বছরভর গাড়ি থাকবে নতুনের মতো, এই কাজগুলো শুরু করে দিতে পারেন এখন থেকেই!

Last Updated:

এই প্রতিবেদনে এমন কিছু টিপস নিয়ে আলোচনা করা হল যা গাড়ির উজ্জ্বলতা সারাজীবনের মতো ধরে রাখতে সাহায্য করবে।

#কলকাতা:  শুধু গাড়ি কেনাটাই কি যথেষ্ট? যত্নে না রাখলে অনেক দামের সাধের গাড়ি কিছু দিনের মধ্যেই তার সৌন্দর্য হারায়। যাঁরা গাড়ি কিনে থাকেন তাঁদের সকলেরই নিজের গাড়িটির প্রতি প্রচুর ভালবাসা থাকে। সকলেই গাড়ির যত্ন নিতে চান যাতে গাড়ি সারাজীবন উজ্জ্বল এবং চকচক দেখায়। তবে সবসময় গাড়ির উজ্জ্বলতা ধরে রাখা সহজ নয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির রঙও হালকা হতে শুরু করে। কিন্তু কয়েকটি টিপস মাথায় রাখলে বছরের বছরের পর গাড়িকে নতুনের মতো রাখা যাবে। এই প্রতিবেদনে এমন কিছু টিপস নিয়ে আলোচনা করা হল যা গাড়ির উজ্জ্বলতা সারাজীবনের মতো ধরে রাখতে সাহায্য করবে।
কার ওয়াশ
যাঁরা চান তাঁদের গাড়ির রঙ যেন হালকা না হয়, তাঁদের মাথায় রাখা উচিত যে গাড়ি ধোয়ার সময় ডিটারজেন্ট পাওডারের ব্যবহার করা যাবে না। ডিটারজেন্টে থাকা কেমিক্যাল গাড়ির রঙকে প্রভাবিত করে। কার ওয়াশ করার সময় ডিটারজেন্টের জায়গায় শ্যাম্পু ব্যবহার করা উচিত কারণ এটি গাড়ির ক্ষতি করে না। চাইলে নিজেরা গাড়ি না ধুয়ে যথাযথ যত্ন নেয়, এমন কোনও সেন্টারেও পাঠানো যায়। এছাড়া, বৃষ্টির পর গাড়ি মোছার জন্য সুতির কাপড় ব্যবহার করা উচিত। না হলে গাড়ির গায়ে দাগ পড়ে যেতে পারে।
advertisement
advertisement
গাড়ির ওয়াক্সিং করা খুবই জরুরি কারণ সূর্যের আলোর কারণ গাড়ির রঙ খারাপ হতে শুরু করে এবং ওয়াক্স তা থেকে গাড়িকে রক্ষা করে। গাড়ির ওপরে সরাসরি সূর্যের আলো পড়লে গাড়ির রঙ ক্ষয় হতে শুরু করে। ওয়াক্সিং করা থাকলে সূর্যের আলোর কোনও প্রভাব পড়ে না এবং গাড়ি বছরের পর বছর নতুনের মতো থাকে।
advertisement
এছাড়া, গাড়ির উপর আল্ট্রাভায়োলেট ইউভি সুরক্ষা যুক্ত পলিশও করা যেতে পারে যা গাড়িকে সূর্যের আলোর ক্ষতিকর রশ্মি থেকে বাঁচাবে। এতে গাড়ি অনেক উজ্জ্বল ও নতুনের মতো চকচক দেখাবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বছরভর গাড়ি থাকবে নতুনের মতো, এই কাজগুলো শুরু করে দিতে পারেন এখন থেকেই!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement