মৃত্যুর পর ইনস্যুরেন্স ক্লেম রিজেক্ট কেন হয়? বিমা নেওয়ার সময় এগুলি মাথায় রাখুন!
- Published by:Suman Majumder
Last Updated:
Insurance Claim: যে কোনও বিমা নেওয়ার আগে এগুলো জেনে নিন। ক্লেম করতে অসুবিধায় পড়তে হবে না।
#কলকাতা: বিমা (Insurance) আমাদের জন্য খুবই জরুরি। বর্তমানে মানুষের মধ্যে বিমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং বিমার চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
বিমা বিভিন্ন ধরনের হয়, যেমন জীবন বিমা বা স্বাস্থ্য বিমা। প্রত্যেকটি বিমার ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। এই কারণে যে কোনও বিমা নেওয়ার সমস্ত বিষয়গুলি জেনে নেওয়া খুবই প্রয়োজনীয় যাতে ভবিষ্যতে ক্লেম করতে সমস্যা না হয়।
আরও পড়ুন- এই ৫টি কাজ করে ফেললেই কেল্লাফতে! ৩০ পেরোতে না-পেরোতেই হয়ে যাবেন কোটিপতি!
জীবন বিমা ক্লেম রিজেক্ট হয়ে গেলে অনেক সমসার মুখোমুখি হতে হয়। যদি বাড়ির একমাত্র উপার্জনকারী ব্যক্তির মৃত্যুর পর জীবন বিমার টাকা না পাওয়া যায় তবে তা পরিবারের জন্য খুবই সমস্যার সৃষ্টি করে। এই কারণে গ্রাহকের মৃত্যুর পর ক্লেম যাতে কোনও ভাবেই রিজেক্ট না হয় তা বিমা শুরু করার সময় নিশ্চিত করতে হবে।
advertisement
advertisement
ভুল তথ্য
সংবাদমাধ্যম লাইভ মিন্ট-এর একটি প্রতিবেদন অনুযায়ী, যদি গ্রাহক জীবন বিমা নেওয়ার সময় কোনও ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে বিমা ক্লেম রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। পলিসিতে বিনিয়োগ করার সময় স্বাস্থ্য, বয়স, ওজন, উচ্চতা বা আয় সংক্রান্ত যে কোনও একটা ছোট ভুল তথ্যের কারণে বিমা ক্লেম রিজেক্ট হয়ে যেতে পারে।
advertisement
সময়মতো প্রিমিয়াম না দেওয়া
জীবন বিমা তখনই সক্রিয় থাকে যখন গ্রাহক সময়মতো কিস্তির টাকা পরিশোধ করেন। বিমা কোম্পানিগুলিও বকেয়া প্রিমিয়াম পরিশোধের জন্য অতিরিক্ত ৩০ দিন সময় দেয়। স্ক্রিপবক্সের চিফ বিজনেস অফিসার অনূপ বনশল বলেছেন, গ্রাহক যদি গ্রেস পিরিয়ডের মধ্যেও প্রিমিয়াম না দেন সেক্ষেত্রে তাঁর বিমা বাতিল করে দেওয়া হয়।
কন্টেস্ট পিরিয়ড
বিমা পলিসি নেওয়ার পরের ২ বছর পর্যন্ত সময়কালকে কন্টেস্ট পিরিয়ড বলা হয়। এই সময়ের মধ্যে গ্রাহকের মৃত্যু হলে বিমা ক্লেম রিজেক্ট করা হয়। তবে সমস্ত বিমার ক্ষেত্রে এমনটা হয় না। কন্টেস্ট পিরিয়ড চলাকালীন মৃত্যুর ক্ষেত্রে কোম্পানি যাচাই করে দেখে যে গ্রাহক বিমা করার সময় সমস্ত সঠিক তথ্য প্রদান করেছেন কি না।
advertisement
নমিনি না থাকা
বেশিরভাগ মানুষই বিমা করার সময় তাঁদের অভিভাবক বা সন্তানদের নমিনি হিসেবে মনোনীত করে থাকেন। এবার যদি নমিনির মৃত্যুর পর বিমা ক্লেম করা হয় সেক্ষেত্রে কোম্পানি সোজাসুজি ক্লেম রিজেক্ট করে দেয়। এই কারণে বিমা করার সময় একের বেশি নমিনি রাখা উচিত।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 24, 2022 5:53 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মৃত্যুর পর ইনস্যুরেন্স ক্লেম রিজেক্ট কেন হয়? বিমা নেওয়ার সময় এগুলি মাথায় রাখুন!