KYC Update: আজই কেওয়াইসি আপডেট করুন, নইলে বড় সমস্যা দাঁড়িয়ে আছে আপনার জন্য
- Published by:Arjun Neogi
Last Updated:
KYC Update: প্রথমে ব্যাঙ্ক দিয়ে শুরু হলেও পরবর্তীতে সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিও তাদের গ্রাহকদের জন্য KYC চালু করে।
#নয়াদিল্লি: KYC-এর অর্থ হল Know Your Customer। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আইন অনুযায়ী যে কোনও অর্থনৈতিক কার্যকলাপ সম্পূর্ণ করতে KYC থাকা বাধ্যতামূলক। ব্যাঙ্ক, নন-ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানি (NBFCs) সহ অন্যান্য সংস্থা যেমন ফান্ড হাউস এবং ব্রোকিং ফার্ম সহ আর্থিক প্রতিষ্ঠানগুলি তাদের গ্রাহকদের জন্য KYC বাধ্যতামূলক করেছে। ২০০২ সালে কেওয়াইসি গাইডলাইন চালু করার পর আরবিআই সমস্ত ব্যাঙ্ককে ২০০৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে সমস্ত গ্রাহকদের KYC প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেয়। প্রথমে ব্যাঙ্ক দিয়ে শুরু হলেও পরবর্তীতে সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিও তাদের গ্রাহকদের জন্য KYC চালু করে।
KYC কী?
যে সমস্ত গ্রাহক এবং বিনিয়োগকারীরা আর্থিক পরিষেবা খুঁজছেন বা বিনিয়োগের কথা ভাবছেন তাঁদের জন্য KYC ফর্ম পূরণ করা বাধ্যতামূলক। উদাহরণস্বরূপ, কোনও বিনিয়োগকারী যদি নির্দিষ্ট একটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে ইচ্ছুক হন তবে KYC-এর মাধ্যমে ওই ফান্ড হাউস লগ্নিকারির পরিচয়, ঠিকানা এবং প্যান নম্বর সহ বিভিন্ন তথ্য জানতে পারবে। এর সাহায্য তহবিল কতৃপক্ষ বিনিয়োগকারীর যোগ্যতার পাশাপাশি ট্রান্সেকশনের ট্র্যাক রাখতে পারবে।
advertisement
advertisement
অফলাইনে KYC
প্রথমে যে কোনও ‘Know Your Customer Registration Agencies (KRA’s)’-এর ওয়েবসাইট থেকে কেওয়াইসি আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে। ফর্মের সঙ্গে একটি পরিচয়ের আইডি, ঠিকানার প্রমাণ এবং একটি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। আইডি হিসেবে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দেওয়া যেতে পারে। প্রয়োজনীয় নথি সহ আবেদন ফর্মটি সংশ্লিষ্ট ব্যক্তি বা কতৃপক্ষের কাছে জমা দিতে হিবে।
advertisement
আরও পড়ুন: State Bank of India: বিরাট সুযোগ স্টেট ব্যাঙ্কের! এসবিআই-এ অনলাইনে রেকারিং ডিপোজিটের সহজ পদ্ধতি
অনলাইনে KYC
যে কোনও KRA ওয়েবসাইটে গিয়ে অনলাইনেও KYC প্রক্রিয়া সম্পূর্ণ করা যায়। ওয়েবসাইটে ভিজিট করে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে যেখানে আবেদনকারীর সমস্ত ব্যক্তিগত তথ্য দিতে বলা হবে। পরের স্টেপে আধার নম্বরের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিতে হবে। ওই মোবাইল নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) যাবে। শেষে আধার কার্ডের একটি স্ব-স্বাক্ষরিত কপি ওয়েবসাইটে আপলোড করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর KRA ওয়েবসাইটে তার স্ট্যাটাস চেক করা যাবে।
advertisement
অনলাইনে KYC স্ট্যাটাস কীভাবে দেখা যাবে?
সংশ্লিষ্ট KRA ওয়েবসাইটে লগ ইন করে প্যান কার্ড নম্বর বা অন্যান্য যথাযথ তথ্য দিয়ে আবেদনের স্ট্যাটাস চেক করা যাবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 24, 2022 8:50 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
KYC Update: আজই কেওয়াইসি আপডেট করুন, নইলে বড় সমস্যা দাঁড়িয়ে আছে আপনার জন্য