State Bank of India: বিরাট সুযোগ স্টেট ব্যাঙ্কের! এসবিআই-এ অনলাইনে রেকারিং ডিপোজিটের সহজ পদ্ধতি
- Published by:Arjun Neogi
Last Updated:
আরডি-তে বিনিয়োগের ক্ষেত্রে কোনও ঝুঁকিও থাকে না।
#নয়াদিল্লি: নিরাপদ এবং নিশ্চিত বিনিয়োগের কথা বললে প্রথমেই মাথায় আসে রেকারিং ডিপোজিটের (Recurring Deposit) কথা। এর সব থেকে বড় সুবিধা, একই সঙ্গে সমস্ত টাকা জমা দেওয়ার হ্যাপা নেই। প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করলেই চলে। আরডি-তে বিনিয়োগের ক্ষেত্রে কোনও ঝুঁকিও থাকে না।
সাধারণত রেকারিং ডিপোজিটের মেয়াদ ১২ মাস থেকে ১০ বছর হতে পারে। মেয়াদ পূর্ণ হওয়ার পর আর পাঁচটা মেয়াদি সঞ্চয় প্রকল্পের মতোই মূল টাকার উপর সুদ-সহ মোট পরিমাণ অর্থ সঞ্চয়কারীর হাতে তুলে দেওয়া হয়। এখন নেট ব্যাঙ্কিংয়ের (Net Banking) মাধ্যমে আনলাইনেই রেকারিং ডিপোজিট খোলার সুযোগ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bangk Of India)। ন্যূনতম ১০০ টাকায় রেকারিং ডিপোজিট (আরডি) অ্যাকাউন্ট খোলার সুযোগ আছে।
advertisement
সাধারণ মানুষের ক্ষেত্রে রেকারিং ডিপোজিটে সুদের হার ৫.১ শতাংশ থেকে ৫.৪ শতাংশের মধ্যে হয়। প্রবীণ নাগরিকদের সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বেশি হয়ে থাকে। এই সুদের হার চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার) রেকারিং ডিপোজিটে গ্রাহকদের মাসে ন্যূনতম ১০০ টাকা জমা করতে হয়। তবে কোনও সর্বোচ্চসীমা নেই।
advertisement
advertisement
আরও পড়ুন: 2000 Bank Notes Circulation Down: হঠাত্ করেই বাজার থেকে উধাও ২ হাজার টাকার নোট, কারণটা কী?
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অনলাইনে আরডি অ্যাকাউন্ট খুলতে চাইলে এই পদ্ধতিগুলি মেনে চলতে হবে –
প্রথম ধাপ: নেট ব্যাঙ্কিংয়ে লগ-ইন করতে হবে। সেখানে দেখানো ‘ফিক্সড ডিপোজিট’-এ ক্লিক করে ড্রপ ডাউন মেনুতে পাওয়া যাবে ই-আরডি (আরডি)।
advertisement
দ্বিতীয় ধাপ: ‘প্রসিড’-এ ক্লিক করতে হবে।
তৃতীয় ধাপ: যদি একাধিক সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকে তা হলে গ্রাহক যেটির সঙ্গে আরডি সংযুক্ত করতে চান, সেটাকে সিলেক্ট করতে হবে।
চতুর্থ ধাপ: গ্রাহক মাসিক কত টাকা জমা দিতে চান, তা বাছতে হবে। সঙ্গে মেয়াদ নির্বাচন করতে হবে।
পঞ্চম ধাপ: শর্তাবলি পড়ে নিয়ে ‘টার্মস অ্যান্ড কন্ডিশন’-এর টিক বক্সে ক্লিক করতে হবে।
advertisement
ষষ্ঠ ধাপ: এবার ‘সাবমিট’-এ ক্লিক করতে হবে।
সপ্তম ধাপ: পরের পাতায় আসবে নাম, নমিনি-সহ যাবতীয় তথ্য পূরণ করার ফর্ম। সেগুলি দেওয়ার পর কনফার্ম করতে হবে। এর পরই রেফারেন্স নম্বর এবং ই-আরডি নম্বর চলে আসবে।
অষ্টম ধাপ: এর পর গ্রাহক আরডি-র যাবতীয় তথ্য ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে পারবেন।
আরও পড়ুন: Petrol Diesel Prices Today: এই শহরগুলিতে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, দেখে নিন কলকাতায় কত হল....
উল্লেখ্য, রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে প্রতি মাসে ন্যূনতম ১০০ টাকা, পরে ১০ টাকার গুণিতকে যে কোনো পরিমাণ টাকা জমা করা যাবে। আমানতের কোনো সর্বোচ্চ সীমা নেই।
advertisement
কিস্তি না মেটালে জরিমানা (Penalty)
পরপর তিন মাস কিস্তির টাকা জমা না করলে জরিমানা দিতে হয়। এক্ষেত্রে ৫ বছর বা তার কম সময়ের আরডি-র ক্ষেত্রে প্রতি মাসে ১০০ টাকার জন্য ১.৫০ টাকা জরিমানা দিতে হবে। ৫ বছরের বেশি মেয়াদের অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতি মাসে ১০০ টাকার জন্য ২ টাকা জরিমানা ধার্য করা হয়।
advertisement
মেয়াদ শেষের আগে (Premature Close)
মেয়াদ শেষের আগে টাকা তুলতে চাইলেও জরিমানা দিতে হয়। পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তোলার জন্য গ্রাহকদের মোট অর্থের ০.৫০ শতাংশ জরিমানা দিতে হবে বলে এসবিআই। পাঁচ লক্ষ টাকার উপরে অথচ ১ কোটি টাকার নিচে, এমন আরডি অ্যাকাউন্টের ক্ষেত্রে মোট অর্থের ১ শতাংশ জরিমানা দিতে হবে বলে জানানো হয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 24, 2022 8:11 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
State Bank of India: বিরাট সুযোগ স্টেট ব্যাঙ্কের! এসবিআই-এ অনলাইনে রেকারিং ডিপোজিটের সহজ পদ্ধতি