মাত্র ২৩৩ টাকা প্রতিদিন সেভিংস করে পেয়ে যাবেন ১৭ লক্ষ টাকা

Last Updated:

দেখে নিন কীভাবে মিলবে ১৭ লক্ষ টাকা ?

#নয়াদিল্লি: সমস্ত স্তরের মানুষের চাহিদা ও প্রয়োজনের কথা মাথায় রেখে সময় সময়ে বিভিন্ন নতুন প্ল্যান নিয়ে হাজির হয় এলআইসি (LIC) ৷ এলআইসি-র জীবন লাভ প্ল্যানের (LIC jeevan Labh) মাধ্যমে প্রতিদিন ২৩৩ টাকা ইনভেস্ট করে পেয়ে যাবেন ১৭ লক্ষ টাকার ফান্ড ৷ অর্থাৎ কয়েক বছরের মধ্যে হয়ে যাবেন লক্ষপতি ৷
সন্তাদের বিয়ে ও পড়াশোনার জন্য এই প্ল্যান
পলিসির নাম জীবন লাভ (936) ৷ এটি একটি নন লিঙ্কড পলিসি ৷ ফলে শেয়ার মার্কেটের কোনও প্রভাব পড়বে না পলিসির উপরে ৷ এটি একটি লিমিটেড প্রিমিয়াম প্ল্যান ৷ সংস্থার তরফে এই প্ল্যান সন্তানদের বিয়ে, পড়াশোনা ও প্রোপার্টি কেনাকাটির জন্য তৈরি করা হয়েছে ৷
advertisement
advertisement
জেনে নিন পলিসি সম্বন্ধে বিস্তারিত-
  1. এলআইসি জীবন লাভ পলিসিতে লাভের পাশাপাশি মিলবে সুরক্ষা
  2. এই পলিসি ৮ থেকে ৫৯ বছরের যে কোনও ব্যক্তি নিতে পারবেন
  3. ১৬ থেকে ২৫ বছরের জন্য পলিসির টার্ম নেওয়া যেতে পারে
  4. কমপক্ষে ২ লক্ষ টাকার সাম অ্যাসিউর্ড নিতে হবে
  5. ৩ বছর পর্যন্ত প্রিমিয়াম দিলে লোনের সুবিধা মিলবে
  6. প্রিমিয়ামে ট্যাক্স ছাড় এবং পলিসি হোল্ডারের মৃত্যুতে নমিনিতে বিমার টাকা ও বোনাস দেওয়া হবে
advertisement
পলিসি হোল্ডারের মৃত্যু হলে-
পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে এবং সেই সময় পর্যন্ত সমস্ত প্রিমিয়াম দেওয়া থাকলে নমিনিকে বিমার টাকা, সিম্পল রিভার্সনরি বোনাস ও ফাইনাল অ্যাডিশন বোনাস দেওয়া হবে ৷
দেখে নিন কীভাবে মিলবে ১৭ লক্ষ টাকা ?
কোনও ব্যক্তি ২৩ বছর বয়সে ১৬ বছরের জন্য টার্ম প্ল্যান ও ১০ লক্ষ টাকার সাম অ্যাসিউর্ড সিলেক্ট করে থাকলে ১০ বছর পর্যন্ত ২৩৩ টাকা প্রতিদিন ইনভেস্ট করতে হবে ৷ এই ভাবে মোট ৮৫৫১০৭ টাকা ইনভেস্টমেন্ট হবে ৷ ম্যাচিউরিটিতে অর্থাৎ ৩৯ বছর বয়সে পেয়ে যাবেন ১৭,১৩,০০০ টাকা ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ২৩৩ টাকা প্রতিদিন সেভিংস করে পেয়ে যাবেন ১৭ লক্ষ টাকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement