কলকাতা: খুব বেশি দিনের কথা নয়, দেশে সগৌরবে আত্মপ্রকাশ করেছিল বন্ধন ব্যাঙ্ক। তার পর জীবনের খাতে অনেক সময় বয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে মানুষের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে এই প্রতিষ্ঠান। বলাই বাহুল্য, যোগ্য পরিচালন ব্যবস্থা ছাড়া তা সম্ভব ছিল না। সেই স্বীকৃতি এবার এল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির তরফে, ব্যাঙ্কের এমডি এবং সিইও চন্দ্রশেখর ঘোষকে দেওয়া হল অনারারি ডি.লিট।
সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির প্রথম বছরের সমাবর্তন অনুষ্ঠানে চন্দ্রশেখর ঘোষকে এই সম্মান প্রদান করা হয়। ব্যাঙ্কিং এবং মাইক্রো-ফিনান্সে অতুলনীয় অবদানের জন্যই এই সম্মান লাভ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
বন্ধন ব্যাঙ্ক চন্দ্রশেখর ঘোষের সুযোগ্য পরিচালন ব্যবস্থায় কীভাবে উন্নতির পথে এগিয়ে চলেছে, এই প্রসঙ্গে সে কথা না তোলা নিতান্ত অন্যায় হবে। সম্প্রতি এই ব্যাঙ্ক এক দিনে তার ৫০টি শাখার দরজা খুলে দিয়েছে গ্রাহকদের জন্য। মূলত বিহার, গুজরাত এবং মধ্যপ্রদেশে হলেও নতুন এই ৫০টি শাখা ছড়িয়ে রয়েছে দেশের সব প্রান্তেই। নতুন এই শাখাগুলো ধরে সারা দেশে বন্ধন ব্যাঙ্কের এখন সব মিলিয়ে ১৪০০টিরও বেশি শাখা রয়েছে।
আরও পড়ুন- বর্ধমানের আকাশে উড়ল ড্রোন ! কারণ জানলে অবাক হবেন আপনি
তবে নতুন এই শাখাগুলোর ক্রমবর্ধমান বিস্তার কেবলই বাণিজ্যিক স্বার্থ নয়, এর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মানুষের সুবিধার বিষয়টিও। দেশের অনেক প্রান্তেই মানুষকে ব্যাঙ্কিং পরিষেবা পেতে সমস্যায় পড়তে হয়, এই উদ্যোগ সেই অভাব কিছুটা হলেও পূরণ করতে বদ্ধপরিকর। ব্যাঙ্কের দায়বদ্ধতা যে কেবল গ্রাহকের প্রতি- সেই লক্ষ্য সামনে রেখেই বন্ধন ব্যাঙ্কের এই জয়যাত্রা।
আরও পড়ুন- দক্ষিণবঙ্গ জুড়ে লু-এর পরিস্থিতি ! আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
এই কারণেই দেশের পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের বাইরেও বন্ধন ব্যাঙ্ক তার শাখা বিস্তারের শপথ নিয়েছে। গ্রাহকের ভরসা যাতে ব্যর্থ না যায়, সেই লক্ষ্যে নতুন নতুন পণ্য এবং পরিষেবাও নিয়ে আসতে চলেছে এই প্রতিষ্ঠান।
বন্ধন ব্যাঙ্ক যে চন্দ্রশেখর ঘোষের সুযোগ্য পরিচালন ব্যবস্থায় এই লক্ষ্যে উন্নীত হবে, তা শুধু সময়ের অপেক্ষা। কেন না, সরাসরি বলেছেনই চন্দ্রশেখর ঘোষ যে দেশের গভীরে ব্যাঙ্কিং ব্যবস্থাকে ছড়িয়ে দেবেন তাঁরা যাতে প্রতিটি মানুষের কাছে ব্যাঙ্কের অ্যাকসেস থাকে। দেশ এবং দেশবাসীর পাশে থাকার এই উদ্যোগে যে বিনিয়োগ করা হচ্ছে বিশেষ করে, তাও বলতে ভোলেননি তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।