Mutual Fund: মিউচুয়াল ফান্ডে এবার আরও বেশি লাভ, বিনিয়োগকারীদের জন্যে নয়া পরিকল্পনা সেবি-র!

Last Updated:

Mutual Fund: এবার থেকে ফান্ডের কর্মক্ষমতার উপর ভিত্তি করে চার্জ নেওয়া হতে পারে। মিউচুয়াল ফান্ড নিয়ে এমনই চিন্তাভাবনা করছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি।

মিউচুয়াল ফান্ডে এবার আরও বেশি লাভ
মিউচুয়াল ফান্ডে এবার আরও বেশি লাভ
এবার থেকে ফান্ডের কর্মক্ষমতার উপর ভিত্তি করে চার্জ নেওয়া হতে পারে। মিউচুয়াল ফান্ড নিয়ে এমনই চিন্তাভাবনা করছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি। বর্তমানে বিনিয়োগকারীদের থেকে মোট ব্যয়ের অনুপাতে (টিইআর) দৈনিক ভিত্তিতে চার্জ করা হয়।
মিউচুয়াল ফান্ড পারফরম্যান্স ফি প্ল্যানে বিনিয়োগকারীদের কী লাভ হবে: অপটিমা মানি ম্যানেজারস-এর এমডি এবং সিইও পঙ্কজ মাথপাল বলছেন, ‘এটা ভাল পরিকল্পনা। স্কিমের পারফরcsন্সের সঙ্গে টিইআর যুক্ত থাকলে বিনিয়োগকারীরাই লাভবান হবেন’।
advertisement
মাথপলের মতে, ‘এই মুহূর্তে একটি ইক্যুইটি স্কিম এইউএম-এর ২.২৫ শতাংশ পর্যন্ত চার্জ করতে পারে। এমনকী স্কিম যদি কম পারফর্ম করে তাও। আমি মনে করি সেবি কাস্টোডিয়ান ফি, রেজিস্ট্রার ফি এবং অডিট ফি ইত্যাদির জন্য ন্যূনতম খরচের অনুমতি দেবে। এবং পারফরমন্স লিঙ্কড ইনসেনটিভ সেই ন্যূনতম থ্রেশহোল্ডের উপরে বসবে’।
advertisement
বিগত কয়েক বছরে বিনিয়োগ আইনের উন্নতিতে এবং খুচরো বিনিয়োগকারীদের সহায়তায় সক্রিয় ভূমিকা নিয়েছে সেবি। এবারও তার অন্যথা হবে না বলেই মনে করছেন মাইফান্ডবাজার-এর সিইও এবং প্রতিষ্ঠাতা বিনীত থান্ডার। তাঁর কথায়, ‘বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই নতুন পরামর্শটি উপযুক্ত বলেই মনে হচ্ছে। যেখানে কয়েকটি মিউচুয়াল ফান্ড স্কিম ধারাবাহিকভাবে কম পারফর্ম করেছে এবং কিছু পিএমএস স্কিমে দুর্দান্ত রিটার্ন মিলছে’। স্ক্রিপবক্সের ভরত পাঠকও কর্মক্ষমতা ভিত্তিক চার্জের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে অনেকে যেমন দাবি করছেন, এই ফিগুলি বিনিয়োগকারী এবং তহবিল পরিচালক উভয়ের জন্যেই ভাল। আবার কেউ কেউ এর কার্যকারিতা এবং সম্ভাব্য ডাউনসাইড নিয়ে সন্দিহান।
advertisement
সাধারণত, ফি কাঠামো হল এইউএম ভিত্তিক নির্দিষ্ট ফি এবং তহবিল দ্বারা উৎপন্ন আউটপারফরমেন্স বা ‘আলফা’-র উপর ভিত্তি করে পরিবর্তনশীল ফি-এর সংমিশ্রণ। সক্রিয় ব্যবস্থাপনা কৌশলের ক্ষেত্রে উপযুক্ত বাজার সূচকই মানদণ্ড। এখানে যুক্তিটা হল, বিনিয়োগকারী সূচকে প্যাসিভ বিনিয়োগের মাধ্যমে সূচকের কার্যকারিতা পাবেন। যদি সেই সূচকের চেয়ে বেশি পারফরমেন্স থাকে, তবে তহবিল ব্যবস্থাপককে ভ্যারিয়েবল ইনসেনটিভের আকারে দেওয়া হবে। এমনটাই মনে করেন ভরত পাঠক। ক্লোজ-এন্ডেড ফান্ডগুলি পরিচালনার জন্যে ভাল অবস্থানে রয়েছে বলেও মনে করেন তিনি।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mutual Fund: মিউচুয়াল ফান্ডে এবার আরও বেশি লাভ, বিনিয়োগকারীদের জন্যে নয়া পরিকল্পনা সেবি-র!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement