দারুণ ছাড় আর আকর্ষণীয় অফার মিলছে Honda-র এই গাড়িগুলিতে!

Last Updated:

মার্চ থেকে করোনার (Coronavirus) প্রভাব বাড়তে থাকায় লকডাউন (Lockdown) শুরু হয় দেশে

#নয়াদিল্লি: মার্চ থেকে করোনার (Coronavirus) প্রভাব বাড়তে থাকায় লকডাউন (Lockdown) শুরু হয় দেশে। যার জেরে বন্ধ হয়ে যায় প্রায় সমস্ত কিছু। ক্ষতিগ্রস্ত হয় প্রায় সব ক্ষেত্র। চাকরি চলে যায় বহু মানুষের। অফিস বন্ধ করে দিতে হয় অনেক সংস্থাকে। সব চেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে হোটেল, ভ্রমণ ও অটোমোবাইল সেক্টর। ব্যবসায় ক্ষতির চেহারা একটু পালটালেও লাভ হয়নি। প্রায় ৫-৬ মাসের লোকসান তুলতে রীতিমতো চাপে সংস্থাগুলি।
২০২০-র শুরু থেকে এখনও পর্যন্ত গাড়ি বিক্রির সংখ্যা দেশে খুবই কম। তাই বিক্রি বাড়াতে একাধিক সংস্থা পুজোর সময় বা দীপাবলীতে (Diwali) প্রচুর সেল দিয়েছে। তবুও স্টক শেষ হয়নি বললেই চলে। তাই এ বার ইয়ার এন্ড সেল শুরু করেছে তারা। যার মধ্যে রয়েছে জাপানের গাড়ি প্রস্তুতকারক সংস্থা হোন্ডা (Honda)। ডিসেম্বরের ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত হোন্ডার কয়েকটি বিশেষ গাড়ি কিনলে মিলবে আকর্ষণীয় ছাড়। রয়েছে ক্যাশ ডিসকাউন্ট (Cash Discount), এক্সচেঞ্জ অফার (Exchange Offer) ও স্পেশাল প্যাকেজ ( Special Package)।
advertisement
মোটোরয়ডসের রিপোরেট অনুয়ায়ী, হোন্ডা জ্যাজ (Honda Jazz), হোন্ডা সিটি ফিফথ জেনারেশন ( 5th gen City), অ্যামেজ স্ট্যান্ডার্ড (Amaze Standard), অ্যামেজ স্পেশ্যাল ( Amaze Special Edition) ও অ্যামেজ এক্সক্লুসিভ এডিশন ( Amaze Exclusive Edition), WR-V ও Civic-এ ছাড় মিলছে।
advertisement
দেখে নেওয়া যাক কোন কোন গাড়িতে থাকছে কী কী অফার!
হোন্ডা জ্যাজ (Honda Jazz)
advertisement
হোন্ডার অন্যতম জনপ্রিয় এই হ্যাচব্যাক গাড়িটি আপডেটেড ভার্সানে লঞ্চ হয়েছে কিছু দিন আগে। দাম ৭ লক্ষ ৪৯ হাজার টাকা। বর্তমানে হোন্ডার তরফে এই গাড়িতে ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।  যাতে ক্যাশ বোনাস থাকছে ২৫ হাজার টাকা ও এক্সচেঞ্জ বোনাস থাকছে ১৫ হাজার টাকা পর্যন্ত।
হোন্ডা অ্যামেজ (Honda Amaze)
advertisement
বর্তমানে হোন্ডার সব চেয়ে বিক্রিত গাড়ি এই অ্যামেজ (Honda amaze)। সংস্থার তরফে এই গাড়িতে এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে ১০ টাকা পর্যন্ত। দেওয়া হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি। এর স্পেশ্যাল মডেলটিতে সাত হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট ও ১৫ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাচ্ছে। এ সবের পাশেও সবগুলিতেই চার হাজার টাকা পর্যন্ত কর্পোরেট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
advertisement
Honda WR-V
খুব সম্প্রতিই Honda WR-V-এর নতুন ভার্সন লঞ্চ করেছে সংস্থা। BS VI-এর এই মডেলে থাকছে ১৫ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। থাকছে ২৫ হাজার পর্যন্ত ক্যাশ বোনাসও।
হোন্ডা সিটি ফিফথ জেনারেশন (5th gen City)
হোন্ডার অন্যতম জনপ্রিয় এই গাড়িটিতেও ইয়ার-এন্ড অফার মিলছে। Honda City (5th-gen)-তে আপাতত ৩০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার মিলছে। যাঁদের কাছে পুরনো গাড়ি থাকবে, এই অফার শুধুমাত্র তারাই উপভোগ করতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দারুণ ছাড় আর আকর্ষণীয় অফার মিলছে Honda-র এই গাড়িগুলিতে!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement