Indian Railway news: এবার IRCTC-র মাধ্যমে করতে পারবেন বাসের টিকিট বুকিং, জেনে নিন পুরো পদ্ধতি...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
যাত্রীদের থেকে নেওয়া হবে না কোনও অতিরিক্ত চার্জ-
#নয়াদিল্লি: ভারতীয় রেলওয়ের (Indian Railways) সহযোগী সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (Indian Railway Catering and Tourism Corporation) মাধ্যমে বাসের টিকিট বুকিং (Bus Ticket Booking) করতে পারবেন ৷ যাত্রীরা দেশের যে কোনও শহরের জন্য আইআরটিসি-র (IRCTC) রেল কানেক্ট অ্যাপের (rail connect app) মাধ্যমে সহজেই বুকিং করতে পারবেন ৷ এর জন্য যাত্রীদের থেকে কোনও অতিরিক্ত চার্জ (No Extra Charge) নেওয়া হবে না ৷ ট্রায়াল হিসেবে এই পরিষেবা ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় শুরু করা হয়েছিল ৷ কিন্তু সোমবার ট্রায়াল সম্পূর্ণ ভাবে সফল হওয়ার কারণে পরিষেবা পুরোপুরি ভাবে শুরু করে দেওয়া হয়েছে ৷
দেশজুড়ে ৫০ হাজার বাস অপারেটার IRCTC-র সঙ্গে যুক্ত হয়েছে -
IRCTC-র মাধ্যমে এখন পর্যন্ত কেবল ট্রেন ও ফ্লাইটের টিকিট বুকিং (Ticket Booking) করা যেত ৷ যাত্রীদের এবার থেকে লাস্ট মাইল কানেক্টিভিটি দিচ্ছে আইআরসিটিসি ৷ সহজ ভাষায় বললে ফ্লাইট ও ট্রেনের পর যাত্রীদের বাসে গন্তব্যে যেতে হলে তার টিকিট বুকিং করার সুবিধা দিচ্ছে আইআরসিটিসি ৷ এর জন্য IRCTC-র সঙ্গে দেশের প্রায় ৫০,০০০ অপারেটর যুক্ত হয়েছে, যাঁরা ২২ রাজ্যে ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে যাত্রীদের তাদের গন্তব্য পর্যন্ত পৌঁছে যাবে ৷
advertisement
advertisement
যাত্রীদের থেকে নেওয়া হবে না কোনও অতিরিক্ত চার্জ-
বাস অপারেটরদের মধ্যে প্রাইভেট অপারেটর ও রাজ্য সরকারের বাস সামিল রয়েছে ৷ IRCTC-র তরফে জানানো হয়েছে, গত কয়েক মাস ধরে ট্রায়াল চলছিল ৷ ট্রায়াল চলাকালীন প্রতিদিন প্রায় ২০০০ থেকে ২৫০০ যাত্রী আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপের মাধ্যমে বাস টিকিট বুকিং করে ৷
advertisement
ট্রায়াল সফল হওয়ার পর সোমবার আইআরসিটিসি এই পরিষেবা লঞ্চ করে দিয়েছে ৷ এর জন্য যাত্রীদের কোনও বাড়তি চার্জ দিতে হবে না ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 12, 2021 10:55 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railway news: এবার IRCTC-র মাধ্যমে করতে পারবেন বাসের টিকিট বুকিং, জেনে নিন পুরো পদ্ধতি...