Train Ticket: ওয়েটিংয়ে থাকা টিকিট সহজেই হয়ে যাবে কনফার্ম! রেলের এই বিশেষ সুবিধার কথা জানেন কি?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
একটি উপায়ে ওয়েটিংয়ে থাকা টিকিটও কনফার্ম করিয়ে ফেলা যায়৷ এই প্রতিবেদনে রইল সেই উপায়ের খোঁজ৷
একের পর এক পুজো৷ সময়টাই উৎসবের৷ তবে এই সময়ে একটি বড় সমস্যা হল ট্রেনের টিকিট পাওয়া৷ টিকিট ওয়েটিংয়ে থাকা পর কনফার্ম হতে অনেক সময় লেগে যায়৷ তবে একটি সহজ উপায়ে ওয়েটিংয়ে থাকা টিকিটও কনফার্ম করিয়ে ফেলা যায়৷ এই প্রতিবেদনে রইল সেই উপায়ের খোঁজ৷
এইচও কোটা বা হাই অফিসিয়াল কোটার (High Official Quota) মাধ্যমে ওয়েটিংয়ে থাকা টিকিট কনফার্ম করানো যায়৷ তবে এই কোটা পাওয়ার কিছু শর্ত রয়েছে৷ যদিও এইচও কোটা রেলের কর্মকর্তা, ভিআইপি এবং আমলাদের জন্য, তবে কিছু পরিস্থিতিতে সাধারণ যাত্রীও এই সুবিধা পেতে পারেন
advertisement
advertisement
টিকিট বুক করার সময় এই কোটা উল্লেখ করা হয় না৷ সাধারণ কোটাতেই বুকিং হলেও ওয়েটিংয়ে থাকা টিকিটগুলিতে HO কোটা প্রয়োগ করা যেতে পারে। কিছু আসন HO কোটার অধীনে সংরক্ষিত৷ তাই এইটচও কোটায় আবেদন করলে টিকিট খুব দ্রুত নিশ্চিত হয়ে যায়।
তবে এই বিশেষ কোটা পাওয়ার একটি শর্ত যাত্রীর যাত্রা করা আবশ্যক৷ লিখিতভাবে এটা জানাতে হবে যে যাত্রী যাত্রা সম্পূর্ণ করবেন৷
advertisement
কীভাবে আবেদন করবেন?
HO কোটার জন্য আবেদন করার জন্য, যাত্রীকে যাত্রা শুরুর দিনের একদিন আগে জরুরী পরিস্থিতি প্রমাণ করার সমস্ত নথি-সহ চিফ রিজার্ভেশন সুপারভাইজারের কাছে একটি আবেদন (জরুরি কোটা (EQ) ফর্ম) জমা দিতে হবে।
এই আবেদন পত্রটিতেও একজন গেজেটেড কর্মকর্তার স্বাক্ষর থাকতে হবে। আবেদন পাওয়ার পর, এই আবেদন পত্রের তথ্য বিভাগীয়/জোনাল অফিসে পাঠানো হয় এবং তারপর অনুমোদনের পর টিকিট নিশ্চিত করা হয়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 30, 2023 9:17 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Train Ticket: ওয়েটিংয়ে থাকা টিকিট সহজেই হয়ে যাবে কনফার্ম! রেলের এই বিশেষ সুবিধার কথা জানেন কি?