতে অর্থাৎ ৩৯ বছর বয়সে পেয়ে যাবেন ১৭,১৩,০০০ টাকা ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 10, 2021 3:12 PM IST