Indian Railway news: এবার IRCTC-র মাধ্যমে করতে পারবেন বাসের টিকিট বুকিং, জেনে নিন পুরো পদ্ধতি...

Last Updated:

যাত্রীদের থেকে নেওয়া হবে না কোনও অতিরিক্ত চার্জ-

#নয়াদিল্লি: ভারতীয় রেলওয়ের (Indian Railways) সহযোগী সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (Indian Railway Catering and Tourism Corporation) মাধ্যমে বাসের টিকিট বুকিং (Bus Ticket Booking) করতে পারবেন ৷ যাত্রীরা দেশের যে কোনও শহরের জন্য আইআরটিসি-র (IRCTC) রেল কানেক্ট অ্যাপের (rail connect app) মাধ্যমে সহজেই বুকিং করতে পারবেন ৷ এর জন্য যাত্রীদের থেকে কোনও অতিরিক্ত চার্জ (No Extra Charge) নেওয়া হবে না ৷ ট্রায়াল হিসেবে এই পরিষেবা ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় শুরু করা হয়েছিল ৷ কিন্তু সোমবার ট্রায়াল সম্পূর্ণ ভাবে সফল হওয়ার কারণে পরিষেবা পুরোপুরি ভাবে শুরু করে দেওয়া হয়েছে ৷
দেশজুড়ে ৫০ হাজার বাস অপারেটার IRCTC-র সঙ্গে যুক্ত হয়েছে -
IRCTC-র মাধ্যমে এখন পর্যন্ত কেবল ট্রেন ও ফ্লাইটের টিকিট বুকিং (Ticket Booking) করা যেত ৷ যাত্রীদের এবার থেকে লাস্ট মাইল কানেক্টিভিটি দিচ্ছে আইআরসিটিসি ৷ সহজ ভাষায় বললে ফ্লাইট ও ট্রেনের পর যাত্রীদের বাসে গন্তব্যে যেতে হলে তার টিকিট বুকিং করার সুবিধা দিচ্ছে আইআরসিটিসি ৷ এর জন্য IRCTC-র সঙ্গে দেশের প্রায় ৫০,০০০ অপারেটর যুক্ত হয়েছে, যাঁরা ২২ রাজ্যে ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে যাত্রীদের তাদের গন্তব্য পর্যন্ত পৌঁছে যাবে ৷
advertisement
advertisement
যাত্রীদের থেকে নেওয়া হবে না কোনও অতিরিক্ত চার্জ-
বাস অপারেটরদের মধ্যে প্রাইভেট অপারেটর ও রাজ্য সরকারের বাস সামিল রয়েছে ৷ IRCTC-র তরফে জানানো হয়েছে, গত কয়েক মাস ধরে ট্রায়াল চলছিল ৷ ট্রায়াল চলাকালীন প্রতিদিন প্রায় ২০০০ থেকে ২৫০০ যাত্রী আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপের মাধ্যমে বাস টিকিট বুকিং করে ৷
advertisement
ট্রায়াল সফল হওয়ার পর সোমবার আইআরসিটিসি এই পরিষেবা লঞ্চ করে দিয়েছে ৷ এর জন্য যাত্রীদের কোনও বাড়তি চার্জ দিতে হবে না ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railway news: এবার IRCTC-র মাধ্যমে করতে পারবেন বাসের টিকিট বুকিং, জেনে নিন পুরো পদ্ধতি...
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement