Jio BP Diesel: বছরে লক্ষাধিক টাকা বাঁচবে, কমবে ট্রাক চালকদের চিন্তাও, নতুন ডিজেল আনল জিও-বিপি!
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Jio BP Diesel: অ্যাকটিভ টেকনোলজি-সহ ডিজেল চালু করার কথা ঘোষণা করল জিও-বিপি। এতে ভারতীয় গ্রাহকদের জন্য ডিজেলের মান অনেকটাই উন্নত হতে চলেছে।
অ্যাকটিভ টেকনোলজি-সহ ডিজেল চালু করার কথা ঘোষণা করল জিও-বিপি। এতে ভারতীয় গ্রাহকদের জন্য ডিজেলের মান অনেকটাই উন্নত হতে চলেছে। সেই সঙ্গে সাশ্রয় হবে অনেক টাকা।
মঙ্গলবারই ওই সংস্থা চালু করল অ্যাডিটটিভাইসড ডিজেল। সমস্ত জিও-বিপি আউটলেটে উপলব্ধ এই উন্নত মানের ডিজেল ট্রাক প্রতি বার্ষিক ১.১ লক্ষ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারে। ভারতীয় বাজারে এই প্রথম বার অতিরিক্ত খরচ ছাড়াই কোনও জ্বালানি সাধারণ দামেই পাওয়া যাবে। সেই সঙ্গে অ্যাকটিভ প্রযুক্তি অনির্ধারিত রক্ষণাবেক্ষণের ঝুঁকিও কমিয়ে দেয়। আসলে বার বার ব্যবহারের ফলে গাড়ির ইঞ্জিনের বিভিন্ন অংশে জমা হওয়া ময়লা দূর করতে সাহায্য করে এই প্রযুক্তি। এখানেই শেষ নয়, বিভিন্ন ধরনের কমার্সিয়াল যানবাহনে ব্যবহার করার জন্যই মূলত এই ডিজেল বানানো হয়েছে। এছাড়া ইঞ্জিনের ক্ষমতা বজায় রাখতেও সহায়ক।
advertisement
advertisement
সংস্থার সিইও হরিশ সি মেহতা জানান, “যদিও প্রতিটা গ্রাহক আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তবে ট্রাক চালকদের জন্য জিও-বিপিতে এক বিশেষ স্থান রয়েছে। তাঁদের উদ্বেগ কমাতে জ্বালানির পারফরমেন্স বাড়াতে এবং ইঞ্জিন নিরাপদ রাখতে বহু বছর ধরেই সেরা প্রযুক্তিবিদদের সঙ্গে কাজ করেছে জিও-বিপি।”
advertisement
গ্রাহকদের সমস্যা:
ইঞ্জিনের গুরুত্বপূর্ণ অংশে সময়ের সঙ্গে সঙ্গে ময়লা জমতে থাকে। আধুনিক ট্রাকগুলিতে ভাল ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম থাকে, যার মধ্যে সহজেই ময়লা জমে। কারণ ইঞ্জেকটর হোল-এর আকার কমানো হয়েছে এতে। সাধারণ মানের ডিজেল সময়ের সঙ্গে সঙ্গে জমতে শুরু করে। যার ফলে গর্ত বুজে আসতে থাকে। এতে পিক-আপ কমে, জ্বালানির প্রয়োজনও হয় বেশি। সেই কারণে রক্ষণাবেক্ষণের খরচও বৃদ্ধি পায়।
advertisement
অ্যাকটিভ টেকনোলজি-সহ জিও-বিপি-র ডিজেল ভারতীয় যানবাহনের জন্যই বিশেষ ভাবে তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক স্তরে তৈরি করা এই জ্বালানি দারুন উপায়ে ইঞ্জিনের ময়লা দূর করতে সক্ষম।
১. অ্যাকটিভ অণু ইঞ্জিনের গুরুত্বপূর্ণ অংশের ময়লাকে টেনে নেয়। সেই ময়লা জ্বালানির সঙ্গে মিশে ইঞ্জিনের মধ্যে চলে যায়। আর সেখানে নিরাপদে পুড়েও যায়।
২. এর সঙ্গে ইঞ্জিনের ধাতব পৃষ্ঠ পরিষ্কার করতেও সক্ষম এই অ্যাকটিভ অণু। এতে আসলে একটা সুরক্ষা বর্ম তৈরি হয়। ফলে ধাতুর পৃষ্ঠে আর ময়লাও জমে না।
advertisement
গ্রাহকদের কী কী উপকার হবে?
এই ডিজেলের অ্যাকটিভ টেকনোলজি ট্রাক প্রতি বার্ষিক প্রায় ১.১ লক্ষ টাকা সাশ্রয় করবে। সেই সঙ্গে জ্বালানি অর্থনীতিও ৪.৩% পর্যন্ত উপকৃত হবে।
এটা ইঞ্জিনের পিক-আপ পুনরুদ্ধার এবং বজায় রাখতে সহায়ক।
advertisement
অবিরাম ব্যবহারের অনির্ধারিত রক্ষণাবেক্ষণের ঝুঁকি হ্রাস করতে সাহায্য করবে এই ডিজেল।
ময়লা জমার কারণে ইঞ্জিনের যে ক্ষতি হয়, তা সারাতে প্রচুর টাকা লেগে যায়। এই ডিজেলে সেই খরচের আশঙ্কা কমবে।
ইঞ্জিনে বিদ্যমান ময়লা দূর তো করেই, সেই সঙ্গে ময়লা জমাও প্রতিরোধ করে।
এর মধ্যে থাকে অ্যান্টি-ফোম এজেন্ট। যার ফলে চালকদের সুবিধা হয়। বার বার পাম্পে তেল ভরার জন্য দাঁড়াতেও হয় না।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2023 11:12 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Jio BP Diesel: বছরে লক্ষাধিক টাকা বাঁচবে, কমবে ট্রাক চালকদের চিন্তাও, নতুন ডিজেল আনল জিও-বিপি!