Dhanteras 2021: সোনা কেনার আগে জেনে নিন ইনকাম ট্যাক্সের নিয়ম, না হলে পড়তে হবে সমস্যায়

Last Updated:

দেখে নিন ট্যাক্সের নিয়ম-

পিসি জুয়েলার্স (PC Jewellers) হিরে ও সোনার গয়নার মেকিং চার্জের উপরে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ৷ রুপোর গয়না বা অন্য সামগ্রীতে ছাড় চোখে পড়ার মতন রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
পিসি জুয়েলার্স (PC Jewellers) হিরে ও সোনার গয়নার মেকিং চার্জের উপরে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ৷ রুপোর গয়না বা অন্য সামগ্রীতে ছাড় চোখে পড়ার মতন রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: ধনতেরসে সোনা কেনার প্ল্যান রয়েছে? তাহলে এই খবরটি জেনে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ অনেকই এই সময় প্রচুর সোনা কিনে থাকেন ৷ তবে এই বিষয়ে না জানলে আপনার বাড়িতে আসতে পারে ইনকাম ট্যাক্সের নোটিস ৷
সোনা যে কিনেছেন সেই কেনাকাটি করার ভ্যালিড ইনকাম সোর্স ও প্রুফ দেখাতে পারলে আপনি যত ইচ্ছে বাড়িতে সোনা রাখতে পারেন ৷ কিন্তু কোনও ইনকাম সোর্স না দেখিয়ে বাড়িতে সোনা রাখার একটি লিমিট রয়েছে ৷
advertisement
advertisement
কত সোনা রাখতে পারবেন ?
নিয়ম অনুযায়ী, বিবাহিত মহিলারা ৫০০ গ্রাম এবং অবিবাহিত মহিলারা ২৫০ গ্রাম এবং পুরুষরা ১০০ গ্রাম সোনা বিনা ইনকাম প্রুফ দিয়ে রাখতে পারবেন ৷ তিনটি ক্যাটাগরিতে নির্দিষ্ট লিমিটের মধ্যে সোনা বাড়িতে রাখার জন্য ইনকাম ট্যাক্স বিভাগ সোনা বাজেয়াপ্ত করবে না ৷
advertisement
কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরিতে নির্দিষ্ট লিমিটের বেশি সোনা বাড়িতে রাখলে ইনকাম প্রুফ দিতে হবে ৷ সোনা কোথা থেকে এসেছে তার প্রমান দিতে হবে আয়কর বিভাগকে ৷ CBDT ১ ডিসেম্বর ২০১৬-তে জানিয়েছিল, কোনও নাগরিক উত্তরাধিকার সূত্রে পাওয়া গোল্ড -সহ নিজের সোনার ভ্যালিড সোর্স দেখাতে পারলে যত ইচ্ছে সোনার গয়না রাখতে পারবেন ৷
advertisement
আইটিআর ফাইল করার সময় দিতে হবে তথ্য
কারোর বার্ষিক আয় ৫০ লক্ষ টাকার বেশি হলে আইটিআরে গয়নার ঘোষিত মূল্য এবং তাদের আসল মূল্যের মধ্যে কোনও অন্তর থাকা চলবে না ৷ না হলে এই কারণ জানাতে হবে ৷
advertisement
দেখে নিন ট্যাক্সের নিয়ম-
মিডিয়া রিপোর্টস অনুযায়ী, ফিজিক্যাল গোল্ড কেনার উপরে ৩ শতাংশ জিএসটি দিতে হয় ৷ অন্যদিকে ফিজিক্যাল গোল্ড বিক্রির উপর ট্যাক্স এই হিসেবে নির্ভর করে আপনি এই সোনা নিজের কাছে কতদিন রেখেছেন ৷ গোল্ড কেনার ৩ বছরের মধ্যে বিক্রি করা হলে এবং তাতে কোনও লাভ হলে সেটি শর্ট টার্ম ক্যাপিটল গেন ধরা হবে ৷ আপনার বার্ষিক আয়ের সঙ্গে যুক্ত করে অ্যাপ্লিকেবল ইনকাম ট্যাক্স স্ল্যাবের হিসেবে ট্যাক্সের ক্যালকুলেশন করা হবে ৷ তিন বছর পর সোনা বিক্রি করলে লং টার্ম ক্যাপিটল গেন ধরা হবে ৷ এবং এর উপর ২০ শতাংশ ট্যাক্স দিতে হবে ৷ পাশাপাশি ইনডেক্সেশন বেনিফিটের সঙ্গে ৪ শতাংশ সেস ও সারচার্জ দিতে হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Dhanteras 2021: সোনা কেনার আগে জেনে নিন ইনকাম ট্যাক্সের নিয়ম, না হলে পড়তে হবে সমস্যায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement