PAN-Aadhaar Link: ১০,০০০ টাকা জরিমানা থেকে বাঁচতে চাইলে শীঘ্রই সেরে নিন এই কাজটি .....

Last Updated:

PAN-Aadhaar Link: ওয়েবসাইটে কীভাবে লিঙ্ক করবেন আপনার প্যান ও আধার ?

#নয়াদিল্লি: এখনও প্যান কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক না করিয়ে থাকলে শীঘ্রই সেরে নিন কাজটি ৷ প্যান ও আধার লিঙ্ক (PAN-Aadhaar Link) করার শেষ তারিখ ৩১ মার্চ ২০২২ ৷ এই সময় সীমার মধ্যে এই কাজ না করালে ব্যাহত হতে পারে আপনার ব্যাঙ্কিং পরিষেবা ৷ এর পাশাপাশি একাধিক কাজ রয়েছে যা প্যান-আধার লিঙ্ক না করানো থাকলে করতে পারবেন না ৷
প্যান ও আধার লিঙ্ক না করানোর সমস্যা এখানেই শেষ নয় ৷ ৩১ মার্চের মধ্যে এই কাজ না করালে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে ৷ এর জেরে মিউচ্যুয়াল ফান্ড ও স্টকে বিনিয়োগ করতে সমস্যায় পড়তে হতে পারে ৷ এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেও সমস্যায় পড়তে হবে ৷ ৩১ মার্চের পর প্যান ও আধার লিঙ্ক করার জন্য অতিরিক্ত ১০০০ টাকা দিতে হবে ৷
advertisement
advertisement
দিতে হতে পারে ১০ হাজার টাকা জরিমানা-
৩১ মার্চের পর কোনও ব্যাক্তি ইনভ্যালিড প্যান কার্ড প্রস্তুত করলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬১ এর সেকশন ২৭২N অনুযায়ী ১০ হাজার টাকার জরিমানা দিতে হতে পারে ৷ অন্যদিকে, প্যান কার্ড ছাড়া কোনও বড় অঙ্কের টাকার লেনদেন করতে পারবেন না ৷ ইনভ্যালিড প্যান কার্ড থেকে প্রত্যেক ট্রানজাকশনের জন্য আপনাকে জরিমানা দিতে হতে পারে ৷
advertisement
এই ভাবে চেক করে নিন স্টেটাস
প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে থাকলে এই ভাবে সহজেই স্টেটাস চেক করতে পারবেন ৷ এর জন্য আয়কর বিভাগের ওয়েবসাইটে https://www.incometax.gov.in/iec/foportal গিয়ে নীচের দিকে Link Aadhaar -এর বিকল্প সিলেক্ট করতে হবে ৷ নিজের স্টেটাস দেখার জন্য হাইপার লিঙ্ক Click here এ ক্লিক করতে হবে ৷ এখানে আপনার আধার ও প্যান কার্ডের ডিটেল দিতে হবে ৷ আপনার আধার ও প্যান লিঙ্ক করা থাকলে your PAN is linked to Aadhaar Number কনফার্মেশন দেখতে পাবেন ৷
advertisement
ওয়েবসাইটে কীভাবে লিঙ্ক করবেন আপনার প্যান ও আধার ?
- সবার প্রথমে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে যেতে হবে
- আধার কার্ডে দেওয়া নাম, প্যান নম্বর ও আধার নম্বর এন্টার করতে হবে
- ক্যাপচা কোড এন্টার করতে হবে
- Link Aadhaar বটনে ক্লিক করতেই লিঙ্ক হয়ে যাবে আপনার আধার ও প্যান
advertisement
SMS এর মাধ্যমেও লিঙ্ক করতে পারবেন আধার ও প্যান-
এর জন্য আপনাকে ফোনে UIDPAN ১২ সংখ্যার আধার নম্বর ও ১০ অঙ্কের প্যান নম্বর টাইপ করতে হবে ৷ এই মেসেজটি 567678 বা 56161 নম্বরে পাঠিয়ে দিলেই লিঙ্ক হয়ে যাবে আপনার আধার ও প্যান ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PAN-Aadhaar Link: ১০,০০০ টাকা জরিমানা থেকে বাঁচতে চাইলে শীঘ্রই সেরে নিন এই কাজটি .....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement