IndiGo: ১ সেপ্টেম্বর থেকে নতুন এই ৮টি রুটে ফ্লাইট পরিষেবা চালু করছে ইন্ডিগো, দেখে নিন তালিকা

Last Updated:

Indigo 8 New Destination: সম্প্রতি বেশ কিছু নতুন ডোমেস্টিক রুট চালু করার কথা ঘোষণা করেছে সংস্থা ৷ আটটি নতুন রুটে ফ্লাইট চলাচল শুরু করতে চলেছে ইন্ডিগো ৷

নয়াদিল্লি: ইন্ডিগো (Indigo) ৷ দেশের এক নম্বর বাজেট এয়ারলাইন্স নিজেদের নেটওয়ার্ক এবার আরও বড় করছে ৷ সম্প্রতি বেশ কিছু নতুন ডোমেস্টিক রুট চালু করার কথা ঘোষণা করেছে সংস্থা ৷ আটটি নতুন রুটে ফ্লাইট চলাচল শুরু করতে চলেছে ইন্ডিগো ৷ যার মধ্যে রয়েছে ইনদওর-লখনউ (Indore-Lucknow), লখনউ-জয়পুর (Lucknow-Jaipur) রুটও ৷ দিল্লি, দেহরাদুন এবং লখনউয়ের মধ্যে কানেক্টিভিটি বাড়াচ্ছে ইন্ডিগো ৷ দিল্লি-লখনউ (Delhi-Lucknow), লখনউ-দিল্লি (Lucknow-Delhi) এবং ইনদওর-লখনউ (Indore-Lucknow) রুটেও আগামী ১ সেপ্টেম্বর থেকে বিমান পরিষেবা শুরু হচ্ছে সংস্থার ৷ পাশাপাশি দিল্লি-দেহরাদুন (Delhi-Dehradun) রুটে ফ্লাইট চালু হচ্ছে ৫ সেপ্টেম্বর, ২০২১ থেকে ৷
Courtesy: Indigo Courtesy: Indigo
পাশাপাশি মধ্যপ্রদেশের গ্বালিয়রেও (Gwalior) বিমান পরিষেবা দেবে ইন্ডিগো ৷ দেশের মধ্যে এটি ইন্ডিগোর ৭০ তম ডেস্টিনেশন ৷ এটিআর এয়ারক্রাফটের মতো ছোট বিমান দিয়েই গ্বালিয়র-দিল্লি (Gwalior-Delhi) এবং গ্বালিয়র-ইনদওর (Gwalior-Indore) রুটে বিমান পরিষেবা দেবে ইন্ডিগো ৷ যা শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৷ একটি বিবৃতির মাধ্যমে এমনটা জানিয়ছে ইন্ডিগো ৷ এই নতুন রুটে ইন্ডিগোর বিমান পরিষেবা চালু করার কথা কয়েকদিন আগে ট্যুইট করে জানিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও ৷ সপ্তাহে প্রতিদিনই দিল্লি-গ্বালিয়র এবং ইনদওর-গ্বালিয়র রুটে চলবে ফ্লাইট ৷
advertisement
advertisement
ইন্ডিগোর চিফ স্ট্র্যাটেজি ও রেভেনিউ অফিসার সঞ্জয় কুমার (Sanjay Kumar) জানান,  ‘‘ আমরা খুব খুশি যে ৮টা নতুন ডিরেক্ট ফ্লাইট আমরা চালু করতে পারছি ৷ ডোমেস্টিক নেটওয়ার্ক এর ফলে আরও শক্তিশালী হল সংস্থার ৷ দিল্লি, লখনউ, জয়পুর, দেহরাদুন এবং ইনদওরের মতো রুটগুলির চাহিদা যেভাবে যাত্রীদের মধ্যে বাড়ছে, তাতে উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে ৷ আমরা টিকিটের দাম সাধ্যের মধ্যে রেখে, অন টাইম, সেরা পরিষেবা যাত্রীদের দিতে বদ্ধপরিকর ৷’’
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
IndiGo: ১ সেপ্টেম্বর থেকে নতুন এই ৮টি রুটে ফ্লাইট পরিষেবা চালু করছে ইন্ডিগো, দেখে নিন তালিকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement