হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
স্টেট ব্যাঙ্কের এই স্কিমে ইনভেস্ট করলে প্রতি মাসে আয় করবেন বিপুল টাকা

স্টেট ব্যাঙ্কের এই স্কিমে ইনভেস্ট করলে প্রতি মাসে আয় করবেন বিপুল টাকা, দেখে নিন কী কী সুবিধা মিলবে ....

দেখে নিন কত টাকা ইনভেস্ট করতে পারবেন ?

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: সেভিংস করার সময় যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হল আপনার টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি যেন ভাল রিটার্নও পাওয়া যায় ৷ কিন্তু অনেক সময় ভুল জায়গায় ইনভেস্ট করলে লাভের চেয়ে বেশি সমস্যায় পড়তে হয় ৷ দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইনভেস্ট করার সবচেয়ে সুরক্ষিত বিকল্প হিসেবে মানা হয় ৷ SBI তাদের গ্রাহকদের ফিক্সড ডিপোজিট থেকে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের (PPF) অপশন দিয়ে থাকে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/check-petrol-and-diesel-prices-in-different-cities-on-wednesday-dc-2-673950.html

ব্যাঙ্কের বেশ কিছু আকর্ষণীয় স্কিম রয়েছে যেখানে ইনভেস্ট করে প্রতি মাসে মোটা টাকা আয় করতে পারবেন ৷ স্টেট ব্যাঙ্কের এই স্কিমের নাম SBI Annuity Deposit ৷ দেখে নিন এই যোজনায় কী কী সুবিধা মিলবে ?

কী এই SBI Annuity Deposit ?

এটি এক ধরনের ফিক্সড ডিপোজিট বা এফডি ৷ এখানে এককালীন পুরো টাকা জমা করে দিতে হয় এবং প্রতি মাসে পেয়ে যাবেন সুদের টাকা ৷ এখানে আপনার মূল টাকা ও সুদ দুটি সামিল থাকবে ৷ এই যোজনা ৫ বছর, ৭ বছর ও ১০ বছরের জন্য হয় ৷ এখানে আপনি আপনার দরকার অনুযায়ী, নির্দিষ্ট সময়ের জন্য টাকা ইনভেস্ট করতে পারবেন ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/now-you-can-book-buses-across-the-country-through-irctc-dc-673930.html

দেখে নিন কত টাকা ইনভেস্ট করতে পারবেন ?

এই স্কিমে টাকা জমা করার কোনও লিমিট নেই ৷ এখানে ১৫ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করলে সময়ের আগে টাকা তুলে নেওয়ার অপশন রয়েছে ৷ তবে ১৫ লক্ষ টাকার বেশি ইনভেস্ট করলে এই অপশন মিলবে না ৷ এর পাশাপাশি জমাকর্তার মৃত্যু হলে সময়ের আগে বা ম্যাচিউরিটির আগে টাকা তুলে নেওয়ার অপশন রয়েছে ৷

কত মিলবে সুদ ?

৩ বছর থেকে ৫ বছরের কম সময়ের জন্য মিলবে ৫.৩০ শতাংশ সুদ ৷ ৫ বছরের বেশি এবং ১০ বছরের কম সময়ের জন্য মিলবে ৫.৪০ শতাংশ সুদ ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/interest-on-pf-account-to-be-credited-soon-by-epfo-dc-673794.html

মিলবে ওভারড্রাফ্ট সুবিধা-

এই স্কিমে ইনভেস্ট করা টাকার ৭৫ শতাংশ ওভারড্রাফ্ট বা লোন নেওয়ার সুবিধা মিলবে ৷ SBI এই যোজনায় ইউনিভার্সাল পাসবুক দিয়ে থাকে যার মাধ্যমে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে টাকা ট্রান্সফার করতে পারবেন ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: State Bank Account