আপনার Aadhaar নম্বর অন্য কেউ ব্যবহার করছে না তো ? এই ভাবে চেক করে নিন আধার অথেন্টিকেশন হিস্ট্রি .....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কীভাবে চেক করবেন আধার অথেন্টিকেশন হিস্ট্রি -
#নয়াদিল্লি: বর্তমানে এখন প্রায় সব ক্ষেত্রেই আধার নম্বরের (Aadhaar Number ) দরকার পড়ে ৷ দেশের প্রত্যেক নাগরিকের জন্য আধার কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ৷ গুরুত্বপূর্ণ পরিচয় পত্রের মধ্যে আধার একটি ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রত্যেক সরকারি স্কিম, সাবসিডির লাভ নেওয়ার জন্য আধার নম্বর থাকা অত্যন্ত জরুরি ৷ যদি মনে হয় আপনার আধার নম্বরের অপব্যবহার করা হচ্ছে তাহলে এই সহজ পদ্ধতিতে জেনে নিন ৷
এই বিশেষ সুবিধা দিয়ে থাকে UIDAI
আধার নম্বর (Aadhaar Number) জারি করে থাকা সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই (UIDAI) এই সুবিধা দিয়ে থাকে ৷ এই সহজ পদ্ধতির মাধ্যমে চেক করতে পারবেন কোথায় কোথায় আপনার আধার নম্বর ব্যবহার করা হয়েছে ৷
advertisement
advertisement
কীভাবে চেক করবেন আধার অথেন্টিকেশন হিস্ট্রি -
- প্রথমে UIDAI এর ওয়েবসাইটে https://resident.uidai.gov.in যেতে হবে
- এরপর আধার অথেন্টিকেশন হিস্ট্রিতে ক্লিক করতে হবে
- এবার আধার নম্বর ও সিকিউরিটি কোড দিতে হবে
- ‘Generate OTP’ -তে ক্লিক করতে হবে
- ওটিপি দেওয়ার পর কোন সময়ের মধ্যে এবং ট্রানজাকশন নম্বর দিতে হবে
- এরপর সিলেক্ট করা সময় সীমার মধ্যে অথেন্টিকেশন অনুরোধের বিস্তারিত বিবরণ স্ক্রিনে দেখা যাবে
advertisement
আধার কার্ডের (Aadhaar Number) অবৈধ ব্যবহারের ক্ষেত্রে এই ভাবে করুন অভিযোগ
আপনার আধার নম্বর অপব্যবহার করা হচ্ছে, এরকম কোনও সন্দেহ হলে শীঘ্রই uidai এর টোল ফ্রি নম্বর 1947 এ যোগাযোগ করতে পারবেন বা ই-মেলের মাধ্যমে help@uidai.gov.in যোগাযোগ করতে পারবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2021 10:26 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আপনার Aadhaar নম্বর অন্য কেউ ব্যবহার করছে না তো ? এই ভাবে চেক করে নিন আধার অথেন্টিকেশন হিস্ট্রি .....