LPG Latest Price: এবার মাত্র ৬৩৪ টাকায় মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার, দেখে নিন কীভাবে মিলবে সুবিধা....

Last Updated:

কীভাবে কম টাকায় মিলবে গ্যাস সিলিন্ডার-

#নয়াদিল্লি: পেট্রোল ও ডিজেলের পাশাপাশি রান্নার গ্যাস সিলিন্ডারের বাড়তে থাকা দামের জেরে বেশ চিন্তায় রয়েছেন সাধারন মানুষ ৷ করোনা মহামারিতে আর্থিক অনিশ্চিয়তার মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ ৷ তার উপরে মূল্যবৃদ্ধির জেরে মাথায় হাত মধ্যবিত্তের ৷ এরকম পরিস্থিতিতে সস্তায় রান্নার গ্যাস সিলিন্ডার (Cheap LPG Cylinder) পাওয়ার দুর্দান্ত উপায় রয়েছে ৷ রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৪ অক্টোবর ২০২১ এর পর কোনও বদল করা হয়নি ৷ এরপরও আপনি এলপিজি সিলিন্ডার মাত্র ৬৩৩.৫০ টাকায় পেয়ে যেতে পারেন ৷ এই সিলিন্ডার ১৪.২ কিলোগ্রাম গ্যাসের থেকে অনেকটাই হাল্কা এই সিলিন্ডার ৷
কীভাবে কম টাকায় মিলবে গ্যাস সিলিন্ডার
দিল্লিতে ১৪.২ কিলোগ্রামের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮৯৯.৫০ টাকায় পাওয়া যাচ্ছে ৷ এখন কম্পোজিট এলপিজি সিলিন্ডার (Composite LPG Cylinder) মাত্র ৬৩৩.৫০ টাকায় রিফিল করতে পারবেন ৷ ৫ কিলোর এলপিজি কম্পোজিট সিলিন্ডারের জন্য আপনাকে কেবল ৫০২ টাকা খরচ করতে হবে ৷ ১০ কিলোর এলপিজি কম্পোজিট এলপিজি সিলিন্ডারের জন্য আপনাকে ৬৩৩.৫০ টাকা দিতে হবে ৷ কম্পোজিট সিলিন্ডারের এমনি সিলিন্ডারের থেকে ৪ কিলোর রান্নার গ্যাস কম পাওয়া যায় ৷ এর জন্য এর দামও কম হয় ৷
advertisement
advertisement
২৮ শহরে মিলবে সস্তায় কম্পোজিট সিলিন্ডার
কম্পোজিট সিলিন্ডার লোহার সিলিন্ডারের থেকে ৭ কিলোগ্রাম হাল্কা হয় ৷ এই সিলিন্ডারে ৩টি লেয়ার হয় ৷ বর্তমানে যে সিলিন্ডার ব্যবহার হয় তার ওজন ১৭ কিলোগ্রাম ৷ গ্যাস ভর্তির পর ওজন হয় ৩১ কিলোগ্রাম ৷ কিন্তু ১০ কিলোর কম্পোজিট গ্যাস সিলিন্ডারে ১০ কিলোর গ্যাসই মিলবে ৷ প্রথম পর্যায়ে কম্পোজিট সিলিন্ডার দিল্লি, বেনারস, প্রয়াগরাজ, ফরিদাবাদ, গুরুগ্রাম, জয়পুর, হায়দরাবাদ, জলান্ধর, জামশেদপুর, পটনা, লুধিয়ানা, রায়পুর, রাঁচি, আহমেদাবাদ সহ ২৮ শহরে পাওয়া যাচ্ছিল ৷
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG Latest Price: এবার মাত্র ৬৩৪ টাকায় মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার, দেখে নিন কীভাবে মিলবে সুবিধা....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement