Train Cancelled Today: আজ বাতিল হয়েছে ১৫২টি ট্রেন, বাড়ি থেকে বেরনোর আগে অবশ্যই চেক করে নিন ট্রেনের স্টেটাস
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ট্রেন ক্যানসেল হওয়ায় মিলবে কী রিফান্ড ?
#নয়াদিল্লি: বুধবার ট্রেনে যাত্রা করার প্ল্যান থাকলে আপনার জন্য এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ ১৯ অক্টোবর ২০২২ এ রেলের বিভিন্ন রুটে ১৫২টি ট্রেন বাতিল করা হয়েছে ৷ এর মধ্যে এক্সপ্রেস, মেল, প্যাসেঞ্জার ও স্পেশ্যাল ট্রেন সামিল রয়েছে ৷ এছাড়া ২১ ট্রেন আংশিক ভাবে বাতিল করা হয়েছে ৷ এই ট্রেনগুলির সোর্স স্টেশন বদল করা হয়েছে ৷
রেল ১৮টি ট্রেন রি-শিডিউল করে দিয়েছে ৷ এর মধ্যে আনন্দ বিহার-পটনা সুপারফাস্ট, হাওড়া-সিএসএমটি দুরন্ত এক্সপ্রেস এবং বেঙ্গালুরু দানাপুর সংঘমিত্রা এক্সপ্রেস সামিল রয়েছে ৷ এছাড়া ১৯টি ট্রেনের রাস্তা বদল করা হয়েছে ৷ গোটা দেশে উৎসবের মরশুম চলছে ৷ নবরাত্রির পর এবার দীপাবলি ও ছট পুজো রয়েছে ৷ সে ক্ষেত্রে এই ট্রেনগুলির টাইম বদল হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হতে পারে যাত্রীদের ৷ তাই আজ ট্রেনে যাত্রা করার থাকলে বাড়িতে থেকে বেরনোর আগে অবশ্যই চেক করে নিন আপনার ট্রেনের স্টেটাস ৷
advertisement
advertisement
কীভাবে চেক করবেন ট্রেনের স্টেটাস?
ট্রেনের স্টেটাস দেখার জন্য আপনাকে কোথাও যেতে হবে না ৷ ফোন বা কম্পিউটারের মাধ্যমে বাড়িতে বসেই চেক করে নিতে পারবেন স্টেটাস ৷ এর জন্য https://enquiry.indianrail.gov.in/mntes/ ওয়েবসাইটে যেতে হবে ৷ এরপর Exceptional Train লেখাতে ক্লিক করুন ৷ এখানে ক্লিক করতেই আজকের বাতিল হওয়া ট্রেন, রিশিডিউল বা ডায়ভার্ট হওয়া ট্রেনের তথ্য দেখতে পাবেন ৷ রেলের তরফে লাগাতার এই লিস্ট আপডেট করা হয় ৷ এর জেরে এই ট্রেনের সংখ্যা কমে ও বেড়ে যেতে পারে ৷
advertisement
ট্রেন ক্যানসেল হওয়ায় মিলবে রিফান্ড-
ট্রেন বাতিল হয়ে গেলে আপনাকে টাকা নিয়ে কোনও চিন্তা করতে হবে না ৷ কাউন্টার থেকে টিকিট কেটে থাকলে আপনাকে আইআরসিটিসি ওয়েবসাইটে গিয়ে রিফান্ড ক্লেম করতে হবে ৷ এর জন্য আপনাকে my account এ গিয়ে ট্রানজাকশনের অপশনে ক্লিক করতে হবে ৷ এরপর ওখানে যে তথ্য চাওয়া হবে সেগুলি দিতে হবে এবং আপনার টিকিট ডিপোজিট রিসিট (টিডিআর) ফাইল করতে হবে ৷ এরপর আপনি আপনার রিফান্ড অ্যামাউন্ট ওয়েবসাইটে দেখতে পাবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 19, 2022 4:02 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Train Cancelled Today: আজ বাতিল হয়েছে ১৫২টি ট্রেন, বাড়ি থেকে বেরনোর আগে অবশ্যই চেক করে নিন ট্রেনের স্টেটাস