Bardhaman News: বর্ধমানের আকাশে উড়ল ড্রোন ! কারণ জানলে অবাক হবেন আপনি

Last Updated:

বেআইনি এই কারবার চলার অভিযোগ যেসব জায়গা থেকে এসে থাকে সেই সব এলাকায় ধারাবাহিকভাবে এই অভিযান চালানো হবে বলে জেলা পুলিশ ও আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে।

বর্ধমানের আকাশে ড্রোন উড়ছে কেন?
বর্ধমানের আকাশে ড্রোন উড়ছে কেন?
শরদিন্দু ঘোষ, বর্ধমান: এবার বেআইনি চোলাইয়ের কারবার ঠেকাতে ওড়ানো হল ড্রোন। বর্ধমান শহর লাগোয়া বিজয়রাম এলাকায় ড্রোন ওড়ানো হল। কোথায় কোথায় চোলাইয়ের কারবার চলছে তা জানতেই এই ড্রোন ওড়ানো হয়েছে বলে জেলা পুলিশ ও আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে। বেআইনি এই কারবার চলার অভিযোগ যেসব জায়গা থেকে এসে থাকে, সেই সব এলাকায় ধারাবাহিকভাবে এই অভিযান চালানো হবে বলে জেলা পুলিশ ও আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে।
পূর্ব বর্ধমান জেলায় চোলাই মদের রমরমা অভিযোগ দীর্ঘদিনের। এর আগে বিষ মদে গলসিতে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছিল। তারপরও জেলার বেশ কিছু এলাকায় চোলাই মদের রমরমা কারবার চলছে বলে অভিযোগ। মাঝেমধ্যে আবগারি দফতর অভিযান চালায়। চোলাই তৈরির বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করে নিয়ে আসে। তারপর নজরদারি শিথিল হলেই সেই সব এলাকায় ফের চোলাই মদের কারবার শুরু হয়ে যায় বলে অভিযোগ।
advertisement
advertisement
আবগারি দফতরের আধিকারিকরা জানিয়েছেন, অভিযানে গেলে চোরাই কারবারিরা সচেতন হয়ে পড়ে। চোলাই তৈরি বন্ধ রেখে গা ঢাকা দেয় তারা। তাই ড্রোন উড়িয়ে তা থেকে ছবি নিয়ে কোন কোন এলাকায় এই কারবার চলছে তা জানার চেষ্টা চালানো হচ্ছে। ড্রোন থেকে পাওয়া ছবি দেখে সেইসব বাড়িতে অভিযান চালানো হবে।
advertisement
জেলা পুলিশ ও আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের কয়েকটি এলাকায়, আউসগ্রাম, রায়না, খণ্ডঘোষ, মেমারি, মন্ডল গ্রাম, বর্ধমান শহর লাগোয়া বিজয়া রাম এলাকায় দীর্ঘদিন ধরে চলাই মদ তৈরির কারবার চলে। বারে বারে অভিযান চালিয়েও তা বন্ধ করা যাচ্ছে না। তাই এবার ড্রোন ওড়ানোর এই কর্মসূচি নেওয়া হয়েছে ৷
advertisement
কয়েক মাস আগে বর্ধমানে বিষ মদ পান করার ফলে কয়েক জনের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল। এরপর চোলাই মদ বিক্রি বন্ধে তৎপর হয়ে উঠেছিল পুলিশ। আবগারি দফতর বেশ কয়েক জায়গায় অভিযান চালায়। তবে ড্রোন উড়িয়ে নজরদারি এই প্রথম। জেলা পুলিশ ও আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, ধারাবাহিকভাবে এই ড্রোন নজরদারি চালানো হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman News: বর্ধমানের আকাশে উড়ল ড্রোন ! কারণ জানলে অবাক হবেন আপনি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement