Post Office Recurring: খুব সাবধান! RD-র কিস্তির টাকা দিতে দেরি! গুণতে হবে জরিমানা

Last Updated:

Post Office Recurring|Post Office RD|Post Office Recurring Late Payment|Post Late payment: ঠিক সময়ে রেকারিং-এর টাকা জমা দিলে, দিতে হবে মোটা টাকা

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#কলকাতা: সাধারণ মধ্যবিত্তের জীবনে প্রথম বিনিয়োগই হল-- রেকারিং ডিপোজিট বা আরডি (Recurring Deposit)। বাজারে প্রায় শ’খানেক সঞ্চয় প্রকল্প রমরমিয়ে চলছে। কিন্তু নিরাপদ এবং ঝুঁকিহীন হওয়ার কারণে মাধ্যবিত্ত বেছে নেয় রেকারিং ডিপোজিটকেই (RD)। ফিক্সড ডিপোজিট বা এফডি (FD) খুলতে হলে এককালীন ৫ হাজার থেকে ১০ হাজার টাকা লাগে। অনেকের কাছে, একসঙ্গে এই টাকাটা না-ও থাকতে পারে। তাই, রেকারিং ডিপোজিট স্কিমই হল, আশা-ভরসা। প্রত্যেক মাসে অল্প করে টাকা জমা দিলেও, ১২ মাস বা ১ বছরের শেষে অনেকটাই টাকা জমানো যায় এবং সঙ্গে পাওয়া যায় সুদও। কিন্তু এক মাস রেকারিং ডিপোজিট না-দিতে পারলেই, শাস্তি হিসেবে (Penalties) কম করে হলেও, কিছু জরিমানা (Fine) দিতে হয়।
আরও পড়ন : 6th Pay Commission|7th Pay Commission: নতুন বছরের আগেই কর্মচারীদের জন্য বিরাট খবর! বেতন বৃদ্ধি হচ্ছে এই সমস্ত সরকারি কর্মীদের
অবশ্য গত বছর অর্থাৎ ২০২০ সালে করোনা ও তার জেরে লকডাউনের জন্য এই জরিমানায় ছাড় ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। অবশ্য সেটা শুধুই পোস্ট অফিসে। ডাক বিভাগের তরফে বলা হয়েছিল, যদি ২০১৯-২০ অর্থবর্ষ এবং ২০২০ সালের এপ্রিলের কোনও কিস্তির টাকা বাকি থাকে, তা হলে রেকারিং ডিপোজিট বা এসএসএ বা পিপিএফ অ্যাকাউন্ট গ্রাহকরা ৩০ জুন পর্যন্ত সেই টাকা জমা দিতে পারবেন। সে জন্য কোনও জরিমানা লাগবে না। তবে এখন করোনার প্রকোপ কিছুটা কমেছে। লকডাউনও প্রায় উঠে গিয়েছে। ধীরে ধীরে খুলতে শুরু করছে স্কুল-কলেজের দরজাও। ফলে এই সুবিধা এখন আর পাওয়া যাচ্ছে না। এখন কিস্তির টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে না-দেওয়া হলে আগের নিয়মেই জরিমানা দিতে হবে।
advertisement
advertisement
 
এখন দেখে নেওয়া যাক, এই জরিমানা নেওয়া হয় কী ভাবে? রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে প্রতি মাসে নির্দিষ্ট সময়ে কিস্তির টাকা জমা দিতে হয়। এখন কোনও মাসের ১৫ তারিখের মধ্যে অ্যাকাউন্ট খোলা হয়, তা হলে পরবর্তী মাসের ১৫ তারিখ পর্যন্ত টাকা জমা দেওয়া যায়। আর যদি কোনও মাসের ১৬ তারিখ থেকে সেই মাসের শেষ কর্মদিবসের মধ্যে অ্যাকাউন্ট খোলা হয়, তবে পরবর্তী মাসের শেষ কর্মদিবস পর্যন্ত টাকা দেওয়ার সুবিধা মেলে। এখন ধরা যাক, কোনও অসুবিধার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে কিস্তির টাকা জমা দিতে পারলেন না গ্রাহক।
advertisement
Post Office Recurring
সে ক্ষেত্রে নিয়ম অনুযায়ী, ওই গ্রাহকের থেকে প্রতি ১০০ টাকায় ১ টাকা জরিমানা ধার্য্য করা হবে। অর্থাৎ যদি কিস্তির পরিমাণ ১০০০ টাকা হয়, তা হলে জরিমানার পরিমাণ হবে ১০ টাকা। স্বাভাবিক নিয়মে কিস্তির টাকার পরিমাণ বেশি হলে জরিমানার অঙ্কও বাড়বে। পরের মাসে কিস্তির টাকা দেওয়ার আগে গ্রাহককে জরিমানা মেটাতে হবে। তার পর জমা দিতে হবে কিস্তির টাকা।
advertisement
এ বার ধরা যাক, কোনও গ্রাহক পর-পর ৪ মাস কিস্তির টাকা জমা দিতে পারলেন না। সে ক্ষেত্রে কিন্তু তাঁর অ্যাকাউন্টটাই বন্ধ হয়ে যাবে। অবশ্য চিন্তার কিছু নেই। পরবর্তী ২ মাসের মধ্যে ফের সেই অ্যাকাউন্টকে সচল করার সুযোগ থাকবে। কিন্তু তার জন্য বকেয়া কিস্তি এবং জরিমানার টাকা-- দুটোই একসঙ্গে মেটাতে হবে। সেটা কেমন? ধরা যাক, রামবাবু ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কিস্তির টাকা জমা করতে পারেননি।
advertisement
আমরা আগেই জানি, ১০০ টাকায় ১ টাকা জরিমানা। এখন যদি রামবাবুর মাসিক কিস্তির পরিমাণ ১০০০ টাকা করে হয়, তা হলে ৪ মাসে বকেয়া দাঁড়াচ্ছে চার হাজার টাকা। একই সঙ্গে ১০০০ টাকায় জরিমানা যেহেতু ১০ টাকা হচ্ছে, তা হলে চার হাজার টাকায় জরিমানা হচ্ছে ৪০ টাকা। অর্থাৎ অ্যাকাউন্টকে পুনরায় সচল করতে হলে রামবাবুকে জুন মাসের মধ্যে চার হাজার চল্লিশ টাকা জমা করতে হবে।
advertisement
তবে আর একটা ব্যাপার আছে। রেকারিং ডিপোজিটে নির্দিষ্ট সময়ে কিস্তির টাকা দিতে না-পারলে যেমন জরিমানা হয়, তেমনই যদি গ্রাহক কিস্তির টাকা অগ্রিম দেন, তা হলে তাঁকে ছাড়ও দেওয়া হয়। গ্রাহককে সঞ্চয়ে উৎসাহিত করার জন্যই এই ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। এখন দেখে নেওয়া যাক, কী ভাবে গ্রাহক এই ছাড়ের সুবিধা পেতে পারেন। নিয়ম অনুযায়ী, ১০ টাকায় ১ টাকা ছাড় দেওয়া হয়। অর্থাৎ ১০০০ টাকায় ছাড় মিলবে ১০০ টাকা। এখন ধরা যাক, রামবাবু পুজোর বোনাস হিসেবে মোটা টাকা পেয়েছেন। আমরা জানি, তাঁর মাসিক কিস্তি ১০০০ টাকা করে। তিনি চান আগামী ১০ টা কিস্তির টাকা মিটিয়ে দিতে।
advertisement
তাহলে তাঁকে দিতে হবে দশ হাজার টাকা। এখন ১০০০ টাকায় যদি ১০০ টাকা ছাড় মেলে তাহলে দশ হাজার টাকায় পুরো এক হাজার টাকা ছাড় পাবেন রামবাবু। এই টাকা তিনি অন্য কাজে লাগাতে পারেন। আবার অন্য ভাবে দেখলে, অগ্রিম টাকা দেওয়ার ফলে যে ছাড় রামবাবু পেলেন, তাতে তাঁর এক মাসের কিস্তির টাকাও উঠে এল। ফলে রেকারিং ডিপোজিটে কিস্তির টাকা দিতে না-পারলে যেমন জরিমানা দিতে হয়, তেমনই অগ্রিম দিতে পারলে ছাড়ের সুবিধাও মেলে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Post Office Recurring: খুব সাবধান! RD-র কিস্তির টাকা দিতে দেরি! গুণতে হবে জরিমানা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement