Indri Whiskey The World's Best: বিশ্বসেরার খেতাব ভারতীয় হুইস্কির! ইন্দ্রির শেয়ার দর বাড়ল ২০ শতাংশ, ২১৩ শতাংশ রিটার্ন বিনিয়োগকারীদের

Last Updated:

কচ, বুরবঁ, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান এবং ব্রিটিশ সিঙ্গল মল্টের মতো নামীদামী আন্তর্জাতিক ব্র্যান্ডকে হারিয়ে সেরার খেতাব উঠেছে ইন্দ্রি হুইস্কির মুকুটে।

বিশ্বসেরার খেতাব জিততেই ইন্দ্রির শেয়ার দর বাড়ল ২০ শতাংশ, ২১৩ শতাংশ রিটার্ন বিনিয়োগকারীদের
বিশ্বসেরার খেতাব জিততেই ইন্দ্রির শেয়ার দর বাড়ল ২০ শতাংশ, ২১৩ শতাংশ রিটার্ন বিনিয়োগকারীদের
কলকাতা: বিশ্বের সেরা ভারতীয় হুইস্কি! ‘হুইস্কি অফ দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডস’-এ ‘বেস্ট ইন শো ডবল গোল্ড’ খেতাব জিতেছে হরিয়ানার ‘ইন্দ্রি হুইস্কি’। তারপরই একলাফে কোম্পানির শেয়ার দর বাড়ল ২০ শতাংশ। ৩ অক্টোবরের তথ্য অনুযায়ী, ডিস্টিলারি কোম্পানি পিকাডিলি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ার আপার সার্কিটে ১৯.৯৭ শতাংশ বেড়ে ১৩৭.৯ টাকায় বন্ধ হয়েছে।
‘হুইস্কি অফ দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড’ বিশ্বের বৃহত্তম হুইস্কি-টেস্টিং প্রতিযোগিতাগুলির একটি। প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। যোগ দেয় ১০০টিরও বেশি হুইস্কি কোম্পানি। সেখানে স্কচ, বুরবঁ, কানাডিয়ান, অস্ট্রেলিয়ান এবং ব্রিটিশ সিঙ্গল মল্টের মতো নামীদামী আন্তর্জাতিক ব্র্যান্ডকে হারিয়ে সেরার খেতাব উঠেছে ইন্দ্রি হুইস্কির মুকুটে। প্রসঙ্গত, ২০২১ সালে হরিয়ানার পিকাডিলি ডিস্টিলারি বাজারে আনে ইন্দ্রি হুইস্কি। আর দু’বছরের মধ্যেই বিশ্বসেরার খেতাব।
advertisement
advertisement
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় পিকাডিলি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। কোম্পানি প্রধান ব্যবসা ডিস্টিলারি এবং চিনি উৎপাদন। চিনি, গুড়ের পাশাপাশি মদ, মল্ট এবং ইথানলও বিক্রি করে। হরিয়ানার কারনালে রয়েছে কোম্পানির প্রধান চিনিকল। সেখানে চিনি উৎপাদন ইউনিটের পাশাপাশি ডিস্টিলারি ইউনিট এবং একটি মল্ট প্ল্যান্টও রয়েছে।
advertisement
২০২৩-এর জুন ত্রৈমাসিকে কোম্পানির নেট বিক্রি ২৪.৩৩ শতাংশ বেড়ে ২২৮.৯৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। নিট মুনাফা বেড়েছে ৪৫.০৬ শতাংশ। লাভের পরিমাণ বেড়ে হয়েছে ১০.৯৬ কোটি টাকা। এবিটডাও ৪০.২৪ শতাংশ বেড়ে ২৪.৬৪ কোটি টাকা হয়েছে। চলতি বছরের শুরু থেকেই পিকাডিলি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ার মূল্য তিন গুণের বেশি বেড়েছে। স্টক থেকে বছরে ২১৩ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।
advertisement
ইন্দ্রি হুইস্কির দাম: ভারতের বিভিন্ন রাজ্যে মদের দাম আলাদা। উত্তরপ্রদেশে ইন্দ্রি সিঙ্গল মল্ট ইন্ডিয়ান হুইস্কির দাম ৩১০০ টাকা। মহারাষ্ট্রে এটা বিক্রি হচ্ছে ৫১০০ টাকায়। বর্তমানে ভারতের ১৯টি রাজ্য এবং বিশ্বের ১৭টি দেশে ইন্দ্রি হুইস্কি পাওয়া যাচ্ছে। তবে শুধু বিশ্ব সেরার খেতাব নয়, চালু হওয়ার দু’বছরের মধ্যে ১৪টিরও বেশি আন্তর্জাতিক খেতাব জিতেছে ইন্দ্রি হুইস্কি। ‘টোকিও হুইস্কি অ্যান্ড স্পিরিট কম্পিটিশন’-এ ‘গোল্ড উইনার’-এর খেতাবও রয়েছে ইন্দ্রি হুইস্কির ঝুলিতে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indri Whiskey The World's Best: বিশ্বসেরার খেতাব ভারতীয় হুইস্কির! ইন্দ্রির শেয়ার দর বাড়ল ২০ শতাংশ, ২১৩ শতাংশ রিটার্ন বিনিয়োগকারীদের
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement