সঙ্গে থাকবে, হারানোরও ভয় নেই! দেখে নিন কীভাবে ফোনে ডাউনলোড করবেন ডিজিটাল Voter ID!

Last Updated:

স্মার্টফোনেই তা দিব্যি ডাউনলোড করে রাখা যাবে অথবা সেই সব ডিভাইসে যা পিডিএফ সাপোর্ট করে। এমনকী চাইলে ডিজিটাল লকারেও তা রেখে দেওয়া যাবে।

কলকাতা: ওই যে, প্রবাদ আছে না, তুমি যাও বঙ্গে, কপাল যায় সঙ্গে, সেটা বোধহয় যাঁদের বড্ড ভুলো মন, তাঁরা কিছুতেই ভুলবেন না। তাঁদের সমস্যা তো ওাই- যেখানেই যান না কেন, কিছু না কিছু ঠিক হারিয়ে আসবেন। এবার তা যদি Voter ID-র মতো আইডেনটিটি প্রুফ হয়, তাহলে কিন্তু হ্যাপার শেষ থাকে না। থানায় গিয়ে কার্ড হারানোর জন্য জেনারেল ডায়রি করো রে, ফের পুরনো কার্ড হাতে পাওয়ার জন্য সাইবার কাফে-তে ছোট রে- সমস্যা আর কাজ খালি খালি বেড়েই চলে। আবার, যাঁরা ভুলো মনের নন, তাঁরাও যে সব সময়ে Voter ID সঙ্গে নিয়ে ঘুরতে পারেন, এমনটা নয়। হয় রাখার জায়গা থাকে না, নয় নিয়ে বেরোনোর প্রয়োজন বোধ করেন না।
তা, দেশবাসীকে এই সব ঝঞ্ঝাট বাঁচিয়েও Voter ID সঙ্গে রাখার ভাল একটা উপায় তো দিয়েছে নির্বাচন কমিশন- ই-ভোটার কার্ড বা নিজের Voter ID-র পিডিএফ ফরম্যাট ডাউনলোড করে নেওয়া আর কী! স্মার্টফোনেই তা দিব্যি ডাউনলোড করে রাখা যাবে অথবা সেই সব ডিভাইসে যা পিডিএফ সাপোর্ট করে। এমনকী চাইলে ডিজিটাল লকারেও তা রেখে দেওয়া যাবে। দরকার পড়লে ওখান থেকেই নেওয়া যাবে প্রিন্ট আউটও।
advertisement
advertisement
তবে হ্যাঁ, ই-ভোটার কার্ড ফোনে নামানোর আগে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে-
১. মোবাইল নম্বর যেন কার্ডের সঙ্গে যোগ করা থাকে।
২. না করা থাকলে আগে কেওয়াইসি সেরে নিতে হবে।
৩. কার্ড ডাউনলোড করতে EPIC নম্বর লাগবে, অতএব Voter ID হাতের কাছে রাখতে হবে।
advertisement
এবার দেখে নেওয়া যাক কীভাবে তা ডাউনলোড করতে হবে-
১. স্মার্টফোনের নেট ব্রাউজারে যেতে হবে
২. এই লিঙ্ক টাইপ করতে হবে- https://eci.gov.in/e-epic/
৩. Download e-EPIC অপশনে ট্যাপ করতে হবে
৪. e-EPIC download বাটনে ট্যাপ করতে হবে, এটা পেজের উপরের দিকে থাকবে
৫. এবার আগে থেকে রেজিস্টার করা থাকলে নিজের লগ ইন ডিটেলস দিতে হবে, না করা থাকলে রেজিস্টেরেশন করে লগ ইন করতে হবে
advertisement
৬. download e-Epic লঙ্কে ক্লিক করে নিজের EPIC নম্বর টাইপ করতে হবে
৭. মোবাইল স্ক্রিনে আসা তথ্যাদি ভেরিফাই করতে হবে
৮. validate your mobile phone number-এ ট্যাপ করে মোবাইল নম্বর ভ্যালিডেট করতে হবে ওটিপি দিয়ে, তার পর ট্যাপ করতে হবে download e-EPIC লিঙ্কে
৯. এবার নন-এডিটেবল পিডিএফ ফরম্যাটে তা ফোনে ডাউনলোড হয়ে যাবে
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সঙ্গে থাকবে, হারানোরও ভয় নেই! দেখে নিন কীভাবে ফোনে ডাউনলোড করবেন ডিজিটাল Voter ID!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement