অ্যাকাউন্টে কিষাণ যোজনার কিস্তির টাকা আসেনি? এই কাজটা করুন, ২০০০ টাকা ট্রান্সফার হয়ে যাবে!

Last Updated:

অনেক কৃষকই এখনও ই-কেওয়াইসি করাতে পারেননি। কৃষকদের অ্যাকাউন্টে দ্বাদশ কিস্তির টাকা না পাওয়ার এটাই সবচেয়ে বড় কারণ।

#কলকাতা: পিএম কিষাণ যোজনার সুবিধা মেলে কিন্তু অ্যাকাউন্টে এখনও কিস্তির ২০০০ টাকা আসেনি? কেওয়াইসি-র কারণে এমনটা হতে পারে। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা পেতে, সরকার কৃষকদের ই-কেওয়াইসি আপলোড বাধ্যতামূলক করেছে। কিন্তু, অনেক কৃষকই এখনও ই-কেওয়াইসি করাতে পারেননি। কৃষকদের অ্যাকাউন্টে দ্বাদশ কিস্তির টাকা না পাওয়ার এটাই সবচেয়ে বড় কারণ।
যদি ই-কেওয়াইসি এখনও না করা হয়ে থাকে এবং দ্বাদশ কিস্তির টাকা অ্যাকাউন্টে না ঢোকে তাহলে অবিলম্বে ই-কেওয়াইসি করা উচিত। ১৭ অক্টোবর, কেন্দ্রীয় সরকার ৮ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে পিএম কিষান সম্মান নিধি যোজনার (প্রধানমন্ত্রী কিষাণ যোজনা) ১২ তম কিস্তির টাকা স্থানান্তর করেছে।
advertisement
advertisement
এখনও ই-কেওয়াইসি করা যায়: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি) প্রকল্পে টাকা পাঠানো চলছে। এই প্রকল্পে নিবন্ধিত কৃষকদের বছরে ছয় হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। যে সমস্ত কৃষকরা ই-কেওয়াইসি করেননি, সরকার তাঁদের এই কাজ করার আরও একটি সুযোগ দিয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত একটি বার্তা অনুসারে https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে কৃষকরা এখনও প্রধানমন্ত্রী কিষাণ যোজনার জন্য ই-কেওয়াইসি করতে পারেন।
advertisement
২টি উপায়ে ই-কেওয়াইসি করা যায়: যে সমস্ত কৃষকরা এখনও ই-কেওয়াইসি করেননি, সেই কৃষকরা দুটি উপায়ে পিএম কিষানের জন্য ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে পারেন। ঘরে বসেই অনলাইনে প্রধানমন্ত্রী কিষানের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই কাজ করা যাবে। এছাড়াও কৃষকরা নিকটস্থ কমন সার্ভিস সেন্টারে (সিএসসি) গিয়ে তাদের ই-কেওয়াইসি করাতে পারেন। যদি কৃষক নিজে ওটিপির মাধ্যমে ই-কেওয়াইসি করেন, তবে কোনও টাকা দিতে হবে না, কিন্তু যদি কমন সার্ভিস সেন্টারে গিয়ে ই-কেওয়াইসি করান, তবে কিছু টাকা টাকা খরচ করতে হবে।
advertisement
বিনামূল্যে অনলাইনে ই-কেওয়াইসি করার পদ্ধতি: প্রথমে PM Kisan ওয়েবসাইট https://pmkisan.gov.in/-এ যেতে হবে।
তারপর 'ফার্মার্স কর্নার'-এর নিচে লেখা ই-কেওয়াইসি ট্যাবে ক্লিক করতে হবে।
যে পৃষ্ঠাটি খুলবে সেখানে আধার নম্বরের তথ্য দিয়ে ক্লিক করতে হবে সার্চ অপশনে।
এরপর নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটা দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। ব্যস, ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অ্যাকাউন্টে কিষাণ যোজনার কিস্তির টাকা আসেনি? এই কাজটা করুন, ২০০০ টাকা ট্রান্সফার হয়ে যাবে!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement