Dhanteras 2021: সোনা কেনার আগে জেনে নিন ইনকাম ট্যাক্সের নিয়ম, না হলে পড়তে হবে সমস্যায়

Last Updated:

দেখে নিন ট্যাক্সের নিয়ম-

পিসি জুয়েলার্স (PC Jewellers) হিরে ও সোনার গয়নার মেকিং চার্জের উপরে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ৷ রুপোর গয়না বা অন্য সামগ্রীতে ছাড় চোখে পড়ার মতন রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
পিসি জুয়েলার্স (PC Jewellers) হিরে ও সোনার গয়নার মেকিং চার্জের উপরে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ৷ রুপোর গয়না বা অন্য সামগ্রীতে ছাড় চোখে পড়ার মতন রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: ধনতেরসে সোনা কেনার প্ল্যান রয়েছে? তাহলে এই খবরটি জেনে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ অনেকই এই সময় প্রচুর সোনা কিনে থাকেন ৷ তবে এই বিষয়ে না জানলে আপনার বাড়িতে আসতে পারে ইনকাম ট্যাক্সের নোটিস ৷
সোনা যে কিনেছেন সেই কেনাকাটি করার ভ্যালিড ইনকাম সোর্স ও প্রুফ দেখাতে পারলে আপনি যত ইচ্ছে বাড়িতে সোনা রাখতে পারেন ৷ কিন্তু কোনও ইনকাম সোর্স না দেখিয়ে বাড়িতে সোনা রাখার একটি লিমিট রয়েছে ৷
advertisement
advertisement
কত সোনা রাখতে পারবেন ?
নিয়ম অনুযায়ী, বিবাহিত মহিলারা ৫০০ গ্রাম এবং অবিবাহিত মহিলারা ২৫০ গ্রাম এবং পুরুষরা ১০০ গ্রাম সোনা বিনা ইনকাম প্রুফ দিয়ে রাখতে পারবেন ৷ তিনটি ক্যাটাগরিতে নির্দিষ্ট লিমিটের মধ্যে সোনা বাড়িতে রাখার জন্য ইনকাম ট্যাক্স বিভাগ সোনা বাজেয়াপ্ত করবে না ৷
advertisement
কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরিতে নির্দিষ্ট লিমিটের বেশি সোনা বাড়িতে রাখলে ইনকাম প্রুফ দিতে হবে ৷ সোনা কোথা থেকে এসেছে তার প্রমান দিতে হবে আয়কর বিভাগকে ৷ CBDT ১ ডিসেম্বর ২০১৬-তে জানিয়েছিল, কোনও নাগরিক উত্তরাধিকার সূত্রে পাওয়া গোল্ড -সহ নিজের সোনার ভ্যালিড সোর্স দেখাতে পারলে যত ইচ্ছে সোনার গয়না রাখতে পারবেন ৷
advertisement
আইটিআর ফাইল করার সময় দিতে হবে তথ্য
কারোর বার্ষিক আয় ৫০ লক্ষ টাকার বেশি হলে আইটিআরে গয়নার ঘোষিত মূল্য এবং তাদের আসল মূল্যের মধ্যে কোনও অন্তর থাকা চলবে না ৷ না হলে এই কারণ জানাতে হবে ৷
advertisement
দেখে নিন ট্যাক্সের নিয়ম-
মিডিয়া রিপোর্টস অনুযায়ী, ফিজিক্যাল গোল্ড কেনার উপরে ৩ শতাংশ জিএসটি দিতে হয় ৷ অন্যদিকে ফিজিক্যাল গোল্ড বিক্রির উপর ট্যাক্স এই হিসেবে নির্ভর করে আপনি এই সোনা নিজের কাছে কতদিন রেখেছেন ৷ গোল্ড কেনার ৩ বছরের মধ্যে বিক্রি করা হলে এবং তাতে কোনও লাভ হলে সেটি শর্ট টার্ম ক্যাপিটল গেন ধরা হবে ৷ আপনার বার্ষিক আয়ের সঙ্গে যুক্ত করে অ্যাপ্লিকেবল ইনকাম ট্যাক্স স্ল্যাবের হিসেবে ট্যাক্সের ক্যালকুলেশন করা হবে ৷ তিন বছর পর সোনা বিক্রি করলে লং টার্ম ক্যাপিটল গেন ধরা হবে ৷ এবং এর উপর ২০ শতাংশ ট্যাক্স দিতে হবে ৷ পাশাপাশি ইনডেক্সেশন বেনিফিটের সঙ্গে ৪ শতাংশ সেস ও সারচার্জ দিতে হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Dhanteras 2021: সোনা কেনার আগে জেনে নিন ইনকাম ট্যাক্সের নিয়ম, না হলে পড়তে হবে সমস্যায়
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement