PF ট্রান্সফার ও টাকা তোলার জন্য আর আগের সংস্থার উপরে নির্ভর করতে হবে না, রইল উপায়

Last Updated:

অ্যাকাউন্ট হোল্ডার নিজে থেকেই PF অ্যারাউন্টের ডেট অফ এক্জিট (Date of Exit) আপডেট করতে পারবেন

#নয়াদিল্লি: কর্মীদের জন্য এক বড়সড় স্বস্তি। এবার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অরগানাইজেশন (EPFO)-এর তরফে এক আকর্ষণীয় পরিষেবা চালু করা হল। এত দিন চাকরি বদলের সঙ্গে সঙ্গে একটা চিন্তা তাড়া করে বেড়াত। আগের সংস্থা কবে PF ছাড়বে, কবে নতুন সংস্থায় PF ট্রান্সফার করা যাবে কিংবা কখন PF-এর টাকা তোলা যাবে, তা নিয়েই সংশয়ে দিন কাটত। এবার আর চিন্তা করতে হবে না। কারণ অ্যাকাউন্ট হোল্ডার নিজে থেকেই PF অ্যারাউন্টের ডেট অফ এক্জিট (Date of Exit) আপডেট করতে পারবেন।
EPFO-এর ওয়েবসাইটে কী ভাবে আপডেট করবেন ডেট অফ এক্জিট (Date of Exit)?
এক্ষেত্রে প্রথমেই EPFO-এর ওয়েবসাইটে যেতে হবে। তার পর নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে। এগুলি হল-
প্রথমেই EPFO-এর ওয়েবসাইট তথা পোর্টাল https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/-এ লগ-ইন করতে হবে।
advertisement
এর পর UAN নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে।
লগ ইন হয়ে গেলে প্রথমে 'Manage' ও পরে 'Mark Exit' অপশনে ক্লিক করতে হবে।
advertisement
এর পর সিলেক্ট অ্যাপ্লিকেশন থেকে PF অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করতে হবে।
এবার Date of Exit ও Region of Exit অপশনে ক্লিক করতে হবে।
Region of Exit অপশনে ক্লিক করার পর OTP রিকোয়েস্ট অপশন আসবে। এবার OTP জেনারেট করার পালা। রিকোয়েস্ট করার পর আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি OTP আসবে। সেই OTP নম্বরটি এন্টার করতে হবে।
advertisement
এবার চেক বক্সে গিয়ে প্রথমে আপডেট অপশনে ও পরে OK অপশনে ক্লিক করতে হবে।
এটুকু করলেই আপডেট হয়ে যাবে ডেট অফ এক্জিট।
যদি EPFO-তে ডেট অফ এক্জিট আপডেট না হয়, তাহলে কী হবে?
EPFO-এর নিয়ম অনুযায়ী যদি সংশ্লিষ্ট ব্যক্তির ডেট অফ এক্জিট আপডেট না হয়, তাহলে EPF অ্যাকাউন্ট থেকে তিনি টাকা তুলতে পারবেন না। এমনকি পূর্বের সংস্থা থেকে নতুন সংস্থায় অ্যাকাউন্ট ট্রান্সফারও করা যাবে না। বলা বাহুল্য, এই ডেট অফ এক্জিট আপগ্রেডেশনের মাধ্যমে অনেকটাই সুবিধা পাবেন কর্মীরা। তবে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। তাহলেই যাবতীয় সুবিধা উপভোগ করা যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PF ট্রান্সফার ও টাকা তোলার জন্য আর আগের সংস্থার উপরে নির্ভর করতে হবে না, রইল উপায়
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement