LPG Latest Price: এবার মাত্র ৬৩৪ টাকায় মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার, দেখে নিন কীভাবে মিলবে সুবিধা....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কীভাবে কম টাকায় মিলবে গ্যাস সিলিন্ডার-
#নয়াদিল্লি: পেট্রোল ও ডিজেলের পাশাপাশি রান্নার গ্যাস সিলিন্ডারের বাড়তে থাকা দামের জেরে বেশ চিন্তায় রয়েছেন সাধারন মানুষ ৷ করোনা মহামারিতে আর্থিক অনিশ্চিয়তার মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ ৷ তার উপরে মূল্যবৃদ্ধির জেরে মাথায় হাত মধ্যবিত্তের ৷ এরকম পরিস্থিতিতে সস্তায় রান্নার গ্যাস সিলিন্ডার (Cheap LPG Cylinder) পাওয়ার দুর্দান্ত উপায় রয়েছে ৷ রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৪ অক্টোবর ২০২১ এর পর কোনও বদল করা হয়নি ৷ এরপরও আপনি এলপিজি সিলিন্ডার মাত্র ৬৩৩.৫০ টাকায় পেয়ে যেতে পারেন ৷ এই সিলিন্ডার ১৪.২ কিলোগ্রাম গ্যাসের থেকে অনেকটাই হাল্কা এই সিলিন্ডার ৷
কীভাবে কম টাকায় মিলবে গ্যাস সিলিন্ডার
দিল্লিতে ১৪.২ কিলোগ্রামের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮৯৯.৫০ টাকায় পাওয়া যাচ্ছে ৷ এখন কম্পোজিট এলপিজি সিলিন্ডার (Composite LPG Cylinder) মাত্র ৬৩৩.৫০ টাকায় রিফিল করতে পারবেন ৷ ৫ কিলোর এলপিজি কম্পোজিট সিলিন্ডারের জন্য আপনাকে কেবল ৫০২ টাকা খরচ করতে হবে ৷ ১০ কিলোর এলপিজি কম্পোজিট এলপিজি সিলিন্ডারের জন্য আপনাকে ৬৩৩.৫০ টাকা দিতে হবে ৷ কম্পোজিট সিলিন্ডারের এমনি সিলিন্ডারের থেকে ৪ কিলোর রান্নার গ্যাস কম পাওয়া যায় ৷ এর জন্য এর দামও কম হয় ৷
advertisement
advertisement
২৮ শহরে মিলবে সস্তায় কম্পোজিট সিলিন্ডার
কম্পোজিট সিলিন্ডার লোহার সিলিন্ডারের থেকে ৭ কিলোগ্রাম হাল্কা হয় ৷ এই সিলিন্ডারে ৩টি লেয়ার হয় ৷ বর্তমানে যে সিলিন্ডার ব্যবহার হয় তার ওজন ১৭ কিলোগ্রাম ৷ গ্যাস ভর্তির পর ওজন হয় ৩১ কিলোগ্রাম ৷ কিন্তু ১০ কিলোর কম্পোজিট গ্যাস সিলিন্ডারে ১০ কিলোর গ্যাসই মিলবে ৷ প্রথম পর্যায়ে কম্পোজিট সিলিন্ডার দিল্লি, বেনারস, প্রয়াগরাজ, ফরিদাবাদ, গুরুগ্রাম, জয়পুর, হায়দরাবাদ, জলান্ধর, জামশেদপুর, পটনা, লুধিয়ানা, রায়পুর, রাঁচি, আহমেদাবাদ সহ ২৮ শহরে পাওয়া যাচ্ছিল ৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 12, 2021 10:13 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG Latest Price: এবার মাত্র ৬৩৪ টাকায় মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার, দেখে নিন কীভাবে মিলবে সুবিধা....