PM kisan Yojana : অ্যাকাউন্টে আসেনি টাকা ? দেরি না করে এখুনি কল করুন এই নম্বরে

Last Updated:

উত্তরপ্রদেশ সরকার পিএম কিষান যোজনার ১২তম কিস্তি থেকে বঞ্চিত কৃষকদের জন্য টোল ফ্রি নম্বর (PM kisan Yojana Toll Free No.) জারি করা হয়েছে ৷

#নয়াদিল্লি: দেশের প্রায় ৮ কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (Prime Minister Kisan Samman Nidhi Yojana) ১২তম কিস্তির ২০০০ টাকা এসে গিয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৭ অক্টোবর এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে ৷ চলতি বছরে কৃষকদের অ্যাকাউন্টে ১৬০০০ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে ৷ অথচ ১১ কিস্তির সময় ২১০০০ কোটি টাকা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে ৷ একাদশ কিস্তির টাকা যেখানে ১০ কোটি কৃষকদের অ্যাকাউন্টে এসেছিল এবার ১২তম কিস্তির ক্ষেত্রে মাত্র ৮ কোটি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে ৷
উত্তরপ্রদেশের প্রায় ৩৩ লক্ষ কৃষকরা পিএম কিষান যোজনার ১২তম কিস্তির টাকা পায়নি ৷ যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি তাঁদের সাহায্য করার উদ্দেশ্যে যোগী আদিত্যনাথের সরকার বড় পদক্ষেপ নেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
উত্তরপ্রদেশ সরকার পিএম কিষান যোজনার ১২তম কিস্তি থেকে বঞ্চিত কৃষকদের জন্য টোল ফ্রি নম্বর (PM kisan Yojana Toll Free No.) জারি করা হয়েছে ৷ এই নম্বরে কল করে কৃষকরা পিএম কিষান যোজনা সংক্রান্ত সমস্ত সম্যার সমাধান পেয়ে যাবেন ৷ এর পাশাপাশি হেল্পডেস্ক খোলা হবে বলে জানা গিয়েছে ৷
কল করুন এখানে-
উত্তরপ্রদেশে কৃষকরা টোল ফ্রি নম্বর 18001801488-এ কল করে সমস্যার সমাধান পেয়ে যাবেন ৷ ১২তম কিস্তির টাকা না এলে পিএম কিষান যোজনার হেল্পলাইন নম্বর 155261 বা 1800115526 বা 011-23381092 কল করে যোগাযোগ করতে হবে ৷ এছাড়া ই-মেল আইডি pmkisan-ict@gov.in-তে গিয়ে অভিযোগ জানাতে পারবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM kisan Yojana : অ্যাকাউন্টে আসেনি টাকা ? দেরি না করে এখুনি কল করুন এই নম্বরে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement