Education Loan: শিক্ষা ঋণের ইএমআই কী ভাবে হিসেব করা হয়, জেনে নিন...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Education Loan: ইএমআই ক্যালকুলেটর কী ভাবে ব্যবহার করতে হবে?
#কলকাতা: উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে অথবা বাইরে পড়তে যাওয়ার ক্ষেত্রে পড়াশোনার খরচ অনেকটাই বেশি হয়। মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত পরিবার সেই খরচের ধাক্কা কুলিয়ে উঠতে পারে না। তাই তখন সে ক্ষেত্রে সন্তানদের পড়াশোনার খরচ চালিয়ে যাওয়ার জন্য ঋণ নিতে হয় অভিভাবকদের। এক-একটা ব্যাঙ্ক অথবা ঋণদাতা সংস্থার ক্ষেত্রে লোনের ব্যবস্থা এবং সুবিধাও ভিন্ন ভিন্ন হয়। আবার শিক্ষা ঋণ পাওয়ার ক্ষেত্রে ঋণগ্রহীতার যোগ্যতার কিছু নির্দিষ্ট মাপকাঠিও রয়েছে। সেই সঙ্গে লোন পরিশোধ সংক্রান্ত কিছু শর্তও থাকে। এ বার লোন পরিশোধ করার বিষয়ে মাসিক কিস্তি কেমন হবে, তা নিয়ে ছাত্র-ছাত্রী অথবা অভিভাবকদের চিন্তা থেকেই যায়। সেই ব্যাপারেই এখানে বিস্তারিত আলোচনা করা হবে। তাই চলুন জেনে নেওয়া যাক, শিক্ষা ঋণের (Education Loan) ইএমআই (EMI) কী ভাবে হিসেব করা হবে।
লোনের মাসিক কিস্তি বা ইএমআই কেমন হবে, সেটা কয়েকটা বিষয়ের মাধ্যমে হিসেব করা হবে। লোন বা ঋণের পরিমাণ, ঋণ পরিশোধের মেয়াদ কাল, সুদের হার এবং প্রসেসিং ফি-এর ভিত্তিতে হিসেব করলে পাওয়া যাবে মাসিক কিস্তির পরিমাণ। শুধু তা-ই নয়, ইএমআই ক্যালকুলেটরের মাধ্যমে খুবই জরুরি তথ্যও বেরিয়ে আসবে। যেমন-- মোট কত সুদ প্রদান করতে হবে, এই হিসেবটাও ইএমআই ক্যালকুলেটরের মাধ্যমে সহজেই করা যাবে।
advertisement
advertisement
আবার ঋণগ্রহীতা প্রতি বছর ঋণের উপর আংশিক আগাম শোধ দিতে পারেন, বেশির ভাগ ঋণদাতা সংস্থাই এই সুবিধা প্রদান করে। গ্রাহক যদি এই ধরনের পেমেন্ট করতে চান, সে ক্ষেত্রে তিনি ইএমআই ক্যালকুলেটরে (EMI Calculator) সমস্ত তথ্য দিয়ে হিসেব করে নিতে পারেন। সুদ প্রদানের ক্ষেত্রে কত টাকা গ্রাহক বাঁচাতে পারবেন এবং মেয়াদ কাল থেকে কতটা সময় কমে যাচ্ছে, এই সব তথ্যই ওই হিসেব থেকে বেরিয়ে আসবে আর এতে গ্রাহকের সিদ্ধান্ত নিতেও সুবিধা হবে।
advertisement
ইএমআই ক্যালকুলেটর কী?
ইএমআই ক্যালকুলেটর হল, এক ধরনের সহজ-সরল অনলাইন টুল। যা শিক্ষা ঋণের ক্ষেত্রে মাসিক কিস্তির পরিমাণ হিসেব করতে সাহায্য করে গ্রাহককে। এমনিতে প্রচলিত নিয়ম অনুযায়ী ইএমআই হিসেব করা খুবই ঝামেলার বিষয়। সময়ও লাগে প্রচুর, সেই সঙ্গে গ্রাহকের বেশ খাটনিও হয়। কিন্তু ইএমআই ক্যালকুলেটরের মতো অনলাইন টুল ব্যবহার করলে ওই প্রক্রিয়া খুবই সহজ হয়ে যায়। খাটনিও কম, আর সময়ও লাগে খুবই কম। আর এটা বিনামূল্যেই ব্যবহার করা যায়। পাশাপাশি, এই ইএমআই ক্যালকুলেটর একদম সঠিক ভাবে হিসেবও করে দিতে পারে।
advertisement
ইএমআই ক্যালকুলেটর ব্যবহারের সুবিধা--
advertisement
ইএমআই ক্যালকুলেটর কী ভাবে ব্যবহার করতে হবে?
advertisement
advertisement
শেষ ধাপ সম্পূর্ণ করার কয়েক সেকেন্ডের মধ্যেই ইএমআই ক্যালকুলেটর মাসিক কিস্তির হিসেব বলে দেবে।
যে সব পাঠ্যক্রম শিক্ষা ঋণের আওতায় পড়ে, তার একটি তালিকা রইল--
- নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি
- UGC/IMC/AICTE/সরকার স্বীকৃত বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স (টেকলিক্যাল/প্রফেশনাল/ডিপ্লোমা)
- পাইলট ট্রেনিং, অ্যারোনটিক্যাল, শিপিং এবং ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন/শিপিং/অন্যান্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ অনুমোদিত যে কোনও রেগুলার ডিগ্রি/ডিপ্লোমা কোর্স
- IIM/IIT-এর মতো প্রতিষ্ঠান অনুমোদিত বিভিন্ন রেগুলার এবং ডিপ্লোমা কোর্স
- পেশা ভিত্তিক বিভিন্ন কোর্স (প্রফেশনাল/টেকলিক্যাল)
- স্কিল ডেভলপমেন্ট সংক্রান্ত বিভিন্ন কোর্স
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 27, 2022 3:46 PM IST