Guerrilla Trading: গেরিলাযুদ্ধ তো জানেন, কিন্তু গেরিলা ট্রেডিং? লাভের অঙ্ক বেশ বাড়িয়ে দেয় এক কৌশলে
- Published by:Suvam Mukherjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Guerrilla Trading: শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই ভাগলবা। এই স্ট্র্যাটেজি শুধু যুদ্ধক্ষেত্রে নয় ট্রেডিংয়েও ব্যবহার হয়। একে বলে ‘গেরিলা ট্রেডিং’
গেরিলা যুদ্ধের কথা সকলেই জানেন। সেনাবাহিনী ছোট ছোট দলে ভাগ হয়ে বনে জঙ্গলে লুকিয়ে থাকে। তারপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের উপর। শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই ভাগলবা। এই স্ট্র্যাটেজি শুধু যুদ্ধক্ষেত্রে নয় ট্রেডিংয়েও ব্যবহার হয়। একে বলে ‘গেরিলা ট্রেডিং’।
গেরিলা ট্রেডিং হল স্বল্পমেয়াদি ট্রেডিং স্ট্র্যাটেজি। ন্যূনতম ঝুঁকিতে অল্প সময়ে দ্রুত মুনাফার লক্ষ্যে ট্রেড করা হয়। সিঙ্গল ট্রেডিং সেশনে ছোটখাটো লেনদেনেই এই স্ট্র্যাটেজি অবলম্বন করেন পাকা বিনিয়োগকারীরা। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল সীমিত টাইমফ্রেম। এবং ডে ট্রেডারদের এমনভাবে দেখানো হয় যেন তাঁরা দীর্ঘমেয়াদি বিনিয়োগে জড়িত। এটাই গেরিলা ট্রেডিংয়ের মূল চাবিকাঠি।
advertisement
সামান্য সময়ের মধ্যে একাধিক লেনদেনের মাধ্যমে অল্প মুনাফা অর্জন করাই গেরিলা ট্রেডিংয়ের মুখ্য উদ্দেশ্য। অর্থাৎ এতে সফল হতে গেলে বিনিয়োগকারীদের মিনিট কমিশন, মেজর লিভারেজ এবং ট্রেডিং স্প্রেডের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষজ্ঞরা বলেন, ফরেন এক্সচেঞ্জ ট্রেডে গেরিলা ট্রেডিংয়ের কৌশল সবচেয়ে ভাল খাটে। তবে যিনি জানেন, তিনি যে কোনও বাজারেই সোনা ফলাতে পারেন। তাই পোর্টফোলিও শক্তিশালী করতে অনেকেই গেরিলা ট্রেডিং কৌশল বেছে নেন।
advertisement
advertisement
গেরিলা ট্রেডিংয়ের বৈশিষ্ট: কম হলেও প্রতিটা লেনদেনে থেকে যেন লাভ হয়। এটাই চান গেরিলা ট্রেডাররা। তাই সিঙ্গল সেশনে একাধিক ট্রেড করা হয়। সামগ্রিক লাভ স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের ঝুঁকি উপেক্ষা করার জন্য যথেষ্ট।
অত্যন্ত স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের সময়সীমা: গেরিলা ট্রেডাররা এমন ক্ষেত্রে ট্রেড করেন যা কয়েক মিনিট স্থায়ী হয়। অর্থাৎ দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। তাঁদের মতে, বেশি সময় মানে বেশি ঝুঁকি।
advertisement
আরও পড়ুন, নজরে ২০২৪! মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মাস্টার স্ট্রোক’ উত্তরবঙ্গে! জলপাইগুড়িতে বড় ঘোষণা? চর্চা তুঙ্গে
অল্প লাভ অল্প লোকসান: গেরিলা ট্রেডাররা ফরেক্স ট্রেডে ১০ থেকে ২০ পিপ মুনাফা করতে পারলেই খুশি হন। সোজা কথায়, তাঁরা ঝুঁকি নিতে রাজি হন। যদি লোকসান হয় সেটাও অল্প হবে। সর্বোচ্চ ক্ষতি বড়জোর ৫ থেকে ১০ পিপের মধ্যে থাকে।
advertisement
একাধিক ট্রেড: সফল গেরিলা ট্রেডাররা সিঙ্গল ট্রেডিং সেশনে ২০ থেকে ২৫টির বেশি ট্রেড করেন। যাকে বলে লাগাতার। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশ্যে এলে এই সম্ভাবনা বাড়ে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 11, 2023 9:05 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Guerrilla Trading: গেরিলাযুদ্ধ তো জানেন, কিন্তু গেরিলা ট্রেডিং? লাভের অঙ্ক বেশ বাড়িয়ে দেয় এক কৌশলে