Income Tax: আইটিআর-১ না কি আইটিআর-৪? কোনটা আপনার জন্য সঠিক? জানুন এই দুই ফর্মের ফারাক এবং বৈশিষ্ট্য!
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
আইটিআর-১ এবং আইটিআর-৪ হল সাধারণ ফর্ম, যা মূলত ছোট এবং মাঝারি করদাতাদের জন্য রয়েছে। যদিও অনলাইন ফর্ম এখনও প্রকাশ করেনি আয়কর বিভাগ।
সঠিক আয়কর রিটার্ন ফর্ম বেছে নেওয়া সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক ফর্ম বেছে নেওয়ার মাধ্যমে করদাতারা আয়কর আইন এবং নিয়ম মেনে চলতে সক্ষম হন। সেই সঙ্গে কমে জরিমানা ও আইনি জটিলতার আশঙ্কাও। নির্দিষ্ট করদাতাদের কথা মাথায় রেখেই মূলত প্রতিটি আইটিআর ফর্ম তৈরি করা হয়। এছাড়া করদাতারা এর মাধ্যমে নিজেদের আয়ের উৎস ও ক্যাটাগরির ভিত্তিতে ট্যাক্স ডিডাকশন এবং কর সংক্রান্ত সুবিধা লাভ করতে পারেন। তাই আজ আমরা আইটিআর ১ সহজ এবং আইটিআর ৪ সুগম-এর পার্থক্য নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি অন্যান্য আইটিআর ফর্মের বিষয়েও সবিস্তারে দেওয়া হল।
আইটিআর-১ এবং আইটিআর-৪ হল সাধারণ ফর্ম, যা মূলত ছোট এবং মাঝারি করদাতাদের জন্য রয়েছে। যদিও অনলাইন ফর্ম এখনও প্রকাশ করেনি আয়কর বিভাগ। তবে ২০২২-২৩ অর্থবর্ষের জন্য অফলাইন আইটিআর-১ এবং আইটিআর-৪ ফর্ম প্রকাশ করেছে তারা।
advertisement
advertisement
আইটিআর ১ সহজ:
যাঁদের আয় ৫০ লক্ষ টাকা পর্যন্ত এবং যাঁরা বেতন, বাড়ি ভাড়া ও সুদ-সহ অন্যান্য উৎস থেকে আয় করেন, তাঁরাই এই ফর্ম পূরণ করতে পারেন।
কারা আবেদনের যোগ্য?
একটি অর্থবর্ষে যাঁদের মোট আয় ৫০ লক্ষ টাকার মধ্যে।
বেতন, একটি বাড়ি, পারিবারিক পেনশন, কৃষিকাজের থেকে আয় (৫০০০ টাকা পর্যন্ত) ও অন্যান্য উৎস থেকে থেকে যাঁরা আয় করেন। অন্যান্য উৎসের তালিকা নিম্নোক্ত:
advertisement
সেভিংস অ্যাকাউন্টের সুদ
ডিপোজিট (ব্যাঙ্ক/ পোস্ট অফিস/ কো-অপারেটিভ সোসাইটি)-এর সুদ
ইনকাম ট্যাক্স রিফান্ডের সুদ
এনহ্যান্সড কম্পেসেশনের উপর প্রাপ্ত সুদ
অন্য সুদ সংক্রান্ত আয়
জরুরি নথি:
এর জন্য ফর্ম ১৬, বাড়ি ভাড়ার রশিদ, ইনভেস্টমেন্ট পেমেন্ট প্রিমিয়ামের রসিদ লাগবে। যদিও আইটিআর অ্যানেক্সার-লেস ফর্ম, ফলে রিটার্ন ফাইল করার সময় কোনও নথি যোগ করার প্রয়োজন হয় না।
advertisement
আইটিআর ৪ সুগম:
যে কোনও ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার এবং ফার্মগুলির ব্যবসা অথবা পেশা থেকে আয় যদি ৫০ লক্ষ টাকা পর্যন্ত হয়, তাঁরা আইটিআর ৪ দাখিল করতে পারেন।
কারা আবেদনের যোগ্য?
একটি অর্থবর্ষে আয় যেন ৫০ লক্ষ টাকার মধ্যে হয়।
ব্যবসা এবং পেশা থেকে আয়, যা ৪৪এডি, ৪৪এডিএ বা ৪৪এই-এর অধীনে অনুমানমূলক ভিত্তিতে গণনা করা হয়।
advertisement
বেতন/পেনশন, বাড়ির সম্পত্তি এবং কৃষি (৫০০০ টাকা পর্যন্ত) থেকে আয়।
অন্যান্য উৎস থেকে আয় নিম্নোক্ত (এর মধ্যে লটারি কিংবা ঘোড়া দৌড় থেকে প্রাপ্ত অর্থ পড়বে না)
সেভিংস অ্যাকাউন্টের সুদ
ডিপোজিট (ব্যাঙ্ক/ পোস্ট অফিস/ কো-অপারেটিভ সোসাইটি)-এর সুদ
ইনকাম ট্যাক্স রিফান্ডের সুদ
পারিবারিক পেনশন
এনহ্যান্সড কম্পেসেশনের উপর প্রাপ্ত সুদ
অন্য সুদ সংক্রান্ত আয় (উদাহরণ স্বরূপ, অসুরক্ষিত ঋণ থেকে সুদ সংক্রান্ত আয়)
advertisement
জরুরি নথি:
ফর্ম ১৬,
ফর্ম ২৬এএস এবং এআইএস
ফর্ম ১৬এ
ব্যাঙ্ক স্টেটমেন্ট
হাউজিং লোন ইন্টারেস্ট সার্টিফিকেট
অনুদানের রসিদ
ভাড়ার চুক্তি
ভাড়ার রসিদ
ইনভেস্টমেন্ট পেমেন্ট প্রিমিয়ামের রশিদ – এলআইসি, ইউএলআইপি ইত্যাদি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2023 12:00 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Income Tax: আইটিআর-১ না কি আইটিআর-৪? কোনটা আপনার জন্য সঠিক? জানুন এই দুই ফর্মের ফারাক এবং বৈশিষ্ট্য!