হোয়্যাট আ ফিনিশ...! হ্যা সোমবার রাতে ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচ যারাই দেখেছেন, তাঁদের মুখে এই কথাটাই স্বাভাবিক ৷ ম্যাচের ফয়সালা হল শেষ বলেই ৷ বাউন্ডারি মেরে দলকে জিতিয়ে ফের একবার নায়ক সেই রিঙ্কু সিং-ই ৷ Photo Courtesy: IPL
2/ 6
জেসন রয়-গুরবাজ ওপেনিং জুটি ক্লিক করলেও এদিন রান পাননি ভেঙ্কটেশ্বর আইয়ার ৷ কেকেআর অধিনায়ক নীতীশ রানা (৫১) ভালই খেলছিলেন ৷ কিন্তু তিনি আউট হওয়ার পরেই ম্যাচ জেতানোর সব দায়িত্ব গিয়ে পড়ে সেই রাসেল-রিঙ্কুর কাঁধেই ৷ Photo Courtesy: IPL
3/ 6
আহমেদাবাদে গুজরাতের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচটি ছক্কা আচমকাই রিঙ্কুর জীবন এক রাতে বদলে দিয়েছিল। পঞ্জাবের বিরুদ্ধে আরও একটি ম্যাচ জেতাতে অবদান রাখার পর তাঁকে নিয়ে চর্চা আরও বাড়তে বাধ্য। Photo Courtesy: IPL
4/ 6
ম্যাচ শেষে রিঙ্কুর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নাইট অধিনায়ক নীতীশ রানা ৷ তিনি বলেন, “আমি সবসময় একটা কথা ওকে বলি, নিজের উপর বিশ্বাস রাখো। তুমি যা অর্জন করেছো তা অনেক মানুষ সারা জীবনেও করতে পারবে না।” Photo Courtesy: IPL
5/ 6
সোমবারের ম্যাচ জিতে পয়েন্ট টেবলে কিছুটা উপরে উঠে এল কলকাতা নাইট রাইডার্স ৷ ১১ ম্যাচ খেলে ৫টি-তে জিতে এখন ৫ নম্বরে রয়েছে শাহরুখ খানের দল ৷
6/ 6
প্লে অফে যেতে হলে এখন বাকি সব ম্যাচগুলি জেতা ছাড়া উপায় নেই কেকেআরের ৷ সেই সঙ্গে নেট রান রেটেরও কিছুটা উন্নতির প্রয়োজন রয়েছে ৷
KKR in Points Table: প্লে অফে যেতে কি পারবে কেকেআর ? পয়েন্ট টেবলে কোন দল এখন কত নম্বরে, দেখে নিন
হোয়্যাট আ ফিনিশ...! হ্যা সোমবার রাতে ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচ যারাই দেখেছেন, তাঁদের মুখে এই কথাটাই স্বাভাবিক ৷ ম্যাচের ফয়সালা হল শেষ বলেই ৷ বাউন্ডারি মেরে দলকে জিতিয়ে ফের একবার নায়ক সেই রিঙ্কু সিং-ই ৷ Photo Courtesy: IPL
KKR in Points Table: প্লে অফে যেতে কি পারবে কেকেআর ? পয়েন্ট টেবলে কোন দল এখন কত নম্বরে, দেখে নিন
জেসন রয়-গুরবাজ ওপেনিং জুটি ক্লিক করলেও এদিন রান পাননি ভেঙ্কটেশ্বর আইয়ার ৷ কেকেআর অধিনায়ক নীতীশ রানা (৫১) ভালই খেলছিলেন ৷ কিন্তু তিনি আউট হওয়ার পরেই ম্যাচ জেতানোর সব দায়িত্ব গিয়ে পড়ে সেই রাসেল-রিঙ্কুর কাঁধেই ৷ Photo Courtesy: IPL
KKR in Points Table: প্লে অফে যেতে কি পারবে কেকেআর ? পয়েন্ট টেবলে কোন দল এখন কত নম্বরে, দেখে নিন
আহমেদাবাদে গুজরাতের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচটি ছক্কা আচমকাই রিঙ্কুর জীবন এক রাতে বদলে দিয়েছিল। পঞ্জাবের বিরুদ্ধে আরও একটি ম্যাচ জেতাতে অবদান রাখার পর তাঁকে নিয়ে চর্চা আরও বাড়তে বাধ্য। Photo Courtesy: IPL
KKR in Points Table: প্লে অফে যেতে কি পারবে কেকেআর ? পয়েন্ট টেবলে কোন দল এখন কত নম্বরে, দেখে নিন
ম্যাচ শেষে রিঙ্কুর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নাইট অধিনায়ক নীতীশ রানা ৷ তিনি বলেন, “আমি সবসময় একটা কথা ওকে বলি, নিজের উপর বিশ্বাস রাখো। তুমি যা অর্জন করেছো তা অনেক মানুষ সারা জীবনেও করতে পারবে না।” Photo Courtesy: IPL