Guerrilla Trading: গেরিলাযুদ্ধ তো জানেন, কিন্তু গেরিলা ট্রেডিং? লাভের অঙ্ক বেশ বাড়িয়ে দেয় এক কৌশলে

Last Updated:

Guerrilla Trading: শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই ভাগলবা। এই স্ট্র্যাটেজি শুধু যুদ্ধক্ষেত্রে নয় ট্রেডিংয়েও ব্যবহার হয়। একে বলে ‘গেরিলা ট্রেডিং’

লাভের অঙ্ক বেশ বাড়িয়ে দেয় এক কৌশলে
লাভের অঙ্ক বেশ বাড়িয়ে দেয় এক কৌশলে
গেরিলা যুদ্ধের কথা সকলেই জানেন। সেনাবাহিনী ছোট ছোট দলে ভাগ হয়ে বনে জঙ্গলে লুকিয়ে থাকে। তারপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের উপর। শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই ভাগলবা। এই স্ট্র্যাটেজি শুধু যুদ্ধক্ষেত্রে নয় ট্রেডিংয়েও ব্যবহার হয়। একে বলে ‘গেরিলা ট্রেডিং’।
গেরিলা ট্রেডিং হল স্বল্পমেয়াদি ট্রেডিং স্ট্র্যাটেজি। ন্যূনতম ঝুঁকিতে অল্প সময়ে দ্রুত মুনাফার লক্ষ্যে ট্রেড করা হয়। সিঙ্গল ট্রেডিং সেশনে ছোটখাটো লেনদেনেই এই স্ট্র্যাটেজি অবলম্বন করেন পাকা বিনিয়োগকারীরা। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল সীমিত টাইমফ্রেম। এবং ডে ট্রেডারদের এমনভাবে দেখানো হয় যেন তাঁরা দীর্ঘমেয়াদি বিনিয়োগে জড়িত। এটাই গেরিলা ট্রেডিংয়ের মূল চাবিকাঠি।
advertisement
সামান্য সময়ের মধ্যে একাধিক লেনদেনের মাধ্যমে অল্প মুনাফা অর্জন করাই গেরিলা ট্রেডিংয়ের মুখ্য উদ্দেশ্য। অর্থাৎ এতে সফল হতে গেলে বিনিয়োগকারীদের মিনিট কমিশন, মেজর লিভারেজ এবং ট্রেডিং স্প্রেডের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষজ্ঞরা বলেন, ফরেন এক্সচেঞ্জ ট্রেডে গেরিলা ট্রেডিংয়ের কৌশল সবচেয়ে ভাল খাটে। তবে যিনি জানেন, তিনি যে কোনও বাজারেই সোনা ফলাতে পারেন। তাই পোর্টফোলিও শক্তিশালী করতে অনেকেই গেরিলা ট্রেডিং কৌশল বেছে নেন।
advertisement
advertisement
গেরিলা ট্রেডিংয়ের বৈশিষ্ট: কম হলেও প্রতিটা লেনদেনে থেকে যেন লাভ হয়। এটাই চান গেরিলা ট্রেডাররা। তাই সিঙ্গল সেশনে একাধিক ট্রেড করা হয়। সামগ্রিক লাভ স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের ঝুঁকি উপেক্ষা করার জন্য যথেষ্ট।
অত্যন্ত স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের সময়সীমা: গেরিলা ট্রেডাররা এমন ক্ষেত্রে ট্রেড করেন যা কয়েক মিনিট স্থায়ী হয়। অর্থাৎ দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। তাঁদের মতে, বেশি সময় মানে বেশি ঝুঁকি।
advertisement
অল্প লাভ অল্প লোকসান: গেরিলা ট্রেডাররা ফরেক্স ট্রেডে ১০ থেকে ২০ পিপ মুনাফা করতে পারলেই খুশি হন। সোজা কথায়, তাঁরা ঝুঁকি নিতে রাজি হন। যদি লোকসান হয় সেটাও অল্প হবে। সর্বোচ্চ ক্ষতি বড়জোর ৫ থেকে ১০ পিপের মধ্যে থাকে।
advertisement
একাধিক ট্রেড: সফল গেরিলা ট্রেডাররা সিঙ্গল ট্রেডিং সেশনে ২০ থেকে ২৫টির বেশি ট্রেড করেন। যাকে বলে লাগাতার। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশ্যে এলে এই সম্ভাবনা বাড়ে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Guerrilla Trading: গেরিলাযুদ্ধ তো জানেন, কিন্তু গেরিলা ট্রেডিং? লাভের অঙ্ক বেশ বাড়িয়ে দেয় এক কৌশলে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement