Indian Postal Service: বিদেশে এক্সপোর্ট এখন আরও সহজ ভারতীয় ডাক বিভাগ চালু করল এই পরিষেবা

Last Updated:

Indian Postal Service: বাণিজ্যিকভাবে কোনও জিনিস বিদেশে রফতানি করতে গ্রাহকদের সুবিধা দিতে এক পরিষেবার ভারতীয় ডাক বিভাগের!কিভাবে মিলবে এই পরিষেবা?

+
ভারতীয়

ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে বিদেশে এক্সপোর্ট আরো সহজ

হাওড়া: ‘ ডাক নিরীয়ত কেন্দ্র ‘ ভারতীয়দের ভরসার অপর নাম পোস্ট অফিস । গত ১৫০ বছরের বেশি সময় ধরে দেশের প্রত্যেকটি প্রান্তে পরিষেবা দিয়ে এসেছে ভারতীয় পোস্ট |ভারতীয় ডাক বিভাগ এক নতুন উদ্যোগ নিয়েছে । বাণিজ্যিকভাবে জিনিস বিদেশে রফতানি করতে গ্রাহকদের সুবিধা দিতে এই পরিষেবা। ডাক বিভাগের এক অধিকর্তার কাছ থেকে বিস্তারিত জেনে নেব সেই পরিষেবার বিষয়ে।
ভারত থেকে কোনও জিনিষ বিদেশে পাঠাতে গেলে অবশ্যই প্রক্রিয়াটির সঙ্গে জড়িত স্টেকহোল্ডার এবং সেই সঙ্গে প্রয়োজনীয় নিয়ন্ত্রক কাঠামো এবং ডকুমেন্টেশন গুলি বুঝতে হবে । যে দেশে পাঠানোর হচ্ছে সেই জিনিসের স্পেসিফিকেশন, কাস্টমস এর বিভিন্ন ডকুমেন্টেশন সম্পর্কে মানুষের তেমন ধারণা থাকে না । আর তাই ভারতীয় ডাকঘরের ডাক মিত্র কেন্দ্রের কর্মীদের সাহায্য দেওয়া হয় ।
advertisement
advertisement
শহর থেকে দূরে বসবাসকারী কোনও মানুষ যদি কোনও জিনিস বিদেশে পাঠাতে চান তাহলে সব ক্ষেত্রে তাঁদের কাছে বিদেশের লাইসেন্সের দরকার হয়। ভারতীয় ডাক বিভাগের ডাক মিত্র বন্ধুরা কাস্টমারের কাছে গিয়ে ভারতবর্ষের এক্সপোর্ট এর পোর্টালে যুক্ত করে ডকুমেন্টশন সম্পর্কে সাহায্য করবেন ।
advertisement
এর পাশাপাশি তাঁর বাড়ি থেকে সেই পোস্টাল প্রোডাক্ট নিয়ে এসে পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছে দেবেন । এর ফলে বিদেশে বাণিজ্যিকভাবে জিনিস এক্সপোর্ট করতে গ্রাহকদের অনেকটাই সুবিধা হবে।
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Postal Service: বিদেশে এক্সপোর্ট এখন আরও সহজ ভারতীয় ডাক বিভাগ চালু করল এই পরিষেবা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement