#নয়াদিল্লি: মার্চ থেকে করোনার (Coronavirus) প্রভাব বাড়তে থাকায় লকডাউন (Lockdown) শুরু হয় দেশে। যার জেরে বন্ধ হয়ে যায় প্রায় সমস্ত কিছু। ক্ষতিগ্রস্ত হয় প্রায় সব ক্ষেত্র। চাকরি চলে যায় বহু মানুষের। অফিস বন্ধ করে দিতে হয় অনেক সংস্থাকে। সব চেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে হোটেল, ভ্রমণ ও অটোমোবাইল সেক্টর। ব্যবসায় ক্ষতির চেহারা একটু পালটালেও লাভ হয়নি। প্রায় ৫-৬ মাসের লোকসান তুলতে রীতিমতো চাপে সংস্থাগুলি।
২০২০-র শুরু থেকে এখনও পর্যন্ত গাড়ি বিক্রির সংখ্যা দেশে খুবই কম। তাই বিক্রি বাড়াতে একাধিক সংস্থা পুজোর সময় বা দীপাবলীতে (Diwali) প্রচুর সেল দিয়েছে। তবুও স্টক শেষ হয়নি বললেই চলে। তাই এ বার ইয়ার এন্ড সেল শুরু করেছে তারা। যার মধ্যে রয়েছে জাপানের গাড়ি প্রস্তুতকারক সংস্থা হোন্ডা (Honda)। ডিসেম্বরের ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত হোন্ডার কয়েকটি বিশেষ গাড়ি কিনলে মিলবে আকর্ষণীয় ছাড়। রয়েছে ক্যাশ ডিসকাউন্ট (Cash Discount), এক্সচেঞ্জ অফার (Exchange Offer) ও স্পেশাল প্যাকেজ ( Special Package)।
মোটোরয়ডসের রিপোরেট অনুয়ায়ী, হোন্ডা জ্যাজ (Honda Jazz), হোন্ডা সিটি ফিফথ জেনারেশন ( 5th gen City), অ্যামেজ স্ট্যান্ডার্ড (Amaze Standard), অ্যামেজ স্পেশ্যাল ( Amaze Special Edition) ও অ্যামেজ এক্সক্লুসিভ এডিশন ( Amaze Exclusive Edition), WR-V ও Civic-এ ছাড় মিলছে।