রেশন কার্ড থাকলে বিনামনূল্যে ৩টি গ্যাস সিলিন্ডার দেবে সরকার! আপনিও কী পাবেন জেনে নিন

Last Updated:

Free LPG Cylinders: কীভাবে বিনামূল্যে পাবেন এলপিজি সিলিন্ডার-

#নয়াদিল্লি: মুদ্রাস্ফীতির জেরে গোটা দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে সাধারণের কথা মাথায় রেখে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছে সরকার ৷ বছরে ৩টি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হয় ৷
উত্তরাখণ্ড সরকার চলতি বছরে মে মাসে এই সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি বছর Antyodaya কার্ড হোল্ডারদের ৩টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে ৷ এর জেরে মোট ৫৫ কোটি টাকার বোঝা নিতে হবে রাজ্য সরকারকে ৷ ক্যাবিনেট বৈঠকের পর মিডিয়ার তরফে জানানো হয়েছে, মুখ্য সচীব সুখবীর সিংহ সন্ধু জানিয়েছেন, এই সিদ্ধান্তের জেরে মোট ১৮৪১৪২ Antyodaya কার্ড হোল্ডাররা লাভবান হবেন ৷ আরও জানানো হয়েছে মন্ত্রী পরিষদ আগের অর্থবর্ষের মতো গম কেনার উপরে কৃষকদের ২০ টাকা প্রতি ক্যুইন্টাল বোনাস জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷
advertisement
advertisement
কারা পাবেন প্রতি বছর ৩টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে
  • সুবিধাভোগীদের উত্তরাখণ্ডের বাসিন্দা হতে হবে
  • পাশাপাশি সুবিধাভোগীদের Antyodaya কার্ড হোল্ডার হতে হবে
  • Antyodaya কার্ড গ্যাস কানেকশন কার্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে
advertisement
কীভাবে বিনামূল্যে পাবেন এলপিজি সিলিন্ডার
উত্তরখণ্ড সরকারের তরফে চালানো এই যোজনার লাভ নেওয়ার জন্য আপনাকে Antyodaya কার্ড হোল্ডার হতে হবে ৷ কার্ডটি গ্যাস কানেকশন কার্ডের সঙ্গে যুক্ত করতে হবে ৷ জুলাই মাসের মধ্যে রেশন ও গ্যাস কানেকশনের কার্ড লিঙ্ক করতে হবে ৷ লিঙ্ক করানো না থাকলে এই সুবিধা মিলবে না ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রেশন কার্ড থাকলে বিনামনূল্যে ৩টি গ্যাস সিলিন্ডার দেবে সরকার! আপনিও কী পাবেন জেনে নিন
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement