#নয়াদিল্লি: বর্তমানে এখন প্রায় সব ক্ষেত্রেই আধার নম্বরের (Aadhaar Number ) দরকার পড়ে ৷ দেশের প্রত্যেক নাগরিকের জন্য আধার কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ৷ গুরুত্বপূর্ণ পরিচয় পত্রের মধ্যে আধার একটি ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রত্যেক সরকারি স্কিম, সাবসিডির লাভ নেওয়ার জন্য আধার নম্বর থাকা অত্যন্ত জরুরি ৷ যদি মনে হয় আপনার আধার নম্বরের অপব্যবহার করা হচ্ছে তাহলে এই সহজ পদ্ধতিতে জেনে নিন ৷
আরও পড়ুন: অগ্রগণ্য কলকাতা, ২০৩০-এর মধ্যে ই-ভেহিকেলে শহর ভরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি মন্ত্রীর
এই বিশেষ সুবিধা দিয়ে থাকে UIDAI
আধার নম্বর (Aadhaar Number) জারি করে থাকা সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই (UIDAI) এই সুবিধা দিয়ে থাকে ৷ এই সহজ পদ্ধতির মাধ্যমে চেক করতে পারবেন কোথায় কোথায় আপনার আধার নম্বর ব্যবহার করা হয়েছে ৷
আরও পড়ুন: 'তৃণমূলে ফিরবেন শুভেন্দু অধিকারী'! এবার বিস্ফোরক অভিযোগে সরব 'আদি' BJP নেতা
কীভাবে চেক করবেন আধার অথেন্টিকেশন হিস্ট্রি -
আরও পড়ুন: 'বিরোধী দলনেতার পদ চলে যাচ্ছে', শুভেন্দুর 'দলবদল' সম্ভাবনা? বিস্ফোরক দাবি সৌমেনের!
আধার কার্ডের (Aadhaar Number) অবৈধ ব্যবহারের ক্ষেত্রে এই ভাবে করুন অভিযোগ
আপনার আধার নম্বর অপব্যবহার করা হচ্ছে, এরকম কোনও সন্দেহ হলে শীঘ্রই uidai এর টোল ফ্রি নম্বর 1947 এ যোগাযোগ করতে পারবেন বা ই-মেলের মাধ্যমে help@uidai.gov.in যোগাযোগ করতে পারবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aadhaar Number, UIDAI