Health Insurance: কষ্টের টাকা বাঁচাতে চাইলে স্বাস্থ্য বিমা করান, তবে খেয়াল রাখুন এই বিষয়গুলো

Last Updated:

Health Insurance Policy: একমাত্র সঠিক স্বাস্থ্য বিমা নিলেই ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়া যাবে, বিশেষত আর্থিক বিষয়ে।

কষ্টের টাকা বাঁচাতে চাইলে স্বাস্থ্য বিমা করান, তবে খেয়াল রাখুন এই বিষয়গুলো
কষ্টের টাকা বাঁচাতে চাইলে স্বাস্থ্য বিমা করান, তবে খেয়াল রাখুন এই বিষয়গুলো
#কলকাতা: চিকিৎসার খরচ দিন দিন বাড়ছে। হাসপাতালে ভর্তি হলেই রোগীর আত্মীয়-পরিজনকে ধরিয়ে দেওয়া হচ্ছে একগাদা বিল। করোনা পরিস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভবিষ্যতে চিকিৎসা খরচ কোথায় যেতে পারে। তাই চিকিৎসার নামে কষ্টার্জিত অর্থ খোয়াতে না চাইলে অবশ্যই স্বাস্থ্য বিমা করাতে হবে। একমাত্র সঠিক স্বাস্থ্য বিমা নিলেই ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়া যাবে, বিশেষত আর্থিক বিষয়ে (Health Insurance)।
ইদানীং স্বাস্থ্য বিমা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফাউন্ডেশনের পরিসংখ্যান দেখলেই এটা স্পষ্ট বোঝা যায়। ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, করোনা অতিমারীর মধ্যে স্বাস্থ্য বিমার ক্রমবর্ধমান চাহিদার কারণে ২০২১ সালের মার্চ মাসে নন-লাইফ ইনস্যুরেন্স সেক্টরে স্বাস্থ্য বিমা কোম্পানি ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে (Health Insurance Policy)।
তবে স্বাস্থ্য বিমা নিয়ে সচেতনতা বাড়লেও সবার হাতে স্বাস্থ্য বিমা পৌঁছতে এখনও ঢের দেরি। প্রত্যেক নাগরিকের জন্য উন্নত মানের চিকিৎসা অপরিহার্য। এখানেই স্বাস্থ্য বিমার গুরুত্ব। এই নিয়ে প্রথমবার বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন এসবিআই জেনারেল ইনস্যুরেন্সের হেড অফ হেলথ বিজনেস শ্রীরাজ দেশপাণ্ডে। সঠিক স্বাস্থ্য বিমা বেছে নিতে কী কী মনে রাখা উচিত, ব্যাখ্যা করেছেন তাও।
advertisement
advertisement
শ্রীরাজ দেশপাণ্ডের মতে, প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য বিমা করানো অপরিহার্য। যে হারে চিকিৎসা খরচ বাড়ছে তার সঙ্গে সাযুজ্য রেখে বিমার পরিমাণ নির্ধারণ করতে হবে। তাঁর মতে, পলিসিধারকের স্বাস্থ্যের কতটা ঝুঁকি রয়েছে, বিমা নেওয়ার আগে তার সঠিক মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিমার প্রিমিয়াম কত হবে সেটাও দেখে নিতে হবে।
advertisement
মানুষ স্বাস্থ্য বিমা কেন করায়? দেশপাণ্ডের মতে, স্বাস্থ্য বিমা নেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল, আপদকালীন সময়ে টাকার অভাবে যাতে চিকিৎসা আটকে না যায়। বিমা কোম্পানির হাসপাতালের নেটওয়ার্ক যত বড় হবে, উন্নতমানের নগদবিহীন চিকিৎসা পাওয়াও তত সহজ হবে। একটি স্বাস্থ্য বিমায় কিছু রোগের তালিকা, কত সময়ের জন্য বিমা নেওয়া হচ্ছে এবং শর্তাবলী থাকে। সেই অনুযায়ী বিমার মূল্য নির্ধারণ হয়। দেশপাণ্ডের মতে, কম সময়ের বিমার তুলনায় বেশি সময়ের মেয়াদের বিমা তুলনামূলকভাবে সস্তা হয়।
advertisement
কোনও নামি কোম্পানির থেকেই বিমা কেনার পরামর্শ দিয়েছেন দেশপাণ্ডে। এর পাশাপাশি সেই কোম্পানির টার্নআউট টাইম এবং বিমা দাবির অনুপাত জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। এর মানে হল সেই কোম্পানির কাছে কতজন বিমার দাবি করেছেন এবং কত দ্রুত কোম্পানি সেই দাবি পরিশোধ করেছে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Health Insurance: কষ্টের টাকা বাঁচাতে চাইলে স্বাস্থ্য বিমা করান, তবে খেয়াল রাখুন এই বিষয়গুলো
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement