Rail Budget 2022: দেশে আর ঘটবে না রেল দুর্ঘটনা! ‘কবচ প্রযুক্তির’ মাধ্যমে সুরক্ষিত হবে যাত্রা

Last Updated:

Rail Budget 2022: কবচ পদ্ধতি রেল নেটওয়ার্ককে সুরক্ষিত করার পাশাপাশি কার্য ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করবে ৷

#নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেট ২০২২-২৩ (Budget 2022-23) এ ভারতীয় রেল নিয়ে একাধিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৷ আগামী ৩ বছরে দেশে ৪০০ নতুন বন্দে ভারত ট্রেন শুরু করার ঘোষণা করেছেন তিনি ৷ পাশাপাশি ভারতীয় রেলের গতির জন্য ১০০ গতিশক্তি কার্গোর প্ল্যান রয়েছে বলে জানিয়েছেন ৷ অর্থমন্ত্রী ২০২২-২৩ ইউনিয়ন বাজেট পেশ করার সময় জানিয়েছেন, গত ৭ বছরে ২৪০০০ কিলোমিটার রেলওয়ে রুটের বিদ্যুৎতিকরণ হয়েছে ৷ রেল সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হল কবচ পদ্ধতির মাধ্যমে দেশের ২ হাজার কিলোমিটারের রেলওয়ে নেটওয়ার্ক তৈরি করা হবে ৷
অর্থমন্ত্রী জানিয়েছেন, কবচ পদ্ধতি রেল নেটওয়ার্ককে সুরক্ষিত করার পাশাপাশি কার্য ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করবে ৷ কবচ প্রযুক্তি একটি দেশীয় প্রযুক্তি ৷ এটি দেশে তৈরি একটি অ্যান্টি কোলিশন বা সংঘর্ষবিরোধী ডিভাইস যার মাধ্যমে রেল দুর্ঘটনা আটকানো যেতে পারে ৷ পাশাপাশি দুর্ঘটনার সংখ্যা কমিয়ে শূন্য সাহায্য করবে এই পদ্ধতি ৷
advertisement
advertisement
পিএইচডি চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডিস্ট্রির (PHDCCI) চেয়ারম্যান সন্দীপ আগড়ওয়াল জানিয়েছেন, ‘ভারতীয় রেলের জন্য কবচ প্রযুক্তি গেম চেঞ্জার হয়ে উঠতে পারে ৷ এই প্রযুক্তি ট্রেনের গতি অর্থাৎ স্পিডকে আরও বাড়াতে সাহায্য করবে ৷
advertisement
বারবার ট্রেন দুর্ঘটনা। বারবার মৃত্যু। এই ছবিটা পালটাতে এবার নয়া প্রযুক্তি রেলের হাতে। নয়া অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সংঘর্ষ এড়াতে নিজে নিজেই থেমে যাবে ট্রেন। এর পাশাপাশি এদিনের বাজেটে জোর দেওয়া হয়েছে ওয়ান স্টেশন ওয়ান প্রডাক্টে। একেকটি জায়গা বিশেষ বিশেষ জিনিসের জন্য বিখ্যাত। যেমন মালদার আম, তারকেশ্বরের আলু, ভাগলপুরের সিল্ক। রেলের উদ্যোগে এই সব সামগ্রী দেশের নানা প্রান্তে পৌঁছে যাবে।
advertisement
করোনার সময়ে ট্রেন বন্ধ। রেলের কোষাগারে টান। সেই ঘাটতি মেটানো এখন বড় চ্যালেঞ্জ। তবে, রেলের আশা ট্রেনের চাকা গড়ালে সময়ের চাকাও ঘুরবে। অচ্ছে দিন ফিরবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Rail Budget 2022: দেশে আর ঘটবে না রেল দুর্ঘটনা! ‘কবচ প্রযুক্তির’ মাধ্যমে সুরক্ষিত হবে যাত্রা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement