SBI SMS Alert: এই সহজ পদ্ধতিতে বন্ধ করুন স্টেট ব্যাঙ্কের এই পরিষেবা ধাপে ধাপে

Last Updated:

যে কোনও পরিষেবার জন্য এসবিআই গ্রাহকরা তাঁদের পছন্দমত এসএমএস অ্যালার্ট পরিষেবা পেতে পারেন।

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: গ্রাহক স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এসএমএস অ্যালার্ট (SMS Alert) পরিষেবা দেয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বা ওভারড্রাফট, যাই হোক না কেন, যে কোনও পরিষেবার জন্য এসবিআই গ্রাহকরা তাঁদের পছন্দমত এসএমএস অ্যালার্ট পরিষেবা পেতে পারেন।
ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল এসবিআই। দেশ জুড়ে হাজার হাজার শাখা রয়েছে। গ্রাহক সংখ্যা ৪৫ কোটিরও বেশি। অ্যাকাউন্ট হোল্ডারদের বেছে নেওয়া পরিষেবাগুলির জন্য এসএমএস অ্যালার্ট (SMS Alert)পাঠায় এসবিআই। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন লেনদেনের জন্য এসএমএস অ্যালার্ট জারির সুবিধা দিয়ে থাকে এসবিআই।
advertisement
advertisement
১। অ্যাকাউন্ট ব্যালান্স সেট করার অ্যালার্ট। লিয়েন মার্কিং-সহ।
২। অ্যাকাউন্ট ব্যালান্স রিমুভের অ্যালার্ট।
৩। লেনদেনের পরের অ্যালার্ট, এক্ষেত্রে ডেবিট কার্ড সোয়াপের পর এই অ্যালার্ট লাগু হয়ে থেকে।
৪। চেকবুক ইস্যু করার অ্যালার্ট।
৫। চেকবুক বন্ধ করার অ্যালার্ট।
৬। ক্রেডিট থ্রেশহোল্ড - থ্রেশহোল্ড সীমার উপরে সমস্ত ক্রেডিট লেনদেনের জন্য এসএমএস। এসবিআই-এর ওয়েবসাইট অনুযায়ী, এর সর্বনিম্ন পরিমাণ ৫ হাজার টাকা।
advertisement
৭। ডেবিট থ্রেশহোল্ড - থ্রেশহোল্ড সীমার উপরে সমস্ত ডেবিট লেনদেনের জন্য এসএমএস।
৮। অ্যাকাউন্ট ব্যালেন্স পূর্বনির্ধারিত ব্যালেন্সের নীচে নেমে এলে গ্রাহককে সতর্ক করার জন্য এসএমএস।
পছন্দ মতো পরিষেবা পেতে এসএমএস অ্যালার্ট জারি করা যাবে কীভাবে-
১। প্রথমে এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নেট ব্যাঙ্কিং অ্যাকাউন্টে লগইন করতে হবে।
২। এরপর মেনু থেকে ই-সার্ভিস ট্যাব অপশনে ক্লিক করতে হবে।
advertisement
৩। এরপর এসএমএস অ্যালার্ট সার্ভিসটি বেছে নিতে হবে।
৪। যে অ্যাকাউন্টের জন্য গ্রাহক এই পরিষেবা জারি করতে চান, সেই অ্যাকাউন্টটি বেছে নিতে হবে।
৫। এবার যে পরিষেবা পাওয়ার জন্য গ্রাহক এই এসএমএস অ্যালার্ট চান, সেটা বেছে নিতে হবে। কারণ বিভিন্ন পরিষেবার জন্য এই অ্যালার্ট লাগু করা যায়।
৬। ভ্যালু সেট করতে হবে এবং অ্যালার্ট যে ভ্যালুর সঙ্গে রিলেটেড তা কনফার্ম করতে হবে।
advertisement
আরও পড়ুন: Petrol Diesel Prices Today: এই শহরগুলিতে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, দেখে নিন কলকাতায় কত হল....
প্রসঙ্গত, এসএমএস অ্যালার্ট যেমন তৈরি করা যায় তেমনই আবার তা বন্ধ বা ডিঅ্যাক্টিভেট-ও (Deactivate) করা যায়। কী ভাবে? প্রথমে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। তারপর এসএমএস রেজিস্ট্রেশনের উপর ডিজেবেল লিঙ্কে ক্লিক করে এই সার্ভিস বন্ধ করা যেতে পারে। গ্রাহক জানালেই এই কাজ করে দেবে ব্যাঙ্ক।তবে এই এসএমএস অ্যালার্ট পরিষেবার জন্য তিন মাসে একবার চার্জ কাটতে পারে এসবিআই।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI SMS Alert: এই সহজ পদ্ধতিতে বন্ধ করুন স্টেট ব্যাঙ্কের এই পরিষেবা ধাপে ধাপে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement