Indian Postal Service: বিদেশে এক্সপোর্ট এখন আরও সহজ ভারতীয় ডাক বিভাগ চালু করল এই পরিষেবা
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Indian Postal Service: বাণিজ্যিকভাবে কোনও জিনিস বিদেশে রফতানি করতে গ্রাহকদের সুবিধা দিতে এক পরিষেবার ভারতীয় ডাক বিভাগের!কিভাবে মিলবে এই পরিষেবা?
হাওড়া: ‘ ডাক নিরীয়ত কেন্দ্র ‘ ভারতীয়দের ভরসার অপর নাম পোস্ট অফিস । গত ১৫০ বছরের বেশি সময় ধরে দেশের প্রত্যেকটি প্রান্তে পরিষেবা দিয়ে এসেছে ভারতীয় পোস্ট |ভারতীয় ডাক বিভাগ এক নতুন উদ্যোগ নিয়েছে । বাণিজ্যিকভাবে জিনিস বিদেশে রফতানি করতে গ্রাহকদের সুবিধা দিতে এই পরিষেবা। ডাক বিভাগের এক অধিকর্তার কাছ থেকে বিস্তারিত জেনে নেব সেই পরিষেবার বিষয়ে।
আরও পড়ুন: সেপ্টেম্বরে এই সবজি থেকে মাত্র ৩৫ দিনেই হয়ে যাবেন মালামাল, তবে মাথায় রাখতে হবে জরুরি কিছু বিষয়
ভারত থেকে কোনও জিনিষ বিদেশে পাঠাতে গেলে অবশ্যই প্রক্রিয়াটির সঙ্গে জড়িত স্টেকহোল্ডার এবং সেই সঙ্গে প্রয়োজনীয় নিয়ন্ত্রক কাঠামো এবং ডকুমেন্টেশন গুলি বুঝতে হবে । যে দেশে পাঠানোর হচ্ছে সেই জিনিসের স্পেসিফিকেশন, কাস্টমস এর বিভিন্ন ডকুমেন্টেশন সম্পর্কে মানুষের তেমন ধারণা থাকে না । আর তাই ভারতীয় ডাকঘরের ডাক মিত্র কেন্দ্রের কর্মীদের সাহায্য দেওয়া হয় ।
advertisement
advertisement
শহর থেকে দূরে বসবাসকারী কোনও মানুষ যদি কোনও জিনিস বিদেশে পাঠাতে চান তাহলে সব ক্ষেত্রে তাঁদের কাছে বিদেশের লাইসেন্সের দরকার হয়। ভারতীয় ডাক বিভাগের ডাক মিত্র বন্ধুরা কাস্টমারের কাছে গিয়ে ভারতবর্ষের এক্সপোর্ট এর পোর্টালে যুক্ত করে ডকুমেন্টশন সম্পর্কে সাহায্য করবেন ।
advertisement
এর পাশাপাশি তাঁর বাড়ি থেকে সেই পোস্টাল প্রোডাক্ট নিয়ে এসে পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছে দেবেন । এর ফলে বিদেশে বাণিজ্যিকভাবে জিনিস এক্সপোর্ট করতে গ্রাহকদের অনেকটাই সুবিধা হবে।
রাকেশ মাইতি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 31, 2024 8:22 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Postal Service: বিদেশে এক্সপোর্ট এখন আরও সহজ ভারতীয় ডাক বিভাগ চালু করল এই পরিষেবা