How to link PAN and Aadhaar: কীভাবে লিঙ্ক করবেন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড? দেখে নিন সহজ পদ্ধতি

Last Updated:

Link Pan & Aadhaar: যদি কোনও অমিল থাকে তবে আপনাকে নথিগুলির যে কোনও একটিতে তা সংশোধন করতে হবে

আজই লিঙ্ক করুন প্যান ও আধার
আজই লিঙ্ক করুন প্যান ও আধার
#নয়াদিল্লি: প্যান কার্ডের সঙ্গে নিজের আধার কার্ড লিঙ্ক করা এখন বাধ্যতামূলক। যারা ভারতে আয়কর রিটার্ন (Income Tax Return) দাখিল করেন তাদের জন্য আধার কার্ডের (Aadhaar card) সঙ্গে প্যান (Permanent Account Number) কার্ড লিঙ্ক (How to link PAN and Aadhaar) করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চলতি বছরের ৩১ মার্চ অবধি এই কার্ড লিঙ্কের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
সুতরাং, আপনি যদি এখনও এই দুটি গুরুত্বপূর্ণ নথি লিঙ্ক না করে থাকেন, তাহলে আপনার প্যান কার্ডটি অবৈধ হয়ে যাবে (How to link PAN and Aadhaar)  এবং আপনাকে ১০০০ টাকা জরিমানাও দিতে হবে৷ শাস্তি এবং জরিমানা এড়াতে আপনাকে অবশ্যই নিজের আধার কার্ডের সঙ্গে নিজের PAN লিঙ্ক করতে হবে। নিজেই কীভাবে লিঙ্ক করবেন তার নির্দেশিকা এখানে ধাপে ধাপে দেওয়া রইল৷
advertisement
advertisement
কীভাবে আধার কার্ডের সঙ্গে নিজের PAN লিঙ্ক করবেন?
  • আয়কর ই-ফাইলিং পোর্টাল incometaxindiaefiling.gov.in/-এ যান।
  • যদি এর আগে করা না হয়ে থাকে তাহলে ওয়েবসাইটটিতে নিজের রেজিস্ট্রেশন করুন। তারপর, আপনার PAN কার্ড নম্বর লিখুন, যেটাই আপনার ইউজার আইডি হবে।
  • আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং জন্ম তারিখ লিখে লগ ইন করুন। যদি আপনার কোনও অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনাকে আগে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
  • একটি পপ-আপ উইন্ডো খুলবে যেখানে আপনাকে আধারের সঙ্গে আপনার প্যান লিঙ্ক করতে বলা হবে। যদি কোনও পপ-আপ খুঁজে না পান, তাহলে, মেনু বারে “প্রোফাইল সেটিংস”-এ যান এবং লিঙ্ক আধার-এ ক্লিক করুন।
  • আপনার PAN বিবরণ অনুযায়ী নাম, জন্ম তারিখ এবং লিঙ্গ বিবরণ উল্লেখ করাই থাকবে।
  • এবার আপনার আধারে উল্লিখিত তথ্যগুলির সঙ্গে প্যানের বিবরণ যাচাই করতে হবে। মনে রাখবেন, যদি কোনও অমিল থাকে তবে আপনাকে নথিগুলির যে কোনও একটিতে তা সংশোধন করতে হবে।
  • যদি বিবরণ মিলে যায়, তাহলে আপনার আধার নম্বর লিখুন এবং “এখনই লিঙ্ক করুন” অপশনে ক্লিক করুন।
  • একটি পপ-আপ বার্তায় আপনি জানতে পারবেন আপনার আধার সফলভাবে আপনার প্যানের সঙ্গে লিঙ্ক করা হয়েছে।
  • আধার কার্ডের সঙ্গে আপনার প্যানকার্ড লিঙ্ক করতে আপনি www.utiitsl.com/ বা www.egov-nsdl.co.in/-সাইটেও যেতে পারেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
How to link PAN and Aadhaar: কীভাবে লিঙ্ক করবেন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড? দেখে নিন সহজ পদ্ধতি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement