APY- সরকারের এই যোজনায় মাত্র ২১০ টাকা জমা করে প্রতি মাসে পেয়ে যাবেন ৫০০০ টাকা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কম টাকা ইনভেস্ট করে গ্যারেন্টিড পেনশনের জন্য অটল পেনশন যোজনা সবচেয়ে ভাল বিকল্প ৷
#নয়াদিল্লি: মোদি সরকারের (Modi Government) তরফে অসংগঠিত শ্রমিকদের জন্য সোশ্যাল সিকিউরিটি স্কিম অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) চালু করা হয়েছিল ৷ সম্প্রতি অটল পেনশন যোজনা একটি নতুন রেকর্ড করেছে ৷ APY একটি হল একটি গ্যারান্টিযুক্ত পেনশন স্কিম যা ভারত সরকার দ্বারা সমর্থিত এবং PFRDA (পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি) দ্বারা পরিচালিত। PFRDA জানিয়েছে, চলতি আর্থিক বছরে ২৮ লক্ষের বেশি নতুন APY অ্যাকাউন্ট খোলা হয়েছে ৷
এই যোজনা ৯ মে ২০১৫ সালে লঞ্চ করা হয়েছিল ৷ ২৫ অগাস্ট ২০২১ পর্যন্ত APY-এ রেজিস্টার্ড অ্যাকাউন্ট হোল্ডারের সংখ্যা ৩.৩০ কোটি পেরিয়ে গিয়েছে ৷ ১৮ থেকে ৪০ বছর বয়সের ব্যক্তিরা পেনশনের জন্য এই যোজনায় অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়ার সুযোগ রয়েছে ৷ কম টাকা ইনভেস্ট করে গ্যারেন্টিড পেনশনের জন্য অটল পেনশন যোজনা সবচেয়ে ভাল বিকল্প ৷ প্রতি মাসে একটি নির্দিষ্ট প্রিমিয়াম দিতে হবে অ্যাকাউন্ট হোল্ডারকে ৷ প্রিমিয়ামের টাকা অ্যাকাউন্ট হোল্ডারের বয়সের উপরে নির্ভর করবে ৷ ৬০ বছর বয়সের পর প্রতি মাসে অ্যাকাউন্ট হোল্ডাররা পেয়ে যাবেন পেনশন ৷
advertisement
নিয়ম অনুযায়ী, ১৮ বছর বয়সে এই যোজনায় যুক্ত হলে ৫০০০ টাকা পেনশনের জন্য প্রতি মাসে ২১০ টাকা জমা করতে হবে ৷ ত্রৈমাসিক হিসেবে প্রিমিয়াম দিলে ৬২৬ টাকা হয়, ছ’মাসে ১২৩৯ টাকা ৷ ১০০০ টাকার পেনশনের জন্য ১৮ বছর বয়স থেকে যোজনা শুরু করলে মাসে ৪২ টাকা প্রিমিয়াম দিতে হবে ৷ অন্যদিকে, ৩৫ বছরে এই যোজনায় যুক্ত হলে ৫০০০ টাকার জন্য প্রতি ৬ মাসে ৫৩২৩ টাকা প্রিমিয়াম দিতে হবে ২৫ বছরের জন্য৷ অর্থাৎ আপনাকে মোট ২.৬৬ লক্ষ টাকা জমা করতে হবে ৷ এরপর প্রতি মাসে পেয়ে যাবেন ৫০০০ টাকা পেনশন ৷
advertisement
Location :
First Published :
September 02, 2021 5:49 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
APY- সরকারের এই যোজনায় মাত্র ২১০ টাকা জমা করে প্রতি মাসে পেয়ে যাবেন ৫০০০ টাকা