Gold-Silver Price Today : দীপাবলি-ধনতেরসের আগে আরও সস্তা হল সোনা, চেক করে নিন আজকের লেটেস্ট দাম

Last Updated:

আগামী দিনে সোনার দাম বাড়বে না কমবে ? জেনে নিন এখানে ...

#নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে ও দেশের বাজারে এদিন সোনা ও রুপোর দাম বদল করা হয়েছে ৷ গ্লোবাল মার্কেটে সোনার দামে এদিন পতন দেখা গিয়েছে ৷ অথচ রুপোর দাম বৃদ্ধি হয়েছে ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম এদিন শুরুতে ০.০৮ শতাংশ কমে গিয়েছে ৷ রুপোর দাম এদিন ০.০৫ শতাংশ বেড়ে গিয়েছে ৷ দীপাবলি ও ধনতেরসের জেরে দুটি ধাতুর বর্তমানে চাহিদা অনেকটাই বেশি রয়েছে ৷
বুধবার ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম সকাল ৯:০৫ মিনিটে ৪০ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫০,৩৭৪ টাকা হয়েছে ৷ সোনার দাম এদিন বাজার খোলার সময় ৫০,৩৯৭ টাকা ছিল ৷ একটা সময় দাম কমে গিয়ে ৫০,৩১৭ টাকা হয়ে গিয়েছিল ৷ অবশ্য পরে তা বেড়ে ৫০,৩৭৪ টাকা হয়েছে ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন রুপোর দাম সামান্য বেড়েছে ৷ ২৬ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৫৬,৩৮০ টাকা হয়েছে ৷
advertisement
advertisement
আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম, বাড়ল রুপোর দাম
আন্তর্জাতিক বাজারে সোনার দামে হাল্কা পতন দেখা গিয়েছে ৷ সোনার বর্তমান দাম ০.০৪ শতাংশ কমে ১৬৫০.১৩ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷ রুপোর দাম বেড়েছে সামান্য ৷ রুপোর দাম এদিন ০.৩৪ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ১৮.৭২ ডলার হয়েছে ৷
advertisement
আগামী দিনে কী হতে চলেছে ?
মানিকন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী, চাঁদনি চক অ্যাসোসিয়েশনের অধ্যক্ষ যোগেশ সিংঘল জানিয়েছেন, জুয়েলারি বাজারে ধনতেরসে ও দীপাবলিতে সোনা ও রুপোর চাহিদা বাড়তে চলেছে ৷ চাহিদা বৃদ্ধির জেরে এবং ধনতেরস উপলক্ষ্যে এই সময় গ্রাহকদের একাধিক আকর্ষণীয় অফার দেওয়া হয়ে থাকে ৷ ধনতেরসের জন্য ইতিমধ্যেই সোনা ও রুপো কেনা শুরু হয়ে গিয়েছে ৷ অনুমান করা হচ্ছে, ধনতেরসে এবার গত বছরের তুলনায় সোনা ও রুপো বিক্রি বাড়তে চলেছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold-Silver Price Today : দীপাবলি-ধনতেরসের আগে আরও সস্তা হল সোনা, চেক করে নিন আজকের লেটেস্ট দাম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement