১৮ বছর বয়স হওয়ার আগেই বানিয়ে ফেলতে পারবেন প্যান কার্ড! দেখে নিন কীভাবে....

Last Updated:

প্যান কার্ডের জন্য আবেদন করার জন্য NSDL এর ওয়েবসাইটে www.onlineservices.nsdl.com যেতে হবে ৷

আয়কর আইনের অন্তর্গত ১৯৬১-র ধারা 272B-তে এর উল্লেখ আছে ৷ প্যান কার্ড সারেন্ডার প্রক্রিয়া অত্যন্ত সহজ ৷ একটি আবেদনপত্র পূরণ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
আয়কর আইনের অন্তর্গত ১৯৬১-র ধারা 272B-তে এর উল্লেখ আছে ৷ প্যান কার্ড সারেন্ডার প্রক্রিয়া অত্যন্ত সহজ ৷ একটি আবেদনপত্র পূরণ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: সাধারনত পড়াশোনা শেষ করার পর চাকরি বা ব্যবসা শুরু করে থাকে ছেলে মেয়েরা ৷ ফলে রোজগার শুরু করতে করতে ১৮ বছর বয়স পেরিয়ে যায় ৷ এই কারনেই এতদিন পর্যন্ত ১৮ বছর হওয়ার পরই প্যান কার্ড বানানো হত ৷ কিন্তু এখন দিনকাল পাল্টেছে ৷ আর তার সঙ্গে পাল্টা গিয়েছে ভাবনা চিন্তাও ৷ সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে গিয়েছে ৷
বর্তমানে ইন্টারনেট সকলের জীবনে এক বড় বিপ্লব নিয়ে এসেছে ৷ অনেকই ছোট বয়স থেকেই বিপুল টাকা আয় করা শুরু করে দিয়েছে ৷ অল্প বয়সে আয় করতে শুরু করলে তাঁদের ক্ষেত্রেও (Permanent Account Number- PAN Card) প্যান নম্বর থাকা বেশ জরুরি ৷
advertisement
advertisement
যে কোনও সরকারি স্কিমের সুবিধা নেওয়ার জন্য সরকারি ডকুমেন্টে প্যান নম্বর (PAN Card) থাকা জরুরি ৷ আর্থিক লেনদেনের জন্যেও প্যান নম্বর থাকা বেশ জরুরি ৷
সাধারনত প্যান কার্ড ১৮ বছর বয়স হওয়ার পরই প্যান কার্ড বানানো হয় ৷ কিন্তু কেউ ১৮ বছর বয়সের আগে রোজগার শুরু করে দিলে বা কোনও বাবা-মা তাঁদের সন্তানদের নামে ইনভেস্ট করতে চাইলে সেই পরিস্থিতিতে প্যান কার্ড তৈরি করা যেতে পারে ৷
advertisement
প্যান কার্ডের জন্য আবেদন করার জন্য NSDL এর ওয়েবসাইটে www.onlineservices.nsdl.com যেতে হবে ৷ এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন ৷
আবেদন করার সময় বাবা-মাকে সন্তানের বয়সের প্রমান পত্র-সহ একাধিক ডকুমেন্ট জমা দিতে হবে ৷ অ্যাপ্লিকেশনের সঙ্গে বাবা-মায়ের স্বাক্ষর আপলোড করতে হবে ৷ প্যান কার্ডের ফি হিসেবে অনলাইনে ১০৭ টাকা জমা দিতে হবে ৷ এি প্রক্রিয়া পূরণ হওয়ার ১৫ দিন পর প্যান কার্ড পেয়ে যাবেন ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১৮ বছর বয়স হওয়ার আগেই বানিয়ে ফেলতে পারবেন প্যান কার্ড! দেখে নিন কীভাবে....
Next Article
advertisement
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
  • লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড

  • ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন

  • মুহূর্তের মধ্যে ঢেকে গেল কালো ধোঁয়ায়

VIEW MORE
advertisement
advertisement