UPI Payment Without Internet: ইন্টারনেট ছাড়াই করা যাবে UPI পেমেন্ট, কীভাবে জেনে নিন
- Published by:Ananya Chakraborty
Last Updated:
UPI Payment Without Internet: ফিচার ফোন ব্যবহারকারীদের 123pay এবং IVR-এর মাধ্যমে অর্থপ্রদান করার আগে তাঁদের অ্যাকাউন্ট সেট করতে হবে।
#নয়াদিল্লি: ইন্টারনেট সংযোগ ছাড়াই ফিচার ফোনের মাধ্যমে করা যাবে UPI পেমেন্ট। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (National Payments Corporation of India) ইন্টারনেট সংযোগ ছাড়াই ফিচার ফোনের মাধ্যমে UPI পেমেন্ট করার জন্য তৈরি করেছে UPI 123PAY। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের (Unified Payments Interface – UPI) ব্যবহার আরও বাড়ানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে এনপিসিআই (NPCI)। এটি এই বছরের শুরুতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) চালু করেছিল। 123Pay ফিচার ফোন ব্যবহারকারীদের লেনদেনের চারটি মোডের বিকল্প প্রদান করে। যে কেউ ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স (IVR), অ্যাপ, সাউন্ড ভিত্তিক এবং মিসড কলের মাধ্যমে অর্থপ্রদান করতে পারবেন।
একটি রিপোর্ট অনুসারে, ফিচার ফোন ব্যবহারকারীদের 123pay এবং IVR-এর মাধ্যমে অর্থপ্রদান করার আগে তাঁদের অ্যাকাউন্ট সেট করতে হবে। আজ আমরা UPI আইডি তৈরি এবং IVR ফাংশন সম্পর্কে জানব। প্রথমে জেনে নেওয়া যাক 123pay ব্যবহার করার জন্য, কীভাবে একটি UPI আইডি তৈরি করতে হবে
প্রথমত, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর ব্যবহার করে ফিচার ফোন থেকে IVR নম্বর (080 4516 3666 বা 080 4516 3581, বা 6366 200 200) ডায়াল করতে হবে।
advertisement
advertisement
IVR কলে, অ্যাকাউন্টের ব্যাঙ্কের নাম উল্লেখ করতে হবে, যেটি UPI ব্যাঙ্কিংয়ের জন্য রেজিস্টার করা দরকার৷ সেখানে তালিকায় থাকা ব্যাঙ্ক সম্পর্কিত সমস্ত অ্যাকাউন্ট থেকে সেই অ্যাকাউন্টটি বেছে নিতে হবে যার জন্য UPI তৈরি করা হবে।
advertisement
তারপর একটি পিন সেট করতে বলা হবে।
এটা করার পর ডেবিট কার্ডের শেষ ৬ সংখ্যা এবং ব্যাঙ্ক থেকে প্রাপ্ত OTP লিখতে বলা হবে।
এঅ্যাকাউন্টের জন্য একটি ৪ থেকে ৬ সংখ্যার UPI পিন সেট করতে পারা যাবে৷
এখন ডিজিটাল পেমেন্ট করার জন্য ফিচার ফোন থেকে IVR নম্বরের মাধ্যমে 123pay পরিষেবা ব্যবহার শুরু করা যায়। এবার জেনে নেওয়া যাক কীভাবে IVR নম্বরের মাধ্যমে ডিজিটাল UPI পেমেন্ট করতে হবে। প্রথমে ফিচার ফোনের রেজিস্টার্ড নম্বর থেকে IVR নম্বরে (080 4516 3666 বা 080 4516 3581 বা 6366 200 200) কল করতে হবে। এরপর অর্থপ্রদানের মোড নির্বাচন করতে হবে, যেমন-
advertisement
- অর্থ স্থানান্তর
- মার্চেন্ট পেমেন্ট
- ব্যালেন্স চেক
- মোবাইল রিচার্জ বিকল্প
- ফাস্ট্যাগ রিচার্জ
- সেটিংস এবং ম্যানেজ অ্যাকাউন্ট
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 21, 2022 11:31 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
UPI Payment Without Internet: ইন্টারনেট ছাড়াই করা যাবে UPI পেমেন্ট, কীভাবে জেনে নিন