IndiGo: ১ সেপ্টেম্বর থেকে নতুন এই ৮টি রুটে ফ্লাইট পরিষেবা চালু করছে ইন্ডিগো, দেখে নিন তালিকা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Indigo 8 New Destination: সম্প্রতি বেশ কিছু নতুন ডোমেস্টিক রুট চালু করার কথা ঘোষণা করেছে সংস্থা ৷ আটটি নতুন রুটে ফ্লাইট চলাচল শুরু করতে চলেছে ইন্ডিগো ৷
নয়াদিল্লি: ইন্ডিগো (Indigo) ৷ দেশের এক নম্বর বাজেট এয়ারলাইন্স নিজেদের নেটওয়ার্ক এবার আরও বড় করছে ৷ সম্প্রতি বেশ কিছু নতুন ডোমেস্টিক রুট চালু করার কথা ঘোষণা করেছে সংস্থা ৷ আটটি নতুন রুটে ফ্লাইট চলাচল শুরু করতে চলেছে ইন্ডিগো ৷ যার মধ্যে রয়েছে ইনদওর-লখনউ (Indore-Lucknow), লখনউ-জয়পুর (Lucknow-Jaipur) রুটও ৷ দিল্লি, দেহরাদুন এবং লখনউয়ের মধ্যে কানেক্টিভিটি বাড়াচ্ছে ইন্ডিগো ৷ দিল্লি-লখনউ (Delhi-Lucknow), লখনউ-দিল্লি (Lucknow-Delhi) এবং ইনদওর-লখনউ (Indore-Lucknow) রুটেও আগামী ১ সেপ্টেম্বর থেকে বিমান পরিষেবা শুরু হচ্ছে সংস্থার ৷ পাশাপাশি দিল্লি-দেহরাদুন (Delhi-Dehradun) রুটে ফ্লাইট চালু হচ্ছে ৫ সেপ্টেম্বর, ২০২১ থেকে ৷

পাশাপাশি মধ্যপ্রদেশের গ্বালিয়রেও (Gwalior) বিমান পরিষেবা দেবে ইন্ডিগো ৷ দেশের মধ্যে এটি ইন্ডিগোর ৭০ তম ডেস্টিনেশন ৷ এটিআর এয়ারক্রাফটের মতো ছোট বিমান দিয়েই গ্বালিয়র-দিল্লি (Gwalior-Delhi) এবং গ্বালিয়র-ইনদওর (Gwalior-Indore) রুটে বিমান পরিষেবা দেবে ইন্ডিগো ৷ যা শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৷ একটি বিবৃতির মাধ্যমে এমনটা জানিয়ছে ইন্ডিগো ৷ এই নতুন রুটে ইন্ডিগোর বিমান পরিষেবা চালু করার কথা কয়েকদিন আগে ট্যুইট করে জানিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও ৷ সপ্তাহে প্রতিদিনই দিল্লি-গ্বালিয়র এবং ইনদওর-গ্বালিয়র রুটে চলবে ফ্লাইট ৷
advertisement
advertisement
ইন্ডিগোর চিফ স্ট্র্যাটেজি ও রেভেনিউ অফিসার সঞ্জয় কুমার (Sanjay Kumar) জানান, ‘‘ আমরা খুব খুশি যে ৮টা নতুন ডিরেক্ট ফ্লাইট আমরা চালু করতে পারছি ৷ ডোমেস্টিক নেটওয়ার্ক এর ফলে আরও শক্তিশালী হল সংস্থার ৷ দিল্লি, লখনউ, জয়পুর, দেহরাদুন এবং ইনদওরের মতো রুটগুলির চাহিদা যেভাবে যাত্রীদের মধ্যে বাড়ছে, তাতে উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে ৷ আমরা টিকিটের দাম সাধ্যের মধ্যে রেখে, অন টাইম, সেরা পরিষেবা যাত্রীদের দিতে বদ্ধপরিকর ৷’’
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 26, 2021 4:43 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
IndiGo: ১ সেপ্টেম্বর থেকে নতুন এই ৮টি রুটে ফ্লাইট পরিষেবা চালু করছে ইন্ডিগো, দেখে নিন তালিকা