Petrol Diesel Prices : একাধিক বড় শহরে বদলাল পেট্রোল ও ডিজেলের দাম, দেখে নিন কলকাতায় কত বাড়ল তেলের দাম

Last Updated:

যে যে শহরে বদলাল পেট্রোল ও ডিজেলের দাম দেখে নিন এখানে -

#কলকাতা: বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামে গত ২৪ ঘণ্টায় পতন দেখা গিয়েছে ৷ ব্রেন্ট ক্রুডের দাম একবার ফের ৯০ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷ এর মধ্যে বুধবার সকালে সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দিয়েছে ৷ তবে অন্যান্য দিনের মতো এদিনও চার মহানগরে অপরিবর্তিত রাখা হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷
সরকারি তেল সংস্থাগুলির তরফে জারি রেট অনুযায়ী, এদিন গৌতম বুদ্ধ নগর (নয়ডা-গ্রেটার নয়ডা) জেলায় পেট্রোল৫ পয়সা কমে প্রতি লিটারে ৯৬.৫৯ টাকা হয়েছে ৷ ডিজেল ৫ পয়সা কমে লিটার প্রতি ৮৯.৭৬ টাকায় বিক্রি হচ্ছে ৷ এনসিআর এর অন্যান্য শহর যেমন ফরিদাবাদে পেট্রোল ৮ পয়সা বেড়ে গিয়ে প্রতি লিটারে ৯৭.৫৭ টাকা হয়েছে এবং ডিজেল৭ পয়সা বেড়ে প্রতি লিটারে ৯০.৪২ টাকা হয়েছে ৷ গুরুগ্রামে পেট্রোল ৪১ পয়সা বেড়ে ৯৭.১৮ টাকা এবং ডিজেল ৪০ পয়সা বেড়ে ৯০.০৫ টাকা প্রতি লিটার হয়েছে ৷ উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে পেট্রোল ৫ পয়সা সস্তা হয়ে ৯৬.৫৭ টাকা টাকা এবং ডিজেল ৫ পয়সা সস্তা হয়ে প্রতি লিটারে ৮৯.৭৬ টাকা হয়েছে ৷ বিহারের রাজধানী পটনাতে পেট্রোল ৩০ পয়সা বেড়ে ১০৭.৫৪ টাকা এবং ডিজেল ২৮ পয়সা বেড়ে ৯৪.৩২ টাকা হয়েছে ৷
advertisement
advertisement
ব্রেন্ট ক্রুড দাম গত ২৪ ঘণ্টায় ১.০৯ ডলার কমে প্রতি ব্যারেলে ৯০.৮৩ টাকা হয়েছে ৷ WTI ১.৮৩ ডলার কমে প্রতি ব্যারেলে ৮৩.৮৯ ডলার হয়েছে ৷
advertisement
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম-
  • দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
যে যে শহরে বদলাল পেট্রোল ও ডিজেলের দাম
  • নয়ডা- পেট্রোল ৯৬.৫৯ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা
  • লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা
  • পটনা- পেট্রোল ১০৭.৫৪ টাকা, ডিজেল ৯৪.৩২ টাকা
  • ফরিদাবাদ- পেট্রোল ৯৭.৫৭ টাকা, ডিজেল ৯০.৪২ টাকা
  • গুরুগ্রাম- পেট্রোল ৯৭.১৮ টাকা, ডিজেল ৯০.০৫ টাকা
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices : একাধিক বড় শহরে বদলাল পেট্রোল ও ডিজেলের দাম, দেখে নিন কলকাতায় কত বাড়ল তেলের দাম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement