Money Making Ideas: ইউটিউব দেখে শুরু কড়কনাথ মুরগি পালন, আজ মাসে ১২ হাজার টাকা রোজগার করছেন ‘এই’ গৃহবধূ
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Money Making Ideas: ইউটিউব দেখে শুরু করা কড়কনাথ মুরগি পালন আজ এক গৃহবধূর আয়ের বড় উৎস। মাসে ১২ হাজার টাকা আয় করে তিনি প্রমাণ করেছেন ঘরোয়া ব্যবসাও হতে পারে লাভজনক।
পটাশপুর : আজকের দিনে অনেক গৃহবধূ ঘরে বসেই নতুন আয়ের পথ খুঁজে নিচ্ছেন। পূর্ব মেদিনীপুরের এমনই এক সাধারণ গৃহবধূ গৌরীরানি দাস, ইউটিউব দেখে কড়কনাথ মুরগি পালন শুরু করেছিলেন। বাড়ির কাজ সামলে অবসর সময়ে শুরু করা সেই চাষই আজ তার প্রধান আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে খরচ বাদ দিয়ে মাসে ১০ থেকে ১২ হাজার টাকা রোজগার করছেন তিনি। শুরুটা ছিল একেবারেই ছোট। প্রথমে মাত্র সাতটি করকনাথ মুরগির বাচ্চা এনে বাড়ির আঙিনায় পালন শুরু করেন তিনি। সেই ছোট উদ্যোগ আজ বড় আকার ধারণ করেছে। এখন শুধু মাংস বিক্রি করেই থেমে নেই, ডিম থেকে বাচ্চা ফোটানো এবং ডিম বিক্রি করেও আয় করছেন।
কড়কনাথের পাশাপাশি টার্কি মুরগির চাষও শুরু করেছেন। গৌরীরানি দাসের সাফল্যের অন্যতম কারণ করকনাথ মুরগির উপকারিতা। এই মুরগির মাংসে কোলেস্টেরল খুবই কম থাকে, ফলে হৃদরোগীদের জন্য বিশেষভাবে উপকারী। ক্রেতারা প্রোটিন সমৃদ্ধ মাংস ও ডিমের খোঁজে তার কাছে বারবার আসছেন। করকনাথ মুরগির ডিম ও মাংসে আয়রণ, ক্যালসিয়াম ও ফসফরাস বেশি থাকায় রক্তশূন্যতা, হাড় দুর্বলতা কিংবা শরীরের ক্লান্তি দূর করতে এটি আদর্শ খাবার। অনেক ডাক্তারই এখন রোগীদের করকনাথ খাওয়ার পরামর্শ দিচ্ছেন। ফলে বাজারে এর চাহিদাও দিন দিন বাড়ছে।
advertisement
advertisement
বর্তমানে কড়কনাথ মুরগির চাহিদা যেমন বাড়ছে, তেমনই গৌরীরানি দাসের ব্যবসাও ক্রমশ প্রসার পাচ্ছে। তার দাবি, সাধারণ মুরগির তুলনায় করকনাথ অনেক বেশি দামে বিক্রি হয়। তবুও মানুষ স্বাস্থ্যগত কারণে দামের তোয়াক্কা না করেই এই মুরগি কিনছেন। শহর থেকে গ্রাম—সব জায়গাতেই করকনাথের চাহিদা বাড়ছে। তার কাছ থেকেও অনেকে একসঙ্গে ডিম ও বাচ্চা কিনে নিয়ে যাচ্ছেন।
advertisement
এই মুরগির চাষ শুরু করতে খুব বেশি খরচের প্রয়োজন নেই। পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গা, পর্যাপ্ত খাবার আর নিয়মিত টিকা থাকলেই এই মুরগি দ্রুত বেড়ে ওঠে। তার অভিজ্ঞতা, “অল্প পুঁজিতে, কম সময় ও কম পরিশ্রমে বাড়ির পাশেই আয়ের নতুন পথ তৈরি করা সম্ভব।”
advertisement
গৌরীরানি দাসের এই সাফল্যের গল্প আজ এলাকার অন্য মহিলাদের জন্যও অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন, চেষ্টা আর ইচ্ছা থাকলে বাড়ির আঙিনাতেই দাঁড় করান যায় বড় ব্যবসা। কড়কনাথ মুরগির চাষকে তিনি শুধু আয়ের মাধ্যমই করেননি, বরং এটিকে স্বাস্থ্যকর জীবনের এক অপরিহার্য অংশ করে তুলেছেন।
মদন মাইতি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2025 3:17 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: ইউটিউব দেখে শুরু কড়কনাথ মুরগি পালন, আজ মাসে ১২ হাজার টাকা রোজগার করছেন ‘এই’ গৃহবধূ