Train Ticket: ওয়েটিংয়ে থাকা টিকিট সহজেই হয়ে যাবে কনফার্ম! রেলের এই বিশেষ সুবিধার কথা জানেন কি?

Last Updated:

একটি উপায়ে ওয়েটিংয়ে থাকা টিকিটও কনফার্ম করিয়ে ফেলা যায়৷ এই প্রতিবেদনে রইল সেই উপায়ের খোঁজ৷

ওয়েটিংয়ে থাকা টিকিট সহজেই হয়ে যাবে কনফার্ম! রেলের এই বিশেষ সুবিধার কথা জানেন কি?
ওয়েটিংয়ে থাকা টিকিট সহজেই হয়ে যাবে কনফার্ম! রেলের এই বিশেষ সুবিধার কথা জানেন কি?
একের পর এক পুজো৷ সময়টাই উৎসবের৷ তবে এই সময়ে একটি বড় সমস্যা হল ট্রেনের টিকিট পাওয়া৷ টিকিট ওয়েটিংয়ে থাকা পর কনফার্ম হতে অনেক সময় লেগে যায়৷ তবে একটি সহজ উপায়ে ওয়েটিংয়ে থাকা টিকিটও কনফার্ম করিয়ে ফেলা যায়৷ এই প্রতিবেদনে রইল সেই উপায়ের খোঁজ৷
এইচও কোটা বা হাই অফিসিয়াল কোটার (High Official Quota) মাধ্যমে ওয়েটিংয়ে থাকা টিকিট কনফার্ম করানো যায়৷ তবে এই কোটা পাওয়ার কিছু শর্ত রয়েছে৷ যদিও এইচও কোটা রেলের কর্মকর্তা, ভিআইপি এবং আমলাদের জন্য, তবে কিছু পরিস্থিতিতে সাধারণ যাত্রীও এই সুবিধা পেতে পারেন
advertisement
advertisement
টিকিট বুক করার সময় এই কোটা উল্লেখ করা হয় না৷ সাধারণ কোটাতেই বুকিং হলেও ওয়েটিংয়ে থাকা টিকিটগুলিতে HO কোটা প্রয়োগ করা যেতে পারে। কিছু আসন HO কোটার অধীনে সংরক্ষিত৷ তাই এইটচও কোটায় আবেদন করলে টিকিট খুব দ্রুত নিশ্চিত হয়ে যায়।
তবে এই বিশেষ কোটা পাওয়ার একটি শর্ত যাত্রীর যাত্রা করা আবশ্যক৷ লিখিতভাবে এটা জানাতে হবে যে যাত্রী যাত্রা সম্পূর্ণ করবেন৷
advertisement
কীভাবে আবেদন করবেন?
HO কোটার জন্য আবেদন করার জন্য, যাত্রীকে যাত্রা শুরুর দিনের একদিন আগে জরুরী পরিস্থিতি প্রমাণ করার সমস্ত নথি-সহ চিফ রিজার্ভেশন সুপারভাইজারের কাছে একটি আবেদন (জরুরি কোটা (EQ) ফর্ম) জমা দিতে হবে।
এই আবেদন পত্রটিতেও একজন গেজেটেড কর্মকর্তার স্বাক্ষর থাকতে হবে। আবেদন পাওয়ার পর, এই আবেদন পত্রের তথ্য বিভাগীয়/জোনাল অফিসে পাঠানো হয় এবং তারপর অনুমোদনের পর টিকিট নিশ্চিত করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Train Ticket: ওয়েটিংয়ে থাকা টিকিট সহজেই হয়ে যাবে কনফার্ম! রেলের এই বিশেষ সুবিধার কথা জানেন কি?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement