মে মাসের শেষ দুদিনে এই কাজগুলো করতেই হবে, না হলে দিতে হবে বড় টাকা জরিমানা
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
মে মাস শেষ হতে হাতে গোনা আর ২ দিন বাকি। এই দুই দিনে রিটার্ন সম্পর্কিত বেশ কিছু কাজ করা যাবে।
কলকাতা: যাঁরা আয়কর রিটার্ন দাখিল করেন তাঁদের সময়সীমা সম্পর্কে সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। যাতে শেষ মুহূর্তে কোনও তাড়াহুড়ো করতে না হয় এবং জরিমানা ছাড়াই কাজ সম্পন্ন হয়। এর পাশাপাশি করদাতাদের আয়কর সংক্রান্ত নতুন নিয়ম-কানুন সম্পর্কেও সচেতন হওয়া প্রয়োজন। সময়সীমা পেরিয়ে গেলে আইনি ঝামেলাতেও পড়তে হতে পারে।
আয়কর বিভাগ করদাতাদের সুবিধার্থে সময়সীমা এবং গুরুত্বপূর্ণ তারিখ সংক্রান্ত একটি ক্যালেন্ডার জারি করেছে। এই তারিখগুলি মাথায় রেখে করদাতা সমস্ত কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারেন। মে মাস শেষ হতে হাতে গোনা আর ২ দিন বাকি। এই দুই দিনে রিটার্ন সম্পর্কিত বেশ কিছু কাজ করা যাবে।
advertisement
advertisement
আইটি বিভাগ এপ্রিলের জন্যে টিডিএস ফাইল করা, এনআরআই-দের জন্যে প্যান কার্ডের আবেদন করা, ২০২৩ অর্থবর্ষে মার্চে শেষ হওয়া ত্রৈমাসিকে টিসিএস শংসাপত্র জমা দেওয়া ইত্যাদি কাজের জন্যে নির্ধারিত তারিখের উল্লেখ করেছে। এর মধ্যে ৩০ এবং ৩১ মে যে কাজগুলো করা যাবে দেখে নেওয়া যাক।
৩০ মে: করদাতাদের এপ্রিল মাসে ১৯৪ আইএ, ১৯৪এম, ১৯৪ আইবি, এবং ১৯৪এস ধারার অধীনে ট্যাক্স ডিডাকশনের ক্ষেত্রে তাঁদের চালান-সহ-বিবৃতি প্রদান করা গুরুত্বপূর্ণ। এটি ২০২৩ অর্থবর্ষের মার্চ ত্রৈমাসিকের জন্য টিসিএস শংসাপত্র ইস্যু করার শেষ তারিখ।
advertisement
৩১ মে: ২০২৩ সালের ৩১ মে-র মধ্যে মার্চ ত্রৈমাসিকের জন্যে জমা করা টিডিএস-এর একটি ত্রৈমাসিক বিবৃতি জমা দেওয়া গুরুত্বপূর্ণ। ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য আইনের ধারা ২৫৮বিএ-এর উপ ধারা (১)-এর অধীনে আর্থিক লেনদেনের বিবৃতি (ফর্ম নং ৬১এ) পেশ করার শেষ তারিখ। এটি একই সঙ্গে রিপোর্টযোগ্য অ্যাকাউন্টের বার্ষিক বিবৃতি ই-ফাইলিং করার সময়সীমাও।
advertisement
এছাড়া এটি একটি অনুমোদিত সুপারঅ্যানুয়েশন ফান্ডের ট্রাস্টিদের দ্বারা প্রদত্ত অবদান থেকে কাটা ট্যাক্স ফেরত দেওয়ার শেষ তারিখ।
৩১ মে হল অনাবাসী ভারতীয়দের জন্য যাঁরা এমডি, পরিচালক, অংশীদার, ট্রাস্টি, লেখক, প্রতিষ্ঠাতা বা ভারতের একটি কোম্পানির সিইও, প্যান-এর জন্য আবেদন করার সময়সীমা।
৩১ মে হল ধারা ১১ (১)-এর অধীনে উপলব্ধ বিকল্পটি ব্যবহার করার জন্য ফর্ম ৯এ-তে আবেদন করার শেষ তারিখ যা মেনে কেউ পরবর্তী বছরে বা ভবিষ্যতে আগের বছরের আয়ের জন্য আবেদন করতে পারেন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2023 3:03 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মে মাসের শেষ দুদিনে এই কাজগুলো করতেই হবে, না হলে দিতে হবে বড় টাকা জরিমানা